আগুনে পুড়ে গেল একটি ধানের গোলা। বুধবার রাতে বাদুড়িয়ার আটুরিয়ার ছ’মাইল গ্রামের গ্রামের বাসিন্দা মিজানুর গাজির বাড়ির ওই ধানের গোলায় আগুন লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উঠোনে যাওয়ার সময়ে অসর্তকতায় মিজানুরের মেয়ের হাত থেকে জ্বলন্ত টেমি ধানের গাদায় পড়ে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ওই ধানের গোলায়। গ্রামবাসীরা আগুন নেভাতে এগিয়ে আসেন। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সকলের চেষ্টায় কিছু ক্ষণ পরে আগুন আয়ত্তে আসে। তত ক্ষণে অবশ্য গোলাটি সম্পূর্ণ পুড়ে যায়।
|
বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কিতে লোহার গেটে চাপ লেগে এক পুলিশকর্মীর আঙুল কাটা গেল। বৃহস্পতিবার, বারুইপুর মহকুমা শাসকের অফিসে। পুলিশ জানায়, আইন অমান্যের জন্য জমায়েত হন সিপিএম কর্মীরা। মহকুমা শাসকের অফিসের গেট খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। তখন গেট আগলে দাঁড়িয়েছিলেন কবীরকান্তি মুন্সী নামে ওই কনস্টেবল। গেটে চাপ লেগে কবীরবাবুর বাঁ হাতের বুড়ো আঙুল কাটা যায়। তিনি হাসপাতালে ভর্তি বলে জানান বারুইপুরের এসডিপিও অর্ণব বিশ্বাস। |