চুঁচুড়া শহরকে ঢেলে সাজা হোক |
হুগলি জেলার সদর শহর হল চুঁচুড়া। ঐতিহাসিক বহু নিদর্শন এ দিক ও দিক ছড়িয়ে। কিন্তু নানা সমস্যায় ভুগছে প্রাচীন এই শহর। সেগুলির সুরাহা করে শহরটিকে সাজানোর জন্য কিছু পদক্ষেপ করা উচিত। গঙ্গার ধারে একটি মনোরম পার্ক তৈরি করা দরকার। গঙ্গার ঘাটগুলি বহু বছর সংস্কার হয়নি। বাসস্ট্যান্ডটিকে শহর থেকে কিছুটা দূরে করলে যানজট কমে। শহরে ওয়ান ওয়ে ট্র্যাফিক ব্যবস্থা চালু করলে ভাল। সদা ব্যস্ত বড়ঘড়ির মোড়ের ফুটপাথ হকারমুক্ত করার দাবি বহু দিনের। প্রাচীন ঘড়ির স্তম্ভের গায়ে পোস্টার, ব্যানার লাগানো অবিলম্বে বন্ধ হোক। সিনেমা হলগুলিরও সংস্কার জরুরি। শহরের নিচু জায়গাগুলিতে অল্প বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। জলনিকাশি ব্যবস্থা ঢেলে সাজা হোক। ইমামবাড়া হাসপাতালে আইসিইউ ইউনিটে বহু মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘ দিন ধরে পড়ে পড়ে অকেজো হচ্ছে। অবিলম্বে এই ইউনিট চালু করলে বহু মানুষ উপকৃত হবেন। শহরের প্রধান রাস্তাঘাটগুলিতে ভিড়ের চাপ বেড়েই চলেছে। স্বয়ংক্রিয় ট্র্যাফিক সিগন্যাল এখনও চালু হল না। চুঁচুড়া থেকে দূরপাল্লার বাস চালুর দাবি বহু দিন ধরে এখানকার মানুষ করে আসছেন। এখনও সে ব্যাপারে প্রশাসনের কোনও পদক্ষেপই চোখে পড়েনি। চুঁচুড়ায় খেলাধূলার মান উন্নত। কিন্তু উপযুক্ত স্টেডিয়ামের অভাব আছে। |
দেবপ্রসাদ সরকার। মোগলটুলি। চুঁচুড়া। |
বাঁকড়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা দরকার |
হাওড়া জেলার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া একটি গুরুত্বপূর্ণ এলাকা। এর বুক চিরে চলে গিয়েছে হাওড়া-আমতা রোড। রেডিমেড পোশাক ও ছিটকাপড়ের বিশাল বাজার আছে এখানে। কিন্তু এই এলাকায় দিনের বেলায় প্রায় সর্ব ক্ষণই যানজটে নাকাল হতে হয় মানুষকে। বিশেষ করে, মুন্সিডাঙা রোড, বাঁকড়া বাজার প্রভৃতি এলাকায় এই সমস্যা খুবই বেশি। রাস্তার দু’পাশে সব সময়েই ম্যাটাডোর, লরি দাঁড়িয়ে থাকে। মালপত্র ওঠানো-নামানোর কাজ চলে। অন্যান্য গাড়িও যত্রতত্র রাস্তা দখল করে দাঁড়িয়ে পড়ে। নিয়ম-কানুনের তোয়াক্কা করে না কেউ। সব মিলিয়ে সাধারণ পথচারীদের খুবই সমস্যা। প্রশাসন সব দেখেশুনেও নির্বিকার। কয়েক বছর আগে বাঁকড়ায় পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছিল। যানজট নিয়ন্ত্রণে ট্র্যাফিক পুলিশও মোতায়েন হয়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাদের দেখা মেলে না। বর্তমানে এখানে যানজট নিয়ন্ত্রণে না আছে ট্র্যাফিক পুলিশ, না আছে সিগন্যালিং ব্যবস্থা। অবিলম্বে ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হোক। |
সোমনাথ চক্রবর্তী, হাওড়া। |