টুকরো খবর |
বিপাকে পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • কালিয়াগঞ্জ |
কালিয়াগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলা করলেন এক ছাত্র। বৃহস্পতিবার রায়গঞ্জের সিভিল বিচারক জুনিয়র আদালতে মামলা দায়ের করেন কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র বিশ্বজিত নুনিয়া। বিচারক তপন মিত্র মামলাকারীর বক্তব্য শোনেন। আইনজীবী অশোক বন্ধু লাহিড়ী বলেন, “বিচারক ৭ দিন নির্বাচিত নতুন ছাত্র সংসদের ওপর স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিচারক অধ্যক্ষের কাছে জানতে চেয়েছেন একবছরের মধ্যে কী ভাবে দুইবার ছাত্র সংসদ গঠন করা যায়।” কলেজের অধ্যক্ষ পীযূষ দাস বলেন, “আদালতের নির্দেশ এখনও হাতে পাইনি। তা পেলে আদালতের নির্দেশ মেনে কাজ করব।” এ দিন ছাত্র পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট দুদিনে পড়ল। এদিন ছাত্র পরিষদ সমর্থকেরা কলেজের দুটি গেটে তালা মেরে বিক্ষোভ দেখান। এতে কলেজের শিক্ষক ও পড়ুয়ারা কলেজের ভিতরে ঢুকতে পারেননি। আজ, শুক্রবার কলেজের কলেজের প্রথম বর্ষের পাস কোর্সের পদার্থবিদ্যার পড়ুয়াদের প্র্যাক্টিক্যাল পরীক্ষা। পাশাপাশি, সংখ্যালঘু সম্প্রদায়ের ৩৫০ জন পড়ুয়াদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিলি’র কথা রয়েছে। কলেজ কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের কথা মাথায় রেখে ছাত্র পরিষদের কাছে ধর্মঘট তোলার আর্জি দানানো হয়।
|
ফের অভিযান শুরু রায়গঞ্জে |
গৌর আচার্য • রায়গঞ্জ |
প্রশাসনিক জটিলতায় কয়েক মাস ধরে শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী অভিযান বন্ধ রেখেছে রায়গঞ্জ পুরসভা। ব্যবসায়ীর একাংশ ফের নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। ফের নতুন করে শহরের বিভিন্ন বাজারে অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকে পুলিশকে সঙ্গে নিয়ে ওই অভিযানে নামবেন পুর চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। পুরসভার স্বাস্থ্য পরিদর্শক সুদেব দাস বলেন, “প্রশাসনিক জটিলতার জেরে গত কয়েক মাস ধরে পুর কর্তৃপক্ষ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী অভিযান বন্ধ রাখতে রাখতে বাধ্য হয়েছিলেন। ব্যবসায়ীদের একাংশ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার শুরু করেছেন। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে তাই টানা অভিযানে নামার সিদ্ধান্ত হয়েছে।” পুরসভার ভাইস চেয়ারম্যান রণজ কুমার দাস জানান, কোনও ব্যবসায়ী নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার করছেন বলে ধরা পড়লে জরিমানা আদায় করা হবে। তিনি বলেন, “ক্রেতাও নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলে তাঁর থেকে জরিমানা আদায় করা হবে।” সম্প্রতি, শহরের নানা বাজার পরিদর্শনে পুর কর্তৃপক্ষ জানতে পারেন ব্যবসায়ীদের একাংশ ফের নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার শুরু করেছেন। পুর কর্তৃপক্ষ টানা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী অভিযানে নামার সিদ্ধান্ত নেন। সম্প্রতি, জঞ্জাল ও কঠিন বর্জ্য অপসারণ করে দূষণ নিয়ন্ত্রণে সফল হওয়ায় রায়গঞ্জ পুরসভাকে পুরস্কৃত করে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, চন্দননগর পুরসভা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাই ব্যবসায়ীদের একাংশ নতুন করে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার শুরু করে শহরের সুনাম যাতে নষ্ট না করেন, সে দিকে সতর্ক পুর কর্তৃপক্ষ।
|
ছাত্র প্রহৃত |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বেত দিয়ে শিক্ষকের মারে এক ছাত্র অসুস্থ হয়ে পড়লে পুলিশে অভিযোগ জানান অভিভাবকেরা। বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়ে জামিনে মুক্তি পেলেন অভিযুক্ত ওই শিক্ষক শ্যামল গোপ। বুধবার দুপুরে শরীর শিক্ষা ক্লাসের সময় লাইনে ঠিক মতো না দাঁড়ানোর অভিযোগে শিক্ষক শ্যামলবাবু তৃতীয় শ্রেণির ছাত্র দীপ পালের পিঠে বেত দিয়ে মারেন। তাতে কালসিটে পড়ে যায়। ছাত্রটির বাবা জীবন পাল শিক্ষকের নামে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ দিন বুনিয়াদপুর মহকুমা আদালতের দ্বারস্থ হলে বিচারক ওই শিক্ষককে সতর্ক করে জামিন দেন। শ্যামলবাবু বলেন, “এ নিয়ে কিছু বলতে চাই না।”
|
