|
|
|
|
লাটাগুড়িতে আরও পর্যটন প্রসারের দাবি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মুষ্টিমেয় অসাধু ব্যবসায়ীদের জন্য লাটাগুড়ি-মডেল কেন বাতিল হবে সেই প্রশ্নে সরব হয়েছে পশ্চিম ডুয়ার্সের পর্যটন মহল। বরং সমস্যা কাটিয়ে লাটাগুড়ির পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে একযোগে হাঁটতে চাইছে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (ইটোয়া) ও লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি লাটাগুড়ির পর্যটন-পরিবেশ নিয়ে ইটোয়া তরফে উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে আগামী দিনে বক্সা-জয়ন্তী ও লাগোয়া এলাকায় নতুন মডেলে পরিবেশ-বান্ধব পর্যটন প্রসারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন। তা নিয়েই লাটাগুড়ির ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। ক্ষুব্ধ লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে ইটোয়ার কর্মকর্তাদের কাছে জানানো হয়েছে, হাতে গোনা দু-একজন অসাধু ব্যবসায়ীর জন্য গোটা লাটাগুড়ির ভাবমূর্তি নষ্ট হতে পারে না। শুধু তাই নয়, যে লাটাগুড়ির হাত ধরে ডুয়ার্সে পর্যটনের সূচনা তাকে আগামী দিনে আরও সমৃদ্ধ করার দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে শীঘ্রই লাটাগুড়িতে একটি কনভেনশনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে ইটোয়া। সংগঠন সূত্রের খবর, লাটাগুড়িতে পর্যটন প্রসারের সঙ্গে সঙ্গে কিছু ত্রুটি-বিচ্যুতিও বাড়ছে। সে সব কাটিয়ে লাটাগুড়িকেও কী ভাবে আরও আকর্ষণীয় করা যায় সে জন্য রিসর্ট ওনার্স, স্থানীয় বাসিন্দা, গাড়ির চালক ও জনপ্রতিনিধিদের নিয়ে কনভেনশন করবে ইটোয়া। ইটোয়ার সভাপতি সম্রাট সান্যাল বলেন, “যে কোনও ক্ষেত্রেই উন্নয়নের হাত ধরে কিছু সমস্যাও তৈরি হয়। লাটাগুড়িতে পর্যটনের ব্যাপক প্রসারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তা কাটিয়ে উঠতে সকলকে একযোগে এগোতে হবে। ইতিমধ্যেই রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন একজন অসাধু ব্যবসায়ীকে সংগঠন থেকে বার করে দিয়েছে। আগামী দিনে আরও কড়া মনোভাব দেখাতে হবে।”
ইটোয়ার সঙ্গে সহমত লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতির সদস্য দিব্যেন্দু দেবও। তিনি বলেন, “পরিবেশকে আমরা আরও বেশি গুরুত্ব দিতে চাইছি। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাটাগুড়িকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করার কাজ শুরু হয়েছে। অসামাজিক কাজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যটকেরা এখানে এসে যাতে ডুয়ার্সের সেই মনকাড়া রূপটি খুঁজে পান। তা যাতে বজায় থাকে সে জন্য যা করণীয় করা হবে।” ইস্টার্ন হিমায়লান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি গোটা ডুয়ার্স জুড়ে পর্যটনকে ঢেলে সাজার পরিকল্পনা নেওয়া হয়েছে। বক্সাকে কেন্দ্র করে ভিলেজ ট্যুরিজম পরিকাঠামো গড়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে। পর্যটকেরা ডুয়ার্সে এসে যাতে এই এলাকার নিজস্ব রূপটি উপভোগ করার পাশাপাশি প্রতিটি পর্যটন কেন্দ্র যাতে তার নিজস্ব পরিচিতি পর্যটকদের সামনে তুলে ধরতে পারে সেই জন্যই এই পরিকল্পনা। এই ব্যাপারে পূর্ব ডুয়ার্সের পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত প্রতিটি মানুষকেই সামিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একসময়ে লাটাগুড়িতেও এ ভাবেই পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। পরে অবশ্য সেখানে পরিবেশের গুরুত্বই কমে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। ইস্টার্ন হিমায়লান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপক গুপ্তা বলেন, “দেশ-বিদেশের পর্যটকদের কাছে লাটাগুড়ির টানই আলাদা। তাই সেখানে পর্যটনের প্রসারে বাধা সৃষ্টি করতে পারে এমন কোনও কাজ মেনে নিতে কেউই পারবেন না। আমরা লাটাগুড়ি সহ গোটা ডুয়ার্সের পর্যটন প্রসারের চেষ্টা চালাচ্ছি।” |
|
|
|
|
|