টুকরো খবর
বেআইনি যানবাহনের বিরুদ্ধে ক্ষোভ শ্রীরামপুরে
বেআইনি অটোরিকশা এবং মোটরভ্যান বন্ধের দাবিতে সরব হয়েছে হুগলির বিভিন্ন রুটের বাস এবং ট্রেকার সংগঠনগুলি। শ্রীরামপুর-জাঙ্গিপাড়া ৩১ নম্বর রুটের বাস সংগঠন এবং ফুরফুরা-রামপাড়া ট্রেকার অ্যাসোসিয়েশনের তরফে ওই দাবিতে বুধবার স্মারকলিপি দেওয়া হয় শ্রীরামপুরের এসডিপিও রাজনারায়ণ মুখোপাধ্যায়ের হাতে। এ জন্য দুপুরে ওই দিন ঘণ্টা তিনেক ওই রুটে বাস চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘ ওই রুটের মধ্যে বিশেষত চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়ার কয়েকটি জায়গায় বেআইনি ইঞ্জিনচালিত ভ্যান এবং অটোর দাপটে তাদের যাত্রী পরিবহণে অসুবিধা হচ্ছে। ওই রুটের বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নীলরতন রায়ের অভিযোগ, “বহু বার প্রশাসনের দ্বারস্থ হয়েও ফল মেলেনি।” আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সুরাহা না হলে প্রতীকী ধর্মঘটের হুমকি দেন তাঁরা। ওই রুটে বাস চলাচল নিয়েও যাত্রীদের নানা অভিযোগ রয়েছে। স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পরে প্রথম দিকে অকারণে অত্যন্ত ধীরগতিতে বাস চালানো হয়। আবার, বহু ক্ষেত্রে যাত্রীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে বাস চালানো হয়। যাত্রীরা প্রতিবাদ করলেও বাসের চালক বা কর্মীরা তাতে কর্ণপাত করেন না। এ ভাবে নানা দুর্ঘটনাও ঘটে। জেলার বিভিন্ন রুটেই এই সমস্যা আছে বলে অভিযোগ।

নলিকাটা দেহ ব্যান্ডেলে
গলার এক যুবকের নলিকাটা দেহ উদ্ধার করল রেলপুলিশ। বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল স্টেশন-সংলগ্ন রেল ইয়ার্ডের ধার থেকে দেহটি উদ্ধার হয়। রেলপুলিশ জানায়, নিহতের নাম মহম্মদ বাবু (২৯)। বাড়ি ব্যান্ডেলেরই বালিকাটায়। পুলিশ জানায়, বাবুর নামে হুগলির বিভিন্ন থানায় খুন, তোলাবাজি-সহ অপরাধমূলক কাজের বহু অভিযোগ রয়েছে। তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান, বিরুদ্ধ গোষ্ঠীর দুষ্কৃতীরাই অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে বাবুকে। গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যান্ডেলে কাটোয়া শাখার রেলগেটে অটোরিক্সার মধ্যেই মহম্মদ আলি নামে এক দুষ্কৃতীকে গুলি করে খুন করে তার তিন সঙ্গী। পালানোর সময় জনতার হাতে এক জন ধরা পড়ে যায়। ওই রাতেই পুলিশ আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তদন্তকারীদের অফিসারদের দাবি, ওই খুনের ঘটনায় জড়িত তৃতীয় জন বাবু। জেলা পুলিশের এক কর্তা বলেন, “নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই খুন-পাল্টা খুনের ঘটনা ঘটল বলে মনে হচ্ছে।”

পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে বিক্ষোভ স্কুলে
পঞ্চম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া নিয়ে অভিভাবকদের একাংশের বিক্ষোভের জেরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় সিঙ্গুরের গোলাপমোহিনী মল্লিক বালিকা বিদ্যালয়ে। যে মেয়েরা ওই স্কুল থেকে চতুর্থ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, নিয়মের বাধ্যবাধকতা ছাড়াই তাদের আগে ভর্তি নিতে হবে, এই দাবিতে স্কুলে বিক্ষোভ দেখান কিছু অভিভাবক। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে। বিদ্যালয় সূত্রের খবর, চতুর্থ শ্রেণির পরীক্ষার ফলের ভিত্তিতে এখানে পঞ্চম শ্রেণিতে ছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে। সব ছাত্রীর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। ফলে, এই স্কুল থেকে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ অনেক ছাত্রীই এখানে পঞ্চম শ্রেণিতে ভর্তির যোগ্যতামান অর্জন করতে পারেনি। মূলত এই সমস্ত ছাত্রীদের অভিভাবকরা ভর্তি-প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হন। স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই দাবি মানতে চাননিপ্রধান শিক্ষিকা অনুরাধা সিংহরায় বলেন, “পঞ্চম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া নিয়ে সরকারি নির্দেশিকা এখনও আমাদের হাতে আসেনি। পরিচালন সমিতিতে মেধা তালিকা অনুযায়ী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

স্মারকলিপি কংগ্রেসের
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বুধবার চণ্ডীতলা-২ বিডিওকে স্মারকলিপি দিল কংগ্রেস। আন্দোলনকারীদের বক্তব্য, চাষিরা যাতে ন্যায্যমূল্যে আলুবীজ এবং সার কিনতে পারেন, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। সহায়ক মূল্যে চাষিদের ধান বিক্রির জন্য ব্লকে দু’টি কেন্দ্র করতে হবে। অবিলম্বে বিপিএল তালিকা সংশোধনের প্রক্রিয়া আরম্ভ করতে হবে। ডানকুনি স্টেশন-সংলগ্ন জায়গা থেকে আরও যানবাহন চালানোরও দাবি করেছেন আন্দোলনকারীরা। তাঁদের তরফে কংগ্রেস নেতা আলি আফজল চাঁদ জানিয়েছেন, এ দিন তাঁদের দাবি-দাওয়াগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও কওসের আলি।

সোনার দোকানে ডাকাতি
নিজস্ব চিত্র।
বুধবার রাতে দুষ্কৃতীরা হানা দেয় হাওড়া জেলার শ্যামপুরের নাউলহাটির একটি সোনার দোকানে। দেওয়াল ভেঙে ঢোকে তারা। সোনা ও রূপার গয়না খোওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.