|
|
|
|
ফরওয়ার্ড ব্লক কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
মাঠ থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। প্রভাস প্রামাণিক (৪০) নামে ওই ব্যক্তিকে নিজেদের দলের কর্মী বলে দাবি করেছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের লোকজনই খুনের ঘটনায় জড়িত বলে অভিযোগ তুলেছে তারা।
পুলিশ জানায়, প্রভাসবাবুর বাড়ি উলুবেড়িয়ার হীরাপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুরে। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার রাতে ওই পঞ্চায়েত এলাকারই কাশীপুরের মাঠে পেশায় মৎস্য ব্যবসায়ী প্রভাসবাবুর দেহ পড়ে থাকতে দেখা যায়। শরীরে গভীর ক্ষত আছে। উলুবেড়িয়ার এসডিপিও তন্ময় সরকার বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে, এটি গুলির দাগ। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।” নিহত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজকর্মের অভিযোগ আছে বলে জেলা পুলিশ সূত্রের খবর।
গত এক সপ্তাহ ধরেই হীরাপুর পঞ্চায়েতের মদাই, রামচন্দ্রপুর এবং হীরাপুর গ্রামে দুষ্কৃতীদের মধ্যে দফায় দফায় বোমাবাজি চলছে বলে অভিযোগ। ক’দিন আগেই রামচন্দ্রপুর হাইস্কুলের সামনে বোমাবাজির জেরে পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হন স্কুল কর্তৃপক্ষ। গ্রামের লোকের অভিযোগ, এলাকার দখল নিয়ে ফরওয়ার্ড ব্লক ও তৃণমূলের লড়াই চলছে। দুষ্কৃতীদের মদত দিচ্ছে দু’দলই।
খুনের ঘটনায় ২৩ জন তৃণমূল কর্মী-সমর্থকের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রভাসবাবুর মা চন্দনাদেবী। ফরওয়ার্ড ব্লকের তরফেও একই অভিযোগ করা হয়েছে। ফরওয়ার্ড ব্লকের হাওড়া জেলা সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ বলেন, “নিহত ব্যক্তি আমাদের দলের কর্মী। তাঁর মা আমাদের জানিয়েছেন, ক’দিন থেকে প্রভাসবাবুকে খুনের হুমকি দিচ্ছিল তৃণমূলের লোকজন।” হীরাপুর এলাকায় তৃণমূলের ‘অত্যাচারে’ তাঁদের দলের অনেকে ঘরছাড়া বলে অভিযোগ করেছেন কুতুবুদ্দিন। অন্য দিকে, তৃণমূল নেতা তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় বলেন, “ফরওয়ার্ড ব্লকের অত্যাচারে তৃণমূলের বহু কর্মী-সমর্থক হীরাপুর এলাকায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে আমাদের দলের লোকের বিরুদ্ধে খুনের অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এ সব বলা হচ্ছে।” সিআইডি তদন্তের দাবি জানান তিনি।
এলাকা দখলের লড়াইয়ের কথা অবশ্য মানতে চাননি দু’দলের নেতারা। কুতুবুদ্দিন বলেন, “আমাদের দলের কর্মীও যদি গণ্ডগোলে জড়িত থাকেন, তাঁকে গ্রেফতার করুক পুলিশ। পুলিশের উপস্থিতিতেই হীরাপুরে অশান্তি চলছে।” পুলিশি নিষ্কৃয়তার অভিযোগ তুলেছেন পুলকবাবুও। |
|
|
|
|
|