সংখ্যালঘুদের সংরক্ষণ নিয়ে আর্জি মমতাকে |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে মুসলিমদের জন্য শিক্ষা ও চাকরিতে ২০ শতাংশ সংরক্ষণের আবেদন জানাল ফুরফুরা দরবার শরিফ। মঙ্গলবার মহাকরণে গিয়ে মমতাকে ২১দফা দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি দেন শরিফের কর্তারা ফুরফুরা শরিফে যাওয়ার আমন্ত্রণও জানালেন মুখ্যমন্ত্রীকে। শরিফ কর্তারা পরে জানান, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নিখরচায় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট পড়ার সুযোগ দেওয়া, ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা ও সংখ্যালঘু মহিলাদের জন্য নার্সিং প্রশিক্ষণকেন্দ্র তৈরির আবেদনও রয়েছে ওই ২১ দফা দাবির মধ্যে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে শরিফের তরফে ত্বহা সিদ্দিকি বলেন, “ফুরফুরা শরিফে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সময় পেলে উনি যাবেন বলে আশ্বাস দিয়েছেন।”
|
পঞ্চমে আগে ভর্তি নিজেদের ছাত্রকেই |
চতুর্থ থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিজেদের ছাত্রছাত্রীদেরই অগ্রাধিকার দিতে হবে। স্কুলশিক্ষা দফতরের তরফে সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সব বিদ্যালয়কেই তাদের চতুর্থ শ্রেণির সব পড়ুয়াকে আগে পঞ্চম শ্রেণিতে ভর্তি করে নিতে হবে। তার পরে আসন ফাঁকা থাকলে আলাদা ভাবে লটারির ভিত্তিতে অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তি করা যেতে পারে। স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, অনেক স্কুলই নিজেদের ছাত্রছাত্রীদের অগ্রাধিকার না-দিয়ে লটারি করে পঞ্চম শ্রেণিতে ভর্তি করছিল। সেই জন্যই এই নির্দেশিকা জারি হয়েছে। |