টুকরো খবর
বাড়িতে লুঠপাট
দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটল সাগরদিঘির মণিগ্রামে। শনিবার দুপুরে এক পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধের বাড়িতে ঢুকে তাঁর সামনেই একের পর এক আলমারি খুলে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মাস খানেক আগে মণিগ্রামেরই আরেকটি বাড়িতে একই কায়দায় লুঠপাট করে দুষ্কৃতীরা। তবে পুলিশ এই দু’টি ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, অসরপ্রাপ্ত জওয়ান প্রায় ৮০ বছরের বৃদ্ধ ভদ্রেশ্বর ঠাকুর ও তাঁর স্ত্রী পার্বতীদেবী ওই বাড়িতে থাকেন। বাকশক্তিহীন পক্ষঘাতগ্রস্ত স্বামীকে বারান্দায় শুইয়ে পার্বতীদেবী দরজায় তালা দিয়ে দোকানে যান। বাড়ির পিছনের টালি ভেঙে, বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। ভদ্রেশ্বরবাবুর সামনেই তিনটি আলমারির তালা ভেঙে লুঠপাট চালিয়ে চম্পট দেয় তারা। পার্বতীদেবী মিনিট কুড়ি পরে বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা। প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী উধাও। ওই দম্পতি বাড়িতে একাই থাকেন। তাঁদের দুই ছেলে চাকরিসূত্রে বাড়ির বাইরে থাকেন। প্রতিবেশি ছোট্টু দাস বলেন, “একটি লাল মোটর বাইকে চড়ে ৩ জন বছর পঁচিশের যুবক দুপুরে বাড়ির সামনে আসে। দু’জন বাড়ির পিছন দিকে চলে যায়। মিনিট পনেরো পরে তারা সাগরদিঘির রাস্তা ধরে বেরিয়ে যায়। প্রতিবেশিরা সকলেই তাদের দেখলেও সন্দেহ হয়নি। পরে জানা যায় চুরির ঘটনা।”

স্কুলভোটে তৃণমূলের দুই তালিকা, জয়ী কংগ্রেস
বুথে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। স্কুলের বাইরে দিলীপ শর্মা।
ছবি: সুদীপ ভট্টাচার্য
কৃষ্ণনগর হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জিতে গেল কংগ্রেস। এই স্কুলের নির্বাচন নিয়ে সকাল থেকেই উৎসাহ ছিল কৃষ্ণনগরে। নির্বাচনে জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বিশ্বাসের মনোনীত ৬ জন প্রার্থীর সঙ্গেই চতুর্মুখী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিলীপ শর্মার মনোনীত ৬ প্রার্থী। উজ্জ্বলবাবুর দাবি, “আমাদের প্রার্থীরাই প্রকৃত তৃণমূল প্রার্থী। দিলীপবাবু দলের সেই প্রার্থীদের বিরুদ্ধে ৬ জনকে দাঁড় করিয়েছেন। এটা দল বিরোধী কাজ।” দিলীপবাবুর অবশ্য দাবি, “আমরাই প্রকৃত তৃণমূল। আমি যা করেছি, তা রাজ্য নেতৃত্বকে জানিয়েই করেছি।” মন্ত্রী উজ্জ্বলবাবু কিন্তু বলেছেন, “দলবিরোধী কাজ করার জন্য দিলীপবাবুকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।” দিলীপবাবু অবশ্য বলেন, “এমন কোনও নোটিস আমি হাতে পাইনি।” তাঁর বক্তব্য, “এত দিন যে সব সিপিএম কর্মীরা আমাদের কর্মীদের মারধর করেছে, তারাই এখন দল পাল্টে তৃণমূল করছে। জেলা নেতৃত্ব তাদের প্রশ্রয়ও দিচ্ছে। সাধারণ কর্মীরা তারই প্রতিবাদ করছেন।” এই নির্বাচনে সিপিএমও প্রার্থী দিয়েছিল। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমর চক্রবর্তী বলেন, “আবারও প্রমাণিত হল, কৃষ্ণনগর কংগ্রেসেরই শহর।”

