টুকরো খবর
মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট তুললেন ধান ব্যবসায়ীরা
খাদ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আজ, শুক্রবার রাজ্যব্যাপী ধর্মঘট তুলে নিচ্ছে পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার বর্ধমানে এক সভায় সংগঠনের রাজ্য সম্পাদক রফিক আলি ও সহ-সম্পাদক শুভেন্দুবিকাশ মন্ডল এই খবর দিয়েছেন। কেন্দ্রের নির্দেশে এ বার সরাসরি চাষিদের থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কিনছে চালকলগুলি। তার মধ্যে অন্য কোনও ব্যবসায়ীর স্থান নেই। গত ১৬ নভেম্বর থেকে ধান্য ব্যবসায়ী সমিতি ধর্মঘট শুরু করে। তাদের দাবি, সরকারি স্বীকৃতি বা লাইসেন্স দেওয়া হোক। ধান কেনার সরকারি সংস্থা বেনফেড, কনফেড, ইসিএসসি ইত্যাদির ‘সাব এজেন্ট’ হিসেবে তাঁদের নিয়োগ করা হোক। এ ছাড়া রাজ্য-জেলা-ব্লক স্তরে খাদ্য কমিটিতে স্থান দেওয়া, ধানের কুইন্টাল পিছু ১২০০ টাকা সহায়ক মূল্য, সার ও কীটনাশকের দাম কমানোর দাবিও তোলা হয়েছিল। মঙ্গলবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই দাবিগুলি বিবেচনার আশ্বাস দেন। এ দিন তিনি বলেন, “রাজ্যের ধান ব্যবসায় জড়িত এত লোক কেন সরকারি প্রক্রিয়ার বাইরে থাকবেন? তাই ওঁদের বলেছি চালকলগুলির সঙ্গে জুড়ে দেব, যাতে চলকলের হয়ে ওঁরা ধান কিনতে পারেন। তাতে ওঁরাও কমিশন ইত্যাদি পাবেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলতে হবে। খাদ্য মন্ত্রকেরও অনুমতি চাই।”ধান্য ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির আহ্বায়ক প্রশান্তকুমার লাহা বলেন, “ধান সংগ্রহের কাজে আমাদের সামিল করা না হলে প্রায় ৪০ হাজার সদস্য বেকার হয়ে পড়বেন। এ দিন খাদ্যমন্ত্রী ঝাড়গ্রামে ধান কেনার জন্য যে সভা করেন তাতে আমাদের সংগঠন যোগ দিয়েছে। শুক্রবার পুরুলিয়ায় সভা হওয়ার কথা। সেখানেও যোগ দেব।”

২৮শে ফের জেলা সফর শুরু মমতার
এক দফা সফর হয়ে গিয়েছে। উন্নয়নের কাজে গতি আনতে আবার জেলা সফরে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন সংক্রান্ত জেলা-ভিত্তিক বৈঠক করার জন্য এ বারের সফরে মুখ্যমন্ত্রী যাবেন সাতটি জেলায়। সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও-দের থাকতে বলা হয়েছে। পরবর্তী দফায় মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হচ্ছে আগামী ২৮ নভেম্বর। ওই দিন দুপুরে প্রথমে তিনি হুগলি যাবেন। তার পরে বিকেলে হাওড়ায় উন্নয়নের ব্যাপারে বৈঠক করবেন। ২ ডিসেম্বর দুপুরে মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর অথবা বুনিয়াদপুরে যাবেন। ওই দিন বিকেলেই উত্তর দিনাজপুরের ইটাহার এবং তার পরে সন্ধ্যায় মালদহে একই ধরনের বৈঠক করবেন তিনি। ৩ ডিসেম্বর দুপুরে মুশির্দাবাদের বহরমপুর এবং ওই দিন বিকেলে নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন জেলা আধিকারিকদের সঙ্গে। তাঁর সঙ্গে জেলাগুলিতে যাবেন ১৮টি দফতরের মন্ত্রী ও সচিবেরা। এর আগে পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমানে উন্নয়ন নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।

আশ্বাস পেয়ে অনশন শেষ
শিক্ষা দফতরের আশ্বাস পেয়ে বৃহস্পতিবার অনশন তুলে নিল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (কুটাব)। সংগঠন সূত্রের খবর, রাজ্য সরকারের একটি নির্দেশকে কেন্দ্র করে সোমবার থেকে আংশিক সময়ের শিক্ষকদের ওই সংগঠনের সদস্যেরা কলেজ স্কোয়ারে অনশন করছিলেন। এ দিন সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলেন উচ্চশিক্ষা উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অভিরূপ সরকার। কুটাবের নেত্রী মমতা সরকার জানান, সরকারের এই নির্দেশের ফলে চাকরি হারানোর ভয় নেই বলে অভিরূপবাবু তাঁদের আশ্বস্ত করেছেন। তার পরেই অনশন তুলে নেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.