বর্ধমান সদর শহর-২ চক্রের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কল্পতরু মাঠে। এতে ৫২টি প্রাথমিক স্কুলের প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাজ কলেজিয়েট। দ্বিতীয় খাজা আনোয়ার শহীদ বের। যুগ্ম ভাবে তৃতীয় হয়েছে বড়নীলপুর বেলারানি ও ভাতছালা জিএসএফপি। প্রতিযোগিতার সেরা রাজ কলেজিয়েটের সন্ধ্যা রাজবংশী।
|
সর্বভারতীয় মেয়েদের ভলিবলে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে বর্ধমান। হিমাচল প্রদেশের ওয়াই এস পারমার বিশ্ববিদ্যালয়ের মাঠে তাদের ১-৩ ব্যবধানে হারিয়েছে কুরুক্ষেত্র। প্রতিযোগিতায় গ্রুপ লিগের ম্যাচে বর্ধমান ৩-১ সেটে জব্বলপুরকে হারালেও, কেরলের কাছে হারে ১-৩ সেটে।
|
বারাবনি গ্রামরক্ষা কমিটি আয়োজিত ফুটবলে বৃহস্পতিবার জয়ী হল ভাঙা ধাওড়া আদিবাসী ক্লাব। কাপিষ্টা নেতাজি-সুকান্ত মাঠে তারা টাইব্রেকারে দিঘনপাহাড়ি আদিবাসী ক্লাবকে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি। |