দুই শিক্ষককে ‘মার’ জামুড়িয়ায় |
প্রাথমিক গুচ্ছ সম্পদ কেন্দ্রের স্কুলগুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন তৃণমূল সমর্থক দুই শিক্ষকের মারধর করার অভিযোগ উঠল সিপিএম সমর্থিত শিক্ষকদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে চুরুলিয়ায়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার তৃণমূল শিক্ষক সেলের আসানসোল মহকুমা কোর কমিটি জামুড়িয়া থানায় বিক্ষোভ দেখায় এবং দোষিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়। শিক্ষা সেলের জেলা সভাপতি স্বপন ঘোষাল জানান, ক্রীড়া প্রতিযোগিতায় স্থানাধিকারীদের নিয়ে বিতর্ক হয়। তার জেরে তাঁদের সমর্থক দুই শিক্ষক নয়ন মুখোপাধ্যায় ও সমীর মাঝিকে মারধর করে দেখে নেওয়ার হুমকি দেন সিপিএম সমর্থক দুই প্রধান শিক্ষক শুভ কাজি ও দেবাশিস ভট্টাচার্য। তাঁরা বিষয়টি স্কুল পরিদর্শকের কাছেও লিখিত ভাবে জানিয়েছেন। সিপিএম নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ও স্কুল পরিদর্শক চিন্ময় হাজরা বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।
|
সগরভাঙার সরকারি হাউসিং ঘুরে দেখলেন আবাসন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। বৃহস্পতিবার এই সফরে তাঁর সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর রুমা পাড়িয়াল ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়। পরে মন্ত্রী জানান, সরকারি আবাসন নিয়ে বেশ কিছু সমস্যার কথা শুনেছেন। তা তিনি দেখে গেলেন। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৫২ হাজার সরকারি আবাসন নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
|
শিক্ষক নিয়োগের দাবি বারাবনিতে |
স্কুলের অনুমোদন মিলেছে ২০০৯ সালে। বারাবনির এই লালগঞ্জ জুনিয়র হাইস্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট পড়ুয়ার সংখ্যা ৫৪ জন। কিন্তু এখনও নিয়োগ হয়নি কোনও সরকারি শিক্ষক। এলাকার চার জন বেকার শিক্ষকের ভূমিকা পালন করছেন। এই বিষয়ে বৃহস্পতিবার আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্তের কাছে স্মারকলিপি দিল তৃণমূল। দলের নেতা মুরলী উপাধ্যায় জানান, মাসখানেক আগে মহকুমাশাসক ওই স্কুলে গিয়েছিলেন। তখন তিনি এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। মহকুমাশাসক জানান, শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।
|
গলা কাটা দেহ মিলল বুদবুদে |
সেনাবাহিনীর এক অসামরিক কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বুদবুদ থানার মিলিটারি বেসের জঙ্গলাকীর্ণ রাস্তায় তাঁর দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন দেবনাথ (৫৫)। তিনি যানবাহন বিভাগের কর্মী ছিলেন। অ্যামুনিশন ডিপো সংলগ্ন এলাকায় থাকতেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, তাঁকে গলার নলি কেটে খুন করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে তাঁর মোটরবাইকটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানায় পুলিশ।
|
শিল্পাঞ্চল যুক্ত সংগ্রাম সমিতির তরফে বিমাননগরী কার্যালয়ের সামনে বৃহস্পতিবার থেকে ধর্ণায় বসলেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। তিন দিন ধরে এই কর্মসূচি চলবে বলে জানান তাঁরা। তাঁদের অভিযোগ, বর্গাদাররা ক্ষতিপূরণ পাননি। এখনও সব জমিমালিককে চেক দেওয়া হয়নি। অবিলম্বে এর প্রতিকার চান তাঁরা। |