‘রাজীব গাঁধী ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’-এর উদ্যোগে শনিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে রবীন্দ্রজন্ম সার্ধশতবর্ষ পালিত হল। এ দিনই চিকিৎসক বিমলেন্দু বিকাশ সাহা, মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী ও মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়। রবীন্দ্রনাথ সম্বন্ধে আলোচনার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার বিশিষ্ট শিল্পীরা এ দিন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।
|
পাঁচ হাজার টাকার জাল নোট-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে খড়্গপুর শহর থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত দুই ব্যক্তির নাম মহম্মদ সামাদ হোসেন ও শেখ মুসতাক। বাড়ি খড়্গপুর গ্রামীণ এলাকার কপোতিয়ায়। পুলিশ জানায়, এ দিন দুপুরে খড়্গপুরের একটি পেট্রোল পাম্পে এসেছিলেন দু’জন। দোকানে ৫০০ টাকার ১০ টি নোট দিলে কর্মীদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দু’জনকে গ্রেফতার করে।
|
‘ডিস্ট্রিক্ট মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে হল ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে ওই প্রতিযোগিতায় দৌড়, হাঁটা-সহ নানা বিভাগে ১১২ জন যোগ দিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সংস্থার যুগ্ম কার্যকরী সভাপতি রজনীকান্ত দোলুই, হৃষিকেষ দে, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণদাস পাল প্রমুখ। অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন পান জানান, চ্যাম্পিয়ন হয়েছে ঝাড়গ্রাম মহকুমা।
|
স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড) অনুমোদিত ল্যান্ড এন্ড ল্যান্ড রিফমর্স এমপ্লয়িজ ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির দ্বি- বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুরে। রবিবার সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কমিটির মুখ্য উপদেষ্টা সুপ্রিয় বসু। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, ফেডারেশনের জেলা সম্পাদক অরুণকান্তি প্রতিহার প্রমুখ। সব মিলিয়ে ২১৪ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। শেষে নতুন জেলা কমিটি গঠন হয়। কমিটির সম্পাদক ও সভাপতি হয়েছেন যথাক্রমে স্বপন সিংহ ও সৌগত রায়।
|
গড়বেতা সায়েন্স অ্যাসোসিয়েশন ও কিশলয় কোচিং সেন্টারের যৌথ উদ্যোগে শনিবার এক আলোচনা সভা ও আকাশ পর্যবেক্ষণ কর্মসূচি হয়েছে গড়বেতায়। আচার্য জগদীশচন্দ্র বসুর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই কর্মসূচিতে বিজ্ঞানীর জীবনের নানা দিক নিয়ে আলোচনা হয়। জগদীশচন্দ্র বসুর উপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। টেলিস্কোপ ও খালি চোখে আকাশ পর্যবেক্ষণের পদ্ধতি নিয়েও আলোচনা চলে। উপস্থিত ছিলেন বিদ্যুৎ নাগ, তপন দাস, কুমারেশ দে।
|
আলোচনাচক্র: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ আয়োজিত ইউজিসি-র বিশেষ সাহায্য কার্যক্রমের অর্থানুকূল্যে জাতীয় পর্যায়ের আলোচনাচক্র। বিষয়: ‘রিসেন্ট ট্রেন্ডস অন নভেল মেটেরিয়ালস’। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনের প্রেক্ষাগৃহে। |