সহায়ক মূল্যেই যাতে চাষিরা ধান ও পাট কিনতে পারেন, সেই দাবিতে এ বার বিক্ষোভ আন্দোলনে সামিল হচ্ছে প্রদেশ কংগ্রেস। এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জেলার নিচু স্তর থেকে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর ‘বার্তা’ দিতে চাইছেন প্রদেশ নেতৃত্ব। আগামী ৮ এবং ৯ ডিসেম্বর বিডিও-দের দফতরের সামনে দলের কর্মী-সমর্থকেরা ডেপুটেশন দেবেন বলে রবিবার জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, “প্রত্যেক জেলায় কংগ্রেসের সভাপতিদের জানিয়ে দেওয়া হয়েছে, ব্লক স্তরে কর্মীদের সংগঠিত করে বিক্ষোভ দেখানোর জন্য।” রাজ্য সরকারের কাছে প্রদীপবাবুর আবেদন, “ধান ও পাটের ন্যায্য মূল্য যাতে চাষিরা পান, সে ব্যাপারে কেন্দ্র ও রাজ্যের আলোচনার প্রয়োজন। সেই আলোচনার জন্য রাজ্যকেই উদ্যোগী হতে হবে।” তাঁর অভিযোগ, কেন্দ্র সারের দাম নির্দিষ্ট করে দেওয়া সত্ত্বেও চাষিরা সার পাচ্ছেন না। এ ব্যাপারে দিন কয়েকের মধ্যে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠিও লিখবেন বলে জানান প্রদীপবাবু। তবে ধান-পাট চাষিদের ‘স্বার্থে’ ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি রাজ্য সরকারের ‘বিরোধিতা’য় নয় বলে দাবি করেছেন জোট শরিক কংগ্রেসের প্রদেশ সভাপতি। প্রদীপবাবুর বক্তব্য, “বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত মানে রাজ্য সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছি, এমন নয়। মানুষের স্বার্থে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি।”
|
দক্ষিণেশ্বরের শ্রী সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা অসিতাপ্রাণা (৭৭) শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দের মন্ত্রশিষ্যা। ১৯৬০ সালে তিনি শ্রী সারদা মঠে যোগ দেন। মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে কাজ করেছেন তিনি। |