আন্ডারপাসের লোহার রেলিং ভেঙে গুরুতর জখম হলেন এক পথচারী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে চিৎপুর থানা এলাকার দমদম রোডে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত ডিসি (উত্তর) সুজয় চন্দ জানান, ওই ব্যক্তির নাম রঞ্জিত কর। বাড়ি উত্তর ২৪ পরগনার শ্যামনগরের নারকেলডাঙায়। তিনি আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে দমদম স্টেশনের কাছে ওই আন্ডারপাস দিয়ে যাওয়ার সময়ে একটি ট্রাকের সংঘর্ষ হয় সেখানকার গার্ড রেলিংয়ের সঙ্গে। লোহার ওই কাঠামোর একটি অংশ ভেঙে ট্রাকের উপরে পড়ে। তার পরে সেটি গিয়ে লাগে সেখানে উপস্থিত রঞ্জিতবাবুর মাথায়। রঞ্জিতবাবুর মাথায় কয়েকটি সেলাই পড়েছে। জখম হয়েছে তাঁর কাঁধ ও একটি পা। তিনি বলেন, “আমি বাড়ি থেকে ট্রেনে দমদম স্টেশনে নেমে ব্যবসার কাজে যাচ্ছিলাম। হঠাৎ একটি ভারী কিছু আমার মাথায় পড়ে। আর কিছু মনে নেই।” পুলিশের কাছ থেকে জানতে পেরে হাসপাতালে আসেন দাদা শিবু কর। তিনি বলেন, “ভাই দোকানে-দোকানে মালপত্র ফেরি করে। অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। কী ভাবে চিকিৎসা করাব বুঝতে পারছি না। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি।”
|
এক পুলিশকর্মীর মৃতদেহ মিলল। সোমবার, বিধাননগরের এক পুলিশ ব্যারাক থেকে দুষ্মন্ত বিশ্বাস (৫৬) নামে ওই ব্যক্তির দেহ মেলে। তিনি বিধাননগর রিজার্ভ ফোর্সের কর্মী ছিলেন বলে জানান সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার রণেন বন্দ্যোপাধ্যায়। পুলিশের অনুমান, হৃদ্রোগের জেরে এই মৃত্যু। তবে মৃতদেহের ময়না-তদন্ত হচ্ছে। অন্য দিকে, মঙ্গলবার বিধাননগরের এ ই ৫০ নম্বর বাড়ি থেকে এক বৃদ্ধের মৃতদেহ মেলে। মৃতের নাম বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় (৭৫)। পুলিশ জানায়, তিনি ওই বাড়িতে একাই থাকতেন। এ দিনই চিৎপুর থানার পাইকপাড়ার একটি ফ্ল্যাট থেকে সন্দীপ চন্দ (৪৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
|
বিমানযাত্রীর টাকা নিয়ে হাতেনাতে ধরা পড়লেন জেট বিমান সংস্থার অধীনস্থ ঠিকাদারের এক কর্মী। তাঁকে সংস্থার কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে ঢোকার প্রয়োজনীয় অনুমতিপত্রটিও নিয়ে নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে। বিমানবন্দর সূত্রে খবর, সোমবার রাতে ব্যাঙ্কক থেকে জেট বিমান সংস্থার উড়ান কলকাতায় নামার পরে খোকন পাল নামে ওই কর্মী যাত্রীদের সাহায্য করছিলেন। এক ভারতীয় যাত্রী ট্রলিতে তাঁর টাকার ব্যাগ ফেলে বেরিয়ে যাচ্ছিলেন। খোকনবাবুই তাঁকে ব্যাগ ফেরত দেন। কিন্তু ব্যাগ খুলে যাত্রী দেখেন, ১০২০ ডলার কম রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বিমান সংস্থার ম্যানেজারের নজরে আসে ঘটনাটি। তৎক্ষণাৎ খোকনবাবুকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ওই ডলার মেলে। |