টুকরো খবর
‘শিশুহত্যা’, গ্রেফতার ২
শিশুহত্যার অভিযোগে এক পুরুষ ও এক মহিলাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ জানায়, সোমবার সকালে জমালপুরের দাদপুর গ্রাম সংলগ্ন দামোদরের পাড়ে একটি বস্তায় শিশুর দেহ দেখতে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছেই ঘোরাফেরা করছিলেন চায়না রায় নামে ওই মহিলা। গ্রামের বাসিন্দারা তাঁকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে ও ভোম্বল বাগ নামে এক ব্যক্তিকে ধরে। পুলিশের দাবি, জেরায় চায়না গত চার বছর ধরে তাঁর সঙ্গে ভোম্বলের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। তার পরিণতিতেই ওই শিশুর জন্ম হয়। শিশুটিকে খুনের অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক ভাস্কর মজুমদার তাঁদের ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন।

‘প্রতারণা’ নিয়ে বিক্ষোভ
চড়া সুদের প্রলোভন দেখিয়ে কিছু বেকার যুবকের কাছ থেকে টাকা নগদ হাতানোর অভিযোগ উঠল কাঁকসার এক তৃণমূল কর্মীর ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার অলোক চট্টোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতার দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ওই যুবকেরা। পরে অলোকবাবু বিষয়ি দ্রুত মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ ওঠে। তাঁদের অভিযোগ, অলোকবাবুর ছেলে স্মরণজিৎ চট্টোপাধ্যায় এলাকার বেকারদের কাছে চড়া সুদের লোভ দেখিয়ে টাকা তুলেছেন। কিন্তু তিনি তা দিতে পারেননি। বার বার তাগাদা দিয়েও কোনও ফল হয়নি। এক দিন তাঁরা অলোকবাবুর দোকানে তালাও ঝুলিয়ে দেন। তাতেও কোনও লাভ হয়নি। মঙ্গলবার ওই যুবকেরা অলোকবাবুর দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কাঁকসা পঞ্চায়েত সমিতির সিপিএম কর্মাধ্যক্ষ রচিন মজুমদার বলেন, “অভিযোগ সত্যি হলে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক।” অন্য দিকে, দলের সঙ্গে ওই ব্যক্তির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তৃণমূলের কাঁকসা ব্লক যুব সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায়। অলোকবাবুর ছেলে স্মরণজিৎকে খুঁজছে পুলিশ।

কয়লা আটক
জাতীয় সড়কের ডিভিসি মোড়ে সোমবার গভীর রাতে কোকওভেন থানার পুলিশ একটি অবৈধ কয়লার লরি আটক করে। গ্রেফতার করা হয় লরির চালক রঞ্জিত রাম যাদবকে। পুলিশ সূত্রে জানা যায়, এ দিন রানিগঞ্জ থেকে ওই কয়লা বোঝাই লরিটি কলকাতায় যাচ্ছিল। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পুলিশ নিশ্চিত হয় লরিটিতে অবৈধ কয়লা রয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, রানিগঞ্জের অবৈধ খাদান থেকে কয়লা নিয়ে সে যাচ্ছিল কলকাতা সংলগ্ন কোনও ইটভাটায়। লরিটিতে আনুমানিক ৩০ টন কয়লা ছিল। পুলিশ সেই কয়লা বাজেয়াপ্ত করেছে।

দুর্ঘটনা, জখম
এসবিএসটিসি-র বাস লরির পিছনে ধাক্কা মারলে বাসের তিন যাত্রী জখম হন। সোমবার রাতে কাঁকসা থানার বিরুডিহার কাছে দুর্ঘটনাটি ঘটে। তাঁদের দুর্গাপুর হাসপাতালে ভর্তি করানো হয়। কলকাতা থেকে বাঁকুড়া যাওয়ার বাসটি দ্রুতগতিতে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে একটি লরি চলে আসে।

বাস-লরি সংঘর্ষ, জখম তিন যাত্রী
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস লরির পিছনে ধাক্কা মারলে বাসের তিন যাত্রী জখম হন। সোমবার রাতে কাঁকসা থানার বিরুডিহার কাছে জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ কলকাতা থেকে দুর্গাপুর হয়ে বাঁকুড়াগামী বাসটি অত্যন্ত দ্রুতগতিতে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে একটি লরি পড়ে যাওয়ায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়।

অন্ডালে বধূর অস্বাভাবিক মৃত্যু
এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে অন্ডালের দামোদর কলোনি পশ্চিমপল্লি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রীতু সিংহ (২৬)। পুলিশের কাছে মৃতার স্বামী রেলকর্মী জে পি সিংহ জানিয়েছেন, সকালে উঠে তিনি দেখেন তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ জানিয়েছে, স্বামী ও দেওরকে আটক করা হয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

স্কুলে জয়ী বামেরা
জামুড়িয়ার বীজপুর নেতাজি শিক্ষা নিকেতনে পরিচালন সমিতির নির্বাচনে জিতলেন বামফ্রন্ট সমর্থিত প্রাথীরা। কংগ্রেস-তৃণমূল জোট সমর্থিত প্রার্থীদের তারা ৫-১ আসনের ব্যবধানে পরাজিত করে। এর আগে ৬টি আসনই বামফ্রন্টের দখলে ছিল।

গাছ ভেঙে রাস্তা বন্ধ রানিগঞ্জে
গাছ ভেঙে পড়ে প্রায় চার ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে রানিগঞ্জের ৬০ নম্বর
জাতীয় সড়কে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ স্কুল মোড়ের কাছে একটি বট গাছ
উল্টে পড়ে। সকাল ৮টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। নিজস্ব চিত্র।
গাছ ভেঙে পড়ে প্রায় চার ঘণ্টা যানজট হয় রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কে। বিপাকে পড়েন ছাত্র-ছাত্রী থেকে নিত্যযাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ স্কুল মোড়ের কাছে একটি বটগাছ উল্টে পড়ে। এই ঘটনার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। সকালে তৃণমূল নেতা অলোক সিংহ ও রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র ঘটনাস্থলে যান। তাঁদের উদ্যোগে বাসিন্দারা গাছটিকে ঠেলে রাস্তা থেকে সরিয়ে দেন। সকাল ৮টা নাগাদ ফের যান চলাচল স্বাভাবিক হয়।

সঠিক সময়ে বেতনের দাবি
বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঠিক সময়ে বেতন, পিএফ ও ইএসআই পরিষেবার দাবিতে সাতগ্রাম-সহ বেশ কয়েকটি এরিয়া কার্যালয়ে স্মারকলিপি দিল শ্রমিকদের একটি সংগঠন। তাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী বেতন মেলে না। এছাড়া পিএফ, ইএসআই-সহ অন্য দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন। সাতগ্রাম এরিয়ার ডেপুটি চিফ পার্সোনেল ম্যানেজার জিএস সায়েরি জানান, ঊধ্বর্র্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

জয়ী বামেরা
জামুড়িয়ার বীজপুর নেতাজি শিক্ষা নিকেতনে পরিচালন সমিতির নির্বাচনে জিতলেন বামফ্রন্ট সমর্থিত প্রাথীরা। কংগ্রেস-তৃণমূল জোট সমর্থিত প্রার্থীদের তারা ৫-১ আসনের ব্যবধানে হারায়। এর আগে ৬টি আসনই বামফ্রন্টের দখলে ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.