মিলানে নাটকীয় জয় মেসিদের
চেলসিকে হারিয়ে বাঙালি কোচের দল মূলপর্বে
মুখোশ পরা মাইকেল বালাককে সঙ্গী করে চেলসিকে নাটকীয় ২-১ হারিয়ে দিলেন বেয়ার লেভারকুসেনের অনাবাসী বাঙালি কোচ রবিন দত্ত। পৌঁছে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়।
দিনের সেরা ম্যাচে এ সি মিলানকে তীব্র টানাপোড়েনে ৩-২ গোলে হারাল বার্সেলোনা। আর্সেনাল ফান পার্সির জোড়া গোলে বোরুসিয়া ডটর্মুন্ডকে ২-১ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি তীব্র সমস্যায়। এই পরিস্থিতির মধ্যেই চেলসিকে হারিয়ে দিলেন রবিন, বালাকরা।
৭৩ মিনিট পর্যন্ত দ্রোগবার গোলে এগিয়ে ছিল চেলসি। ১-১ করেন দার্দিওক। পের চেকের দ্বিতীয় ভুলে ৯০ মিনিটে গোল করে যান ম্যানুয়েল ফ্রেডেরিখ। ম্যাচে প্রাক্তন সতীর্থ বালাকের কাছ থেকে দুটি নিশ্চিত গোল বাঁচান চেক। দিনের শেষে সবাই সেটা ভুলে গিয়েছে। ভাঙা নাকের জন্য মুখোশ পরা বালাক এ দিন দুর্দান্ত খেললেন।
লেভারকুসেনকে পরের পর্বে নিশ্চিত করার পরে রবিন দত্তের লক্ষ্য, গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া। রবিন ম্যাচ শেষে বলেন, “আমাদের হার না মানা মনোভাবই আমাদের জিতিয়েছে। আমার পক্ষে স্মরণীয় দিন। মাইকেল বালাক দুর্দান্ত খেলেছে। কিন্তু এক জন নয়, পুরো দলই ভাল খেলেছে।”
ম্যাচের শেষে বালাকের সঙ্গে রবিন দত্ত। ছবি: রয়টার্স
মিলান বনাম বার্সেলোনা ম্যাচে মেসির দল আবার দেখাল, কেন তারা বিশ্বের সেরা। দু’বার পিছিয়েও মিলান ২-২ করেছিল। কিন্তু মেসিদের জিতিয়ে দেন জাভি। বালাক যেমন পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন, তেমনই এ দিন বার্সেলোনার বিরুদ্ধে ভাল খেলেন ইব্রাহিমোভিচ। বার্সেলোনার প্রাক্তন তারকা ফান বোমেলও বার্সেলোনায়। তাঁর আত্মঘাতী গোলে বার্সা ১-০ এগিয়ে গেলে ইব্রা ১-১ করে দেন। মেসি পেনাল্টি থেকে ২-১ করেন। ২-২ করেন কেভিন বোয়াতেং। কিন্তু ৬৩ মিনিটে জাভি ৩-২ করেন। ম্যাচে প্রাধান্য ছিল বার্সেলোনারই। জার্মান রেফারির একটা বড় ভুলে মিলানের বড় সুবিধে হয়েছিল। পেনাল্টির সময় ফাউল করেন আকুইলানি। তাঁরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার কথা। অথচ ভুল করে রেফারি হলুদ কার্ড দেখিয়ে দেন নেস্তাকে।
দল হিসেবে দিনের সেরা চমক সাইপ্রাসের আপোয়েল। তারা রাশিয়ান জেনিটের সঙ্গে গোলশূন্য ড্র করে চলে গেল পরের পর্বে। যা সাইপ্রাসের কোনও ক্লাব দেখাতে পারেনি। মাঠে রাশিয়ানরা নানারকম বাজি ফেলায় খেলা প্রায় ভেস্তে যাচ্ছিল। খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। শেষ পর্যন্ত কোনওমতে খেলা শেষ হয়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.