|
|
|
|
অভিযুক্ত উপাচার্যের পাশে কাউন্সিল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আর্থিক দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগে রাজ্য সরকার যে-উপাচার্যকে সরানোর সুপারিশ করতে চলেছে, বৃহস্পতিবার তাঁরই পাশে দাঁড়াল তাঁর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী সেনগুপ্তের নেতৃত্বে তাঁদের ‘পূর্ণ আস্থা’ আছে বলে এ দিন অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, সরকারি অর্থ নয়ছয়, স্বজনপোষণ ইত্যাদি কারণে ওই উপাচার্যকে বরখাস্ত করার জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করছে রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন নিয়ে অর্ডিন্যান্স জারির পরে প্রথম কোপ পড়তে চলেছে তাঁর উপরেই। সব্যসাচীবাবুর বিরুদ্ধে একাধিক তদন্ত রিপোর্টও ইতিমধ্যে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই উপাচার্য। তাঁর পাল্টা অভিযোগ, পরীক্ষায় ফেল করা এক ছাত্রীকে পাশ করানোর জন্য তাঁকে অনুরোধ করেছিলেন আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক এবং ব্রাত্যবাবুর ব্যক্তিগত সচিব কৌশিক বসাক। তিনি সেই অনুরোধ রাখেননি।
সেই কারণেই তাঁর উপরে কোপ পড়ছে বলে অভিযোগ উপাচার্যের। যদিও মলয়বাবু ও কৌশিকবাবু এই অভিযোগ অস্বীকার করেছেন। আর শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু বলছেন, “দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে উপাচার্য মিথ্যা বলছেন।” রাজ্যপাল এখন কলকাতায় নেই।
তিনি ফিরলে তাঁর সঙ্গে আলাদা আলাদা ভাবে দেখা করতে চান শিক্ষামন্ত্রী ও অভিযুক্ত উপাচার্য। |
|
|
|
|
|