বাড়তি লোক ওঠার জেরে তার ছিঁড়ে পড়ে গেল বেসরকারি হাসপাতালের একটি লিফ্ট। রবিবার সন্ধ্যায় পোস্তা থানা এলাকার ঘটনা। আহত হন রোগীদের সঙ্গে দেখা করতে আসা কয়েক জন। তবে তাঁদের কারও আঘাত গুরুতর নয়।
হাসপাতাল সূত্রে খবর, বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স। তবে নীচে নামতে নামতে অনেক সময়েই সাড়ে ছ’টা বেজে যায় রোগীর পরিজনদের। এ দিন পৌনে সাতটা নাগাদ হাসপাতালের পিছন দিকের লিফ্টে তিনতলা থেকে নামছিলেন তেমনই কয়েক জন। তখন একতলায় লিফ্টের কাছেই ছিলেন কমল সোনকার নামে এক স্থানীয় বাসিন্দা। তাঁর কথায়, “লিফ্ট একতলায় নামার আগেই দড়াম করে একটা শব্দ। সঙ্গে সঙ্গেই কানে এল চিৎকার। দেখলাম তার ছিঁড়ে ভেঙে পড়েছে লিফ্ট।” হাসপাতালের বিদ্যুৎকর্মী অনন্ত তাসালি বলেন, “লিফ্টে ১৬ জনের বেশি লোক ওঠার কথা নয়। কিন্তু কোনও সময়েই তা মানা হয় না। এ দিনও অন্তত ২০ জন লোক উঠেছিলেন।” লিফ্টের পাশেই বহনযোগ্য যাত্রীসংখ্যা নির্দিষ্ট করে লেখা রয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বাড়তি লোক ওঠাতেই ভার সামলাতে না পেরে তার ছিঁড়ে পড়ে লিফ্টটি। স্ট্রেচারে শুয়ে আহত ওয়াহিদা বেগম বলেন, “শাশুড়িকে দেখে নামছিলাম। তিনতলা থেকে ছাড়ার দু’-এক মুহূর্ত পরেই আচমকা হু-হু করে নীচে নামতে লাগল লিফ্টটা। গোঁত্তা খেয়ে নীচে আছড়ে পড়ল।” আহতদের অধিকাংশের চিকিৎসা ওই হাসপাতালেই হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
|
মূল্যবৃদ্ধি, দুর্নীতি এবং ‘সন্ত্রাসে’র প্রতিবাদে আজ, সোমবার কলকাতায় আইন অমান্য কর্মসূচিতে নামছে বামফ্রন্ট। খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেওয়ায় তার প্রতিবাদের বিষয়টিও এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। রানি রাসমণি অ্যাভিনিউয়ে আজ দুপুরে বামফ্রন্টের এই কর্মসূচি এবং তাতে যোগ দেওয়ার জন্য মিছিলের জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে শহরের বিস্তীর্ণ এলাকায় যানজটের আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই মহকুমা ও জেলা স্তরে আইন অমান্য করা হয়েছে বামফ্রন্ট এবং কৃষক সভার তরফে। নভেম্বর মাস জুড়ে সেই কর্মসূচির শেষে আজ কলকাতায় কেন্দ্রীয় ভাবে আইন অমান্যে অংশ নেওয়ার কথা প্রায় ৬ হাজার বাম কর্মী-সমর্থকের। এবং যেখানে থাকার কথা বিমান বসু-সহ বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের। আইন অমান্যে ‘ব্যাপক অংশগ্রহণে’র আর্জি জানিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমানবাবু এক বিবৃতিতে বলেছেন, ‘এই কর্মসূচিকে সাম্প্রতিক সময়ের বৃহৎ আন্দোলনে পরিণত করার সর্বাত্মক প্রয়াস নিতে হবে’।
|
২৮ ডিসেম্বর কলকাতার রাজারহাটে হজযাত্রীদের ৫ একর জমিতে একটি ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে উঃ দিনাজপুর জেলা সংখ্যালঘু সেলের বার্ষিক সম্মেলনের পরে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করে তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ইদ্রিশ আলি বলেন, “মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়নে একাধিক প্রকল্প নিয়েছেন। রাজ্যের কয়েকশো মসজিদ ও মাদ্রাসাকে রাজ্য সরকারি স্বীকৃতি দিচ্ছে। হজ যাত্রীদের জন্য ৫ একর জমিতে মুখ্যমন্ত্রী ভবন উদ্বোধন করবেন।” ওই দিনই আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসেরও শিলান্যাস হবে।
|
অটো ও গাড়ির সংঘর্ষে জখম হলেন তিন জন। রবিবার, টালিগঞ্জ থানার প্রতাপাদিত্য রোড এবং রাসবিহারী অ্যাভিনিউয়ের মোড়ে। পুলিশ জানায়, আহতেরা সবাই অটোর সওয়ারি। ঘটনার পরে গাড়ি নিয়ে পালান চালক। পলাতক অটোচালকও। জখম তিন জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, কারও আঘাতই গুরুতর নয়।
|
চুরির অভিযোগে এক যুবককে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহেশ তিওয়ারি। সল্টলেক সিটি সেন্টারের একটি গয়নার দোকানে সে কাজ করত। পুলিশ জানায়, সেপ্টেম্বরে ওই দোকানে সোনা ও হিরের গয়না চুরি হয়। ১৫ লক্ষ টাকার জিনিস চুরির অভিযোগ ওঠে মহেশের বিরুদ্ধে। পুলিশ মহেশকে আরামবাগ থেকে ধরে। আদালত মহেশকে পুলিশি হেফাজত দেয়।
|
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন বিধায়ক সত্যরঞ্জন বাপুলি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার রাতে সত্যরঞ্জনবাবুকে আশঙ্কাজনক অবস্থায় নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সকাল ন’টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পেশায় আইনজীবী সত্যরঞ্জনবাবু ১৯৭২ সালে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক হন। ১৯৭৭ সাল থেকে টানা চার বার মথুরাপুর কেন্দ্রে নির্বাচিত হন। ২০০১ সালে তিনি তৃণমূলে যোগ দেন।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রীদেবীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। রবিবার এসএসকেএম হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ডায়ালিসিসের ফলে তাঁর রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ তুলনামূলক ভাবে কমেছে। চিকিৎসায় গায়ত্রীদেবী সামান্য সাড়া দিচ্ছেন। তবে তাঁর আচ্ছন্নভাব এখনও কাটেনি। এ দিনও চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনেই রেখেছেন। শ্বাসকষ্ট ও কিডনির গোলযোগের কারণে গত শুক্রবার গায়ত্রীদেবীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।
|
আধাসেনা শুধু স্পর্শকাতর বুথে |
দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শুধু স্পর্শকাতর বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বাকি বুথগুলিতে থাকবে কলকাতা পুলিশ। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত এ কথা জানান। যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম জানান, ওই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে। সুনীলবাবু অবশ্য জানান, আরও কিছু কেন্দ্রীয় বাহিনী পাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। |