টুকরো খবর
পন্টিংদের কোচ মিকি আর্থার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নাটকীয় সমতা ফেরানোর চব্বিশ ঘণ্টার মধ্যে প্রাক্তন দক্ষিণ আফ্রিকা কোচকে নিজেদের দলের দায়িত্বে এনে আরও একটা নাটকীয় কাণ্ড ঘটাল অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় ক্রিকেট ইতিহাসে এই প্রথম জাতীয় কোচের চেয়ারে বসতে চলেছেন এক বিদেশি, মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকার কোচ থাকাকালীন যাঁর জীবনে ‘অস্ট্রেলিয়া’ এবং ‘বিতর্ক’ প্রায় সমর্থক হয়ে দাঁড়িয়েছিল, সেই আর্থারের সঙ্গে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে অস্ট্রেলীয় বোর্ড।

সি কে নাইডু পুরস্কার পাচ্ছেন ওয়াড়েকর
ভারতীয় বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট ট্রফি এ বার পাচ্ছেন অজিত ওয়াড়েকর। আগামী ১০ ডিসেম্বর চেন্নাইয়ে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৯৭১-এ ভারতের ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সফরে জোড়া টেস্ট সিরিজ জয়ের অধিনায়ক ওয়াড়েকরের হাতে শংসাপত্র, ট্রফি ও ১৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হবে।

বোপান্নাদের কার্যত বিদায়
বিশ্ব ডাবলস চ্যাম্পিয়নশিপ থেকে এক রকম বিদায় নিলেন বোপান্না-কুরেশির ইন্দো-পাক জুটি। গ্রুপের দ্বিতীয় ম্যাচেও বোপান্নারা হারলেন। ৬-৭ (৬-৮), ৩-৬। লোদরা-জিমোনজিচের কাছে। মাত্র একটি সেট এখনও জেতা বোপান্নারা শেষ ম্যাচ জিতলেও সেমিফাইনালে ওঠার জন্য তাঁদের অন্যদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

আন্তঃঅ্যাকাডেমি ফুটবল দুর্গাপুরে
নিজস্ব চিত্র।
সারা ভারত আমন্ত্রণী আন্তঃঅ্যাকাডেমি ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের প্রথম খেলায় আইএফএ ফুটবল অ্যাকাডেমি জয়লাভ করে। নেহেরু স্টেডিয়ামে আয়োজিত খেলায় তারা ৫-০ গোলে হারায় বেঙ্গালুরু জেজে ইনস্টিটিউট অফ সকারকে। অন্য দিকে, এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে জেসিটি ফুটবল অ্যাকাডেমি ৪-০ গোলে উত্তরাখণ্ড ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে দেয়। আজ, বুধবার ওই একই স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি ও আইএফএ ফুটবল অ্যাকাডেমি এবং টাটা ফুটবল অ্যাকাডেমি ও জেসিটি ফুটবল অ্যাকাডেমি পরস্পরের মুখোমুখি হবে।

অরিন্দমের ডাবল সেঞ্চুরি
রঞ্জি ট্রফির ভাল ফর্ম স্থানীয় ক্রিকেটেও দেখাচ্ছেন বাংলার ওপেনার অরিন্দম দাস। মঙ্গলবার থেকে এএনঘোষ ট্রফি দিয়ে স্থানীয় ক্রিকেট মরসুম শুরু হল। আর প্রথম দিনই ইস্টবেঙ্গলের হয়ে ডাবল সেঞ্চুরি করলেন অরিন্দম (২১০ ন:আ:)। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথম দিন ৪১১-৭ তুলল ইস্টবেঙ্গল। অন্য ম্যাচে আবার মোহনবাগানের হয়ে সেঞ্চুরি ঋদ্ধিমান সাহা-র (১২১)। স্পোর্টিং ইউনিয়নের বিরুদ্ধে মোহনবাগান ৩৮৮-৮। ভবানীপুরের বিরুদ্ধে কালীঘাট ৩২৭-৬।

বাগানে নির্বাচন ছাড়াই জয়
বড় ম্যাচ জেতার স্বস্তির মধ্যেই আরও বড় জয় পেলেন মোহনবাগান কর্তারা। প্রায় নিঃশব্দে তাঁরা আবার ক্ষমতায় চলে আসছেন। মঙ্গলবারই ছিল ক্লাব নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। দেখা গেল, কোনও পদেই কোনও বিরোধী নাম জমা দেননি। ফলে ক্ষমতাসীন কর্তারাই আবার চলে আসছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচন হচ্ছে না।

কার্যকরী কমিটিতে প্রথম মহিলা
প্রেসিডেন্ট টুটু বসু এবং সচিব অঞ্জন মিত্র সব নামী পদাধিকারীরা এক পদে থেকেই যাচ্ছেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, মোহনবাগান কার্যকরী কমিটিতে এ বারই প্রথম দেখা যাবে মহিলা মুখ। সচিবের মেয়ে সোহিনী মিত্র চৌবে ঢুকলেন কমিটিতে। গড়লেন নতুন নজির। মোহনবাগানে আগে কোনও দিন মহিলারা কার্যকরী কমিটিতে আসেননি। পাশাপাশি ফুটবল সচিব ও ক্রিকেট সচিব বদলে যাচ্ছে। ফুটবল সচিব হচ্ছেন উত্তম সাহা, ক্রিকেট সচিব সম্রাট ভৌমিক। তৃণমূল কংগ্রেস নেতা অতীন ঘোষও ঢুকছেন কমিটিতে। এ দিকে মোহনবাগানের উদ্যোগে দুর্গাপুরে দেশের সেরা অ্যাকাডেমিগুলোকে নিয়ে চলছে টুর্নামেন্ট। মোহনবাগানের সঙ্গে টি এফ এ, সেসা, জেসিটি, আই এফ এ অ্যাকাডেমি খেলছে।

অন্য খেলায়
জনাইয়ের আদান ফুটবল কমিটি আয়োজিত রাজীব গাঁধী ফুটবল ফাইনাল ২৭ নভেম্বর। খেলবে ডানকুনি ন্যাশনাল টাওয়ার ও মশাট কেজিএন মার্বেল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.