টাকা ছিনতাই
এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার ভোরে কান্দির চার নম্বর ওয়ার্ডের জেলোপাড়ার ষষ্ঠীতলায় ঘটনাটি ঘটে। প্রথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এ দিন সকালে গোপীনাথপুরের বাসিন্দা কানন থান্ডার নামে এক মাছ ব্যবসায়ী বাড়ি থেকে কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের আড়তে যাচ্ছিলেন। সঙ্গে কয়েক লক্ষ টাকা ছিল। বাড়ির কয়েকশো মিটারের মধ্যেই চার দুষ্কৃতী রাস্তা আটকে তাঁকে মারধর করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। কাননবাবু বলেন, “এই পথেই যাতায়াত করছি আমি। শহরের ভিতরে এ ভাবে ছিনতাই হবে ভাবিনি।” কান্দি ব্যবসায়ী সমিতির সম্পাদক তারকনাথ প্রামাণিক বলেন, “ভয়ঙ্কর ঘটনা। পুলিশের কাছে অভিযোগ হয়েছে। ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছে।” কান্দি থানার ইন্সপেক্টর সুনয়ন বসু বলেন, “আমরা সব ধরণের চেষ্টা করছি। ঘটনার তদন্ত হচ্ছে।” কান্দির পুরপ্রধান কংগ্রেসের গৌতম রায় বলেন, “এমন ঘটনা মেনে নেওয়া যায় না।” কান্দির মহকুমাশাসক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “টহলদারি বাড়াতে পুলিশকে বলা হয়েছে।”

ভস্মীভূত ফসল
বিদ্যুতের তার থেকে আগুন লেগে ভস্মীভূত হয়েছে দশ বিঘা জমির ধান ও আখ। পুলিশ জানিয়েছে, কালীগঞ্জের মীরা পলাশির গোবিন্দপুরের ডাঙা পাড়ায় ওভারহেড বিদ্যুতের তার কিছুটা ঝুলে পড়লে সেখান থেকেই খেতের ফসলে আগুন ধরে যায়। পুড়তে শুরু করে জমির শুকনো ধান। আগুন ছড়িয়ে পড়লে ভস্মীভূত হয় আখের খেতও। এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ বলেন, “কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে ঠিক কী ভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয় কৃষক সুকুর আলি, ইমান উদ্দিন শেখ, কবীর উদ্দিন, সাহাবুদ্দিন শেখের জমির ফসল আগুনে পুড়ে গিয়েছে। এ দিকে, শনিবার দুপুরে স্বরূপগঞ্জ পঞ্চায়েতের গাদিগাছার একটি পাওয়ার লুমে আগুন লেগে যায়। পাওয়ার লুমের মালিক সঞ্জিত দেবনাথ বলেন, “শনিবার দুপুর একটা নাগাদ আগুন লাগে। প্রায় ৩৩টি যন্ত্রচালিত তাঁত পুড়ে গিয়েছে।” দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট হয়েই ওই পাওয়ার লুমে আগুন লাগে।

পাচারকারী ধৃত
বাংলাদেশে ফেনিসিডিল পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়ল দুই পাচারকারী। ধৃতদের নাম বিভাস মজুমদার ও তাপস ঘোষ। শনিবার বিকেলে গেদে সীমন্তে ফেনিসিডিল পাচার করার সময়ে ফেনসিডিল-সহ তাদের গ্রেফতার করা হয়।

দেহ উদ্ধার
এক ব্যাক্তির দেহ উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। মৃতের নাম ফকির মোল্লা (৪৫)। বাড়ি পাথুরিয়ার মোল্লাপাড়ায়। শনিবার তিনি ডোমপুকুরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রবিবার একটি মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.