বিডিও-কে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
খুচরো ব্যবসায়ী বিদেশি পুঁজি সরাসরি বিনিয়োগ বা এফডিআই-র ও বহুজাতির ও বৃহৎ কর্পোরেট সংস্থার অনুপ্রবেশের অপচেষ্টার বিরুদ্ধে ১ ডিসেম্বরের ব্যবসা বন্ধের পক্ষে মিছিল করল বলগোনা বাজার ব্যবসায়ী সমিতি। মিছিল শেষে ভাতারের বিডিও-র কাছে স্মারকলিপি দেন তাঁরা। সমিতির সম্পাদক প্রণবানন্দ গোস্বামী বলেন, “ওই ঘটনা ঘটলে আমাদের মত প্রায় ৪০ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী রুজি হারিয়ে অনাহারে দিন কাটাবেন। অবিলম্বে সরকারের উচিত এটি বন্ধ করা।” এ দিকে এই ১ ডিসেম্বরের দেশ জুড়ে ব্যবসা বন্ধকে সমর্থন করেছে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি। সংস্থার সম্পাদক মহেন্দ্র সিংহ সালুজা বলেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত তুলে না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা।” |
ইসিএল কর্মীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ইসিএল কর্মীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হরি বাউরি (৫৪)। বাড়ি রানিগঞ্জের সিহারসোলে। সোমবার রাতের ঘটনা। তাঁকে প্রথমে আসানসোল হাসপাতালে ও পরের দিন সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কাশির ওষুধ ভেবে ফিনাইল জাতীয় কিছু পান করে ফেলেন তিনি। |
সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শহরের বিজয়তোরণ সংলগ্ন ট্রাফিক সিগন্যালে বাজতে শুরু করল রবীন্দ্রসঙ্গীত। বুধবার দুপুরে এই ব্যবস্থার উদ্বোধন করেন বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর। এ দিন পুলিশ সুপার বলেন, “আগামি সাত দিনের মধ্যে শহরের অপর তিনটি প্রধান সিগন্যালেও এই ব্যবস্থা চালু হবে। পরে তা চালু হবে কাঁকসার দার্জিলং মোড়, কালনা ও কাটোয়া শহরের বিভিন্ন সিগন্যালেও।” তিনি জানান, এর পাশাপাশি পথচারীদের মাইক্রোফোনের মাধ্যমে সিগন্যাল মেনে চলা, বাইক আরোহীদের হেলমেট ব্যবহার করা, বাসের ছাদে না চড়া-সহ জরুরি আবেদনও করা হবে। তবে বর্ধমান শহরের পারকারস রোডের মুখে থাকা সিগন্যালটি চালুর ব্যাপারে কিছু বলতে পারেননি পুলিশ সুপার। |