মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট তুললেন ধান ব্যবসায়ীরা |
খাদ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আজ, শুক্রবার রাজ্যব্যাপী ধর্মঘট তুলে নিচ্ছে পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার বর্ধমানে একটি সভায় সংগঠনের রাজ্য সম্পাদক রফিক আলি ও সহ-সম্পাদক শুভেন্দুবিকাশ মন্ডল এই খবর দিয়েছেন। কেন্দ্রের নির্দেশে এ বার সরাসরি চাষিদের থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কিনছে চালকলগুলি। তার মধ্যে অন্য কোনও ব্যবসায়ীর স্থান নেই। গত ১৬ নভেম্বর থেকে ধান্য ব্যবসায়ী সমিতি ধর্মঘট শুরু করে। তাদের দাবি, সরকারি স্বীকৃতি বা লাইসেন্স দেওয়া হোক। ধান কেনার সরকারি সংস্থা বেনফেড, কনফেড, ইসিএসসি ইত্যাদির ‘সাব এজেন্ট’ হিসেবে তাঁদের নিয়োগ করা হোক। এ ছাড়া রাজ্য-জেলা-ব্লক স্তরে খাদ্য কমিটিতে স্থান দেওয়া, ধানের কুইন্টাল পিছু ১২০০ টাকা সহায়ক মূল্য, সার ও কীটনাশকের দাম কমানোর দাবিও তোলা হয়েছিল। মঙ্গলবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই দাবিগুলি বিবেচনার আশ্বাস দেন। এ দিন তিনি বলেন, “রাজ্যের ধান ব্যবসায় জড়িত এত লোক কেন সরকারি প্রক্রিয়ার বাইরে থাকবেন? তাই ওঁদের বলেছি চালকলগুলির সঙ্গে জুড়ে দেব, যাতে চালকলের হয়ে ওঁরা ধান কিনতে পারেন। তাতে ওঁরাও কমিশন ইত্যাদি পাবেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। খাদ্য মন্ত্রকেরও অনুমতি চাই।” ধান্য ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির আহ্বায়ক প্রশান্তকুমার লাহা বলেন, “ধান সংগ্রহের কাজে আমাদের সামিল করা না হলে প্রায় ৪০ হাজার সদস্য বেকার হয়ে পড়বেন। এ দিন খাদ্যমন্ত্রী ঝাড়গ্রামে ধান কেনার জন্য যে সভা করেন তাতে আমাদের সংগঠন যোগ দিয়েছে। শুক্রবার পুরুলিয়ায় সভা হওয়ার কথা। সেখানেও যোগ দেব।”
|
দুর্ঘটনায় মৃত্যু আইনজীবীর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রবীণ এক আইনজীবীর। দেবকুমার সই (৮১) নামে ওই ব্যক্তির বাড়ি বর্ধমান শহরের ২ নম্বর ইছলাবাজারে। বুধবার বিকেলে তিনি আদালত থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাস্তায় একটি স্কুলবাস তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে রাতে সেখানেই তিনি মারা যান। দেওয়ানি আদালতের এই আইনজীবীর মৃত্যুর জেরে বৃহস্পতিবার জেলার জজ আদালতের সবক’টি এজলাস বন্ধ ছিল। বর্ধমান বারের সহ-সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “বর্ধমান শহরের রাস্তাগুলিতে বেপরোয়া যান চলাচলের নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অপদার্থতার প্রতিবাদে খুব শিঘ্রই আমরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেব।” পুলিস অবশ্য ওই স্কুলবাসের চালককে গ্রেফতার করেছে। বাসটিকেও আটক করা হয়েছে।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে শিখা মণ্ডল (২৮) নামে এক বধূর। তাঁর বাড়ি দেবীপুর স্টেশন রোডে। মঙ্গলবার রাতে তিনি অগ্নিদগ্ধ হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার বিকেলে মারা যান তিনি। অন্য দিকে, তরুণ সর (৩২) নামে খণ্ডঘোষে খেতমজুর পরিবারের এক যুবক বুধবার সকালে কীটনাশক পান করেন। বর্ধমান মেডিক্যালেই বিকেলে মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন দু’জনেই।
|
সরকার ঘোষিত সহায়ক মূল্যে ধান কেনা, ন্যায্য মূল্যে সার সরবরাহ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ১০০ দিনের প্রকল্প সঠিকভাবে ব্যবহার-সহ পাঁচ দফা দাবিতে বুধবার কালনা ২ ব্লক অফিসে স্মারকলিপি দিল জাতীয় কংগ্রেসের কালনা ২ ব্লক কমিটি। ওই কমিটির সভাপতি শানাওয়াজ উদ্দিন মণ্ডলের দাবি, সরকারিভাবে ধান কেনার কথা ঘোষণা হলেও তখন বেশিরভাগ চাষি তাঁদের ধান বিক্রি করতে পারেননি। ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
|
অটো সার্ভিস চালু হল কালনার বৈদ্যপুর শিরিষতলা থেকে সিমলন পর্যন্ত। বুধবার এই পরিষেবার উদ্বোধন করেন কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি। অটো চালকদের দাবি, রোজ এই রাস্তায় ৯টি করে অটো চলবে। এতে উপকৃত হবেন তেহাট্টা, বেলেরহাট-সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কালনা ২ ব্লকের বিডিও সুদীপ পাল প্রমুখ।
|
‘দিঘা-বর্ধমান’ ও ‘দিঘা-কীর্ণাহার’ বাস পরিষেবা চালু হচ্ছে আজ, শুক্রবার থেকে। এ ছাড়াও থাকবে ‘বর্ধমান-কলকাতা’ ও ‘আসানসোল-কলকাতা’ পথে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবার প্রতিরূপ উদ্বোধন অনুষ্ঠান। যাত্রা শুরুর আনুষ্ঠানিক সঙ্কেত প্রদান করবেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান শ্রী তমোনাশ ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবহণ দফতরের সচিব বি পি গোপালিকা।
|
সম্প্রতি কালনা ২ ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের তরফে বন্দেবাজ, কুলেদা-সহ ৯টি গ্রাম সংসদে রাস্তায় আলো লাগানো হয়েছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ১৮৫টি আলো লাগাতে খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা। পঞ্চায়েত প্রধান জগবন্ধু মণ্ডল বলেন, “পঞ্চায়েত নিজস্ব তহবিল থেকে আলো লাগানোর খরচ বহন করেছে।” |