|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনলজিতে ডিজাইন, ম্যানেজমেন্ট এবং টেকনলজিতে ব্যাচেলর এবং মাস্টার কোর্সে ভর্তির জন্য ফর্ম দেওয়া হচ্ছে। ব্যাচেলর কোর্সে পড়ার বিষয়গুলি হল অ্যাকসেসরি ডিজাইন, ফ্যাশন কমিউনিকেশন, ফ্যাশন ডিজাইন, নিটওয়্যার ডিজাইন, লেদার ডিজাইন, টেক্সটাইল ডিজাইন, অ্যাপারেল প্রোডাকশন। আর মাস্টার্স করা যাবে ডিজাইন, ফ্যাশন ম্যানেজমেন্ট ও ফ্যাশন টেকনলজির ওপর। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি, ২০১২। ওয়েবসাইট: www.nift.ac.in
এক্স এল আর আই জামশেদপুর পূর্ণ সময়ের ফেলো প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট-এ ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। যারা জ্যাট (XAT) পরীক্ষার মাধ্যমে আবেদন করতে চায় তারা www.xatonline.net.in এবং www.xlri.edu ওয়েবসাইটে রেজিস্টার করতে পারে। আর জ্যাট ছাড়া এফপিএম-এর জন্য জি ম্যাট/ জি আর ই/ গেট/ ইউ জি সি/ জে আর এফ-এর রেজাল্টও জমা দেওয়া যায়। এ ছাড়া কর্মরতদের জন্যেও (এক্স এফপিএম) এগজিকিউটিভ ফেলো প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট কোর্স রয়েছে। যে সব বিষয়ে স্পেশালাইজেশন করা যাবে সেগুলি হল ইকনমিক্স, ফিনান্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ওপারেশনস ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়র অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এফপিএম-এর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, আর এক্স-এফপিএম-এর ১৫ ডিসেম্বর।
ইউনিভার্সিটি অব পুণের ডিপার্টমেন্ট অব ইলেকট্রনিক সায়েন্স-এ ছ’মাসের পূর্ণ সময়ের দুটি সার্টিফিকেট কোর্স করানো হবে। কোর্সগুলির বিষয় ১) অ্যাডভান্সড কম্পিউটিং আর ২) এমবেডেড সিস্টেম ডিজাইন। প্রথমটির ক্ষেত্রে যোগ্যতা: যে কোনও শাখায় বি ই বা বি টেক কিংবা এম এসসি (ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন) বা সমতুল। আর দ্বিতীয় কোর্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন-এ বি ই বা বি টেক কিংবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন-এ এম এসসি থাকতে হবে। ভর্তি হতে বসতে হবে সি ই টি পরীক্ষায়। অনলাইনে সি ই টি হবে ১০, ১১ ও ১২ ডিসেম্বর এবং ২০১২-র ১৪, ১৫ ও ১৬ জানুয়ারিতে। ওয়েবসাইট www.icitonline.org
এটিডিসি-ইগনু কমিউনিটি কলেজগুলিতে বিভিন্ন বিষয়ের ওপর সার্টিফিকেট (ছ’মাসের), ডিপ্লোমা (এক বছরের), অ্যাসোসিয়েট ডিগ্রি (দু’বছরের) ও অন্যান্য প্রোগ্রাম করানো হবে। ফোন: ২৩৩৫-৯৯৯৪/ ৯৮২০। |
|
|
|
|
|