মন্ত্রীর নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বিধি ভেঙে কর্মরত এক পার্শ্বশিক্ষিকাকে গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নিয়োগ করায় জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিকের নামে পঞ্চায়েত মন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার শ্রম দফতরের প্রতিমন্ত্রী বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী স্থায়ী শিক্ষক কিংবা পার্শ্বশিক্ষক ছুটি না নিয়ে প্রধান পদে যোগ দিতে পারেন না। অথচ জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিকের নির্দেশে কালিয়াচক ২ ব্লকের উত্তর লক্ষীপুর পঞ্চায়েতে এদিন সিপিএমের একজন কর্মরত পাশ্বর্শিক্ষিকা ছুটি না নিয়েই প্রধান পদে যোগ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিককে বলি বেআইনি নির্দেশ দেবেন না। কিন্তু তা সত্ত্বেও ওই আধিকারিকের নির্দেশে এক জন পার্শ্বশিক্ষক প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিষয়টি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে জানিয়েছি।” যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, সেই সীমা মণ্ডল বলেন, “আজই আমি প্রধান হিসেবে কাজে যোগ দিয়েছি। ছুটির জন্য জেলা সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিকের কাছে আবেদন করেছি। আশা করি ছুটি পেয়ে যাব।” সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক চিন্ময় সরকার বলেন, “পার্শ্বশিক্ষককে ছুটি দেওয়ার কোনও সরকারি নির্দেশিকা এখনও হাতে আসেনি।”
|
আন্দোলনে সমিতি |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
অগ্নিকাণ্ডের ৮ বছর পরে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ক্ষতিগ্রস্তরা স্টল না-পাওয়ায় আন্দোলনে নামছে ব্যবসায়ী সমিতি। আজ, শুক্রবার থেকে আন্দোলনে নামছে তারা। ২০০৯ সালের ২৫ নভেম্বর ভবানীগঞ্জ বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কয়েকশো দোকান পুড়ে ছাই হয় বলে ব্যবসায়ীরা জানান। তাঁদের দাবি, দৈনিক খাজনা দেন যাঁরা সেই হিসাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮২ জন ব্যবসায়ীর নাম রয়েছে। অথচ ঘটনার ৮ বছর পরেও তাঁদের অনেকেই স্টল পাননি। কোচবিহার পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু জানিয়েছেন, লটারির মাধ্যমে স্টল বিলি নিয়ে আদালতে মামলা রয়েছে। বিষয়টি বিচারাধীন।
|
কাজিয়া চলছেই |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ধান কেনা নিয়ে দক্ষিণ দিনাজপুরে কংগ্রেস-তৃণমূলের মধ্যে চাপানউতোর অব্যাহত। বৃহস্পতিবার সরকারি নীতি রূপায়ণে প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ তুলে ফের জেলা জুড়ে আন্দোলনের হুমকি দিয়েছে কংগ্রেস। দলের জেলা সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “ফড়ের হাত থেকে চাষিকে বাঁচাতে সরকার চেকের মাধ্যমে ধান কেনার ব্যবস্থা করেছেন। কিন্তু জেলায় দফতরের পরিকাঠামো নেই। চালকলগুলির উপর নির্ভর করে ধান কিনতে নেমেছে প্রশাসন।” তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র পাল্টা বলেন, “গত সোমবার গঙ্গারামপুর ও তপন এলাকায় শিবির করে সহায়ক দামে ধান কেনা শুরু হতে খোলা বাজারে ধানের কুইন্টাল ৯৫০ টাকা হয়েছে। তার আগে ৭০০ টাকা ছিল। কংগ্রেস কী চায় ধানের দর নেমে যাক।”
|
মেয়াদ বৃদ্ধি |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
রাসমেলার মেয়াদ বাড়াল জেলা প্রশাসন। ২৭ নভেম্বর রবিবার পর্যন্ত রাসমেলা চলবে। পুরসভা, পুলিশ-প্রশাসন সহ বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী রাসমেলার সময়সীমা বাড়িয়ে রবিবার পর্যন্ত করার বিষয়টি অনুমোদন করেছেন। জেলাশাসক বলেন, “বিভিন্ন মহলের পক্ষ থেকে মেলার মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয়েছিল। তাদের বক্তব্য শুনে পুলিশের সঙ্গে আলোচনা করে আরও তিন দিন সময়সামী বাড়িয়ে রবিবার পর্যন্ত রাসমেলা চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।”গত ১০ নভেম্বর কোচবিহার শহরের এম জে এন স্টেডিয়াম লাগোয়া মাঠে রাসমেলা শুরু হয়েছে। মেলায় প্রায় দু’হাজার স্টল, সার্কাস, মৃত্যুকূপ। জিলিপি সহ রকমারি খাবারের দোকানও রয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার রুদ্রখন্ড এলাকার রাজ্য সড়কে। মৃতের নাম সাদেক হোসেন (৩০)। স্থানীয় নুরিপুর এলাকায় তাঁর বাড়ি। ওই যুবক দিনমজুরির কাজ করতেন। স্থানীয় একটি জমিতে দিনমজুরির কাজ সেরে সাইকেলে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। তখন নুরিপুরগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
|
আত্মঘাতী |
অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হপতিয়াগছে মদনভিটায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মহম্মদ জামালউদ্দিন (২৮)। |
|