পানীয় জলের দাবিতে বিক্ষোভ পুরসভায় |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পানীয় জল, রাস্তা সংস্কার ও রাস্তায় আলো লাগানো-সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। বৃহস্পতিবার সকালে রানিগঞ্জের শিশুবাগান থেকে মিছিল করে পুরসভায় পৌঁছন কয়েক হাজার তৃণমূল সমর্থক। পুরসভা দফতরে গিয়ে বিক্ষোভ দেখানোর পরে পুরপ্রধানের হাতে স্মারকলিপি দেওয়া হয়। রানিগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলির অভিযোগ, পানীয় জল অপর্যাপ্ত। তৃণমূলের পক্ষ থেকে পুরপ্রধানকে জানানো হয়েছে যে বিভিন্ন ওয়ার্ডে তিন ইঞ্চির জায়গায় ছয় ইঞ্চির পাইপ বসাতে। |
|
নিজস্ব চিত্র। |
সিআর রোড-সহ বিভিন্ন সংযোগস্থলে রাস্তার আলোর বেহাল দশা। দ্রুত তা ঠিক করতে হবে। বিপিএল তালিকায় থাকা সম্পন্ন লোকেদের নাম অবিলম্বে বাদ দিতে হবে। ৬০ শতাংশ রাস্তা বেহাল। এগুলির সংস্কার করতে হবে। ট্রেড লাইসেন্স দেখে নির্মাণ কাজের অনুমোদন পেতে যে পক্ষপাতিত্ব করা হচ্ছে তা বন্ধ করতে হবে। তৃণমূলের একমাত্র কাউন্সিলর হেনা খাতুন ও তৃণমূল নেতা অলোক সিংহ পুরপ্রধানকে জানান, এক মাসের মধ্যে দাবি না মিটলে কাউন্সিলরদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হবে। পুরপ্রধান অনুপ মিত্র জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। |
|