দরপত্রের ফর্ম নিয়ে বিক্ষোভ মেডিক্যালে |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ করার জন্য দরপত্র আহ্বান করেছেন কর্তৃপক্ষ। ঠিক ছিল, মঙ্গলবার থেকে ফর্ম দেওয়া হবে। কিন্তু, এই ফর্ম দেওয়ার সময়েই উত্তেজনা ছড়াল। কয়েক জন এসে অভিযোগ করেন, তাঁদের ফর্ম দেওয়া হচ্ছে না। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ নিজেদের পরিচিত কাউকে খাবার সরবরাহের দায়িত্ব পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। হাসপাতালে বিক্ষোভও দেখানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে ঠিকা-সংস্থার তালিকা থাকে। সেই তালিকায় বিভিন্ন শ্রেণি থাকে। শুধুমাত্র সেই তালিকাভুক্তদেরই দরপত্র দেওয়ার কথা। স্বাস্থ্য দফতরই এই তালিকা তৈরি করে। এ দিন যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের কেউই এই তালিকাভুক্ত নন। তাই তাঁদের ফর্ম দেওয়া হয়নি। আজ, বুধবারও ফর্ম দেওয়া হবে। পরিস্থিতি দেখে ফর্ম দেওয়ার সময় নিরাপত্তা চেয়েছেন কর্তৃপক্ষ। পুরো বিষয়টি জেলাশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। হাসপাতাল সুপার রামনারায়ণ মাইতি বলেন, স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনেই সমস্ত কাজ হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপই করা হবে।”
|
শিলিগুড়ি থ্যালাসেমিয়া সোসাইটি এবং বাংলাদেশের থ্যালাসেমিয়া সেবা কেন্দ্রের যৌথ উদ্যোগে ভারত, বাংলাদেশে ওই রোগ প্রতিরোধে সচেতনতা প্রচার র্যালির আয়োজন করা হয়েছে। ২ ডিসেম্বর থেকে শিলিগুড়ি থেকে বাইক নিয়ে ১২ দিনের ওই প্রচার র্যালি---‘এ পার বাংলা, ওপার বাংলা’ চলবে। ৪০ জনের একটি দল প্রচার র্যালিতে অংশ নেবে। প্রথম তিন দিন উত্তরবঙ্গের ৩ টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রচার র্যালি হবে। এর পর বাংলা দেশে বুড়িমারি, শেরপুর, রংপুর, বগুড়া, টাঙাইল, ঢাকা, চট্টোগ্রাম-সহ বিভিন্ন জায়গায় র্যালি হবে। শিলিগুড়ি থ্যালাসেমিয়া সোসাইটির যুগ্ম সম্পাদক শিবশঙ্কর বণিক বলেন, “র্যালির সময় থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিলি হবে। যাতায়াত মিলিয়ে র্যালিটি প্রায় ২৩২০ কিমি পথ অতিক্রম করবে।
|
উপস্বাস্থ্য কেন্দ্র চালুর দাবি তুলেছে হলদিবাড়ি থানার ভোলারহাট এলাকার বাসিন্দারা। ওই দাবিতে তাঁরা ব্লক প্রশাসনের কর্তাদের স্মারকলিপিও দিয়েছেন। ১৯৮২ সালে ভোলারহাট উপস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হয়। কিন্তু ১৫ বছর চলার পরে বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে সেটি স্থানীয় বক্সিগঞ্জ পঞ্চায়েত দফতরে চালু হয়। এর পরেই বাসিন্দারা আগের জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করার দাবি তোলেন। পঞ্চায়েত প্রধান আঞ্জুমা খাতুন বলেন, “কেন্দ্রটি বন্ধ হওয়ায় বাসিন্দারা সমস্যায়।”
|
নাগরিক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার কল্যাণী-এ ব্লকে একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কল্যাণীর প্রাক্তন পুরপ্রধান শান্তনু ঝা প্রমুখ।
|
হোমিওপ্যাথ নিয়ে মঙ্গলবার একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল এগরা পুরসভায়। উপস্থিত ছিলেন পুরপ্রধান স্বপন নায়েক, হোমিওপ্যাথ চিকিৎসক প্রকাশ মল্লিক-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেমিনারে রোগ প্রতিরোধে শুধু ওষুধ খাওয়া নয়, নিয়ম মেনে চলা নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত চিকিৎসকেরা। ১৫০ রোগীর চিকিৎসাও করা হয়। |