|
|
|
|
|
|
|
অস্ট্রেলিয়ার ভিসার জন্য টোয়েফল স্কোর |
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে পড়তে গেলে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করতে হয়। প্রধান দুটি পরীক্ষা হল আই ই এল টি এস, যা নেয় ব্রিটিশ কাউন্সিল, এবং টোয়েফল, যার আয়োজন করে মার্কিন সংস্থা ই টি এস। ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার জন্য দিতে হত আই ই এল টি এস পরীক্ষাটি। সম্প্রতি অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, আই ই এল টি এস পরীক্ষার সঙ্গে সঙ্গে টোয়েফল পরীক্ষার ফলও গণ্য করা হবে ভিসার আবেদনের জন্য।
টোয়েফল-এ পাওয়া নম্বরের সঙ্গে আই ই এল টি এস-এর স্কোর কী ভাবে তুলনা করা যাবে, তা-ও জানিয়েছে কর্তৃপক্ষ। এই তুল্যমূল্যটা কী রকম? আই ই এল টি এস-এ স্কোর ৬.০ হলে তার সমতুল টোয়েফল স্কোর হল ৬০। তেমনই ৭.৫ মানে ১০২, ৮.৫ মানে ১১৫ আর ৯.০ মানে ১১৮। ওয়েবসাইট: http://www.ets.org/toefl/institutions/scores/compare।
এ বার রইল এই পরীক্ষাগুলির সম্পর্কে সাম্প্রতিকতম খোঁজ খবর। |
|
টোয়েফল (টেস্ট অব ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গোয়েজ): একশো ত্রিশটি দেশের প্রায় আট হাজারেরও বেশি কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশি ছাত্রদের ভর্তির ক্ষেত্রে টোয়েফল স্কোর গ্রহণ করে। ইন্টারনেট-বেসড টোয়েফল পরীক্ষায় চারটে বিভাগ থাকে লিসনিং, রিডিং, স্পিকিং এবং রাইটিং। মোট সময় দেওয়া হয় সাড়ে চার ঘন্টা। ১ নভেম্বর থেকে পরীক্ষার রিডিং-এর কিছু বদল করা হচ্ছে। আগে রিডিং বিভাগে ৩৬-৭০টি প্রশ্ন সহ তিন থেকে পাঁচটা অংশ থাকত। এখন সেখানে তিন বা চারটে অংশ থাকবে আর প্রশ্ন থাকবে ৩৫ থেকে ৫৬টি। খরচ পড়বে ১৬৫ মার্কিন ডলার। ওয়েবসাইট http://www.ets.org/toefl/। |
|
|
|
আই ই এল টি এস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গোয়েজ টেস্টিং সিস্টেম): বিশ্বজুড়ে ছ’হাজারেরও বেশি প্রতিষ্ঠান এই পরীক্ষাকে স্বীকৃতি দেয়। পরীক্ষাটির দুটি ধরন রয়েছে, অ্যাকাডেমিক ট্রেনিং ও জেনারেল ট্রেনিং। অ্যাকাডেমিক ট্রেনিং-এ তারাই বসে যারা একেবারে প্রাথমিক স্তরে কোনও ইংরেজি ভাষী দেশে পড়াশোনা করতে চায়। আর পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে কিংবা কোনও ট্রেনিং প্রোগ্রামে যোগ দিতে অথবা কোনও ইংরেজী ভাষী দেশে বসবাস করতে জেনারেল ট্রেনিং-এর পরীক্ষায় বসতে হয়। ছাত্রছাত্রীদের তাদের দুটো ধরনের পরীক্ষাই দিতে পারে। আই ই এল টি এস-এও টোয়েফল-এর মতো একই চারটি ভাগ থাকে লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। টেস্ট ফি লাগবে ৭,৬০০ টাকা। ওয়েবসাইট: http://www.ielts.org/ |
|
|
|
|
|