টুকরো খবর |
সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ভ্রাম্যমাণ রেল হকার্স ইউনিয়নের দক্ষিণ-পূর্ব রেল শাখার সম্মেলন হয়ে গেল খড়্গপুর সাউথসাইডে। রবিবারের ওই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি দোলা সেন, দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ। এ ছাড়া ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস চৌধুরী, খড়্গপুরের পুরপ্রধান জহরলাল পাল-সহ বিশিষ্টেরা। দোলা সেন জানান, তৃণমূল হকার ও ঠিকা শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য সংগঠন তৈরির চেষ্টা চালাচ্ছে। রেলেও শ্রমিক সংগঠন গড়ার কাজ চলছে। তিনি জানান, রেলবোর্ডের আইন অনুযায়ী স্টেশন চত্বর বা ট্রেনে হকারি করা বেআইনি। সংগঠন এই আইনের পরিবর্তন চাইলেও তা এখনই সম্ভব নয়। তাই সব সদস্যকে শ্রম-আইন মেনে চলার নির্দেশ দেন দোলাদেবী।
|
পাটাশোলে ফের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
গ্রামে পুলিশ ক্যাম্প তৈরি এবং ‘তোলাবাজি’তে জড়িত জনগণের কমিটির নেতা গোপাল পাণ্ডে-সহ অন্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার গোয়ালতোড় থানার পাটাশোল গ্রামের বাসিন্দারা গোয়ালতোড়-সারেঙ্গা রাস্তা অবরোধ করেন। তবে অবরোধ শুরু হতেই ঘটনাস্থলে যান গোয়ালতোড়ের আইসি হিরন্ময় হোড় এবং বিডিও বিক্রম চট্টোপাধ্যায়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং পুলিশ ক্যাম্প চালুর আশ্বাস দেন তাঁরা। আড়াই ঘণ্টা পরে অবরোধ ওঠে। বেশ কিছু দিন আগে এক সন্ধ্যায় পাটাশোল গ্রামে মোটরবাইকে হানা দিয়ে ৩-৪ জনের একটি দল মাওবাদীদের নাম করে টাকা চায়। গোপাল পাণ্ডে সেই দলে ছিলেন বলে অভিযোগ। সে রাতেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা থানায় এসে বিক্ষোভ দেখান। গ্রামে পুলিশ ক্যাম্পের দাবিও জানান। পর দিন পাটাশোল বাসস্ট্যান্ডেই অবরোধও হয়। স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতোর মধ্যস্থতায় সে দফায় অবরোধ ওঠে। কিন্তু তার পরেও অভিযুক্তরা গ্রেফতার না-হওয়ায় এবং পুলিশ ক্যাম্প চালু না-হওয়ায় সোমবার ফের অবরোধের পথেই গেলেন তাঁরা।
|
শিক্ষক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তৃতীয় পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর শহরের মোহনানন্দ বিদ্যামন্দিরে। উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সহ-সভাপতি অজিত হোড়, রাজ্য সহ-সম্পাদক আনন্দবরণ হান্ডা, জেলা সভাপতি রঞ্জিত বাঁকুড়া, সম্পাদক দীপঙ্কর মাইতি প্রমুখ। পাশ-ফেল প্রথা ও পরীক্ষা ব্যবস্থা বজায় রাখা, প্রাথমিক বিদ্যালয় ন্যূনতম এক জন শিক্ষাকর্মী নিয়োগ, শিক্ষক নিয়োগ ও বদলির ক্ষেত্রে স্বচ্ছতা রাখা-সহ বেশ কয়েক দফা দাবি উঠে আসে সম্মেলনে। এই সব দাবিতে আগামী দিনে আন্দোলন সংগঠিত করারও ডাক দেন সমিতির নেতৃত্ব।
|
কলেজে সেমিনার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতা কলেজে এক সর্বভারতীয় সেমিনারের আয়োজন করা হল সোমবার। আলোচনার বিষয় ছিল পলিমারের গুণাগুণ। পলিমারে যে সংযোজী বস্তু থাকে তা ক্ষতিকারক। কী ভাবে তা ক্ষতি করে, কী ভাবে ব্যবহার করা হলে তা ক্ষতি করবে না, এই বিষয়েই আলোচনা করেন পলিমার বিজ্ঞানী সুকুমার মাইতি, কলেজের রসায়ন বিভাগের প্রধান মহাদেব মাইতি। কলেজের অধ্যক্ষ রঞ্জিতকুমার চৌধুরী জানান, পলিমার সম্বন্ধে সচেতনতা জাগাতেই এই সেমিনারের আয়োজন।
|
শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা হল খড়্গপুরের মালঞ্চ এলাকার আদিপূজা ময়দানে। রবিবার ‘প্রত্যুষে’র উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় একশো শিশু যোগ দেয়। সফলদের পুরস্কৃত করা হয় সন্ধ্যায়। সংস্থার সম্পাদক মতিলাল দেবনাথ বলেন, “শিশুদের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ জাগিয়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।” এ দিকে, শনিবার সেরসা স্টেডিয়ামে শেষ হয়ে গেল খড়্গপুর পশ্চিম সার্কেলের প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা। দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৫৩টি প্রাথমিক স্কুলের প্রায় দেড় হাজার পড়ুয়া যোগ দেয়। এ দিনই পুরস্কার বিতরণ হয়। উপস্থিত ছিলেন রঞ্জিত পাত্র, গৌতম সামন্ত, ইতি বর্মন প্রমুখ।
|
সাহিত্যসভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুরের ডিভিসি-তে সাহিত্যসভা হল রবিবার। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের খড়্গপুর শাখা ও ডিভিসি তালবাগিচা উপশাখা আয়োজিত এই সভায় ৫০ জন কবি-সাহিত্যিক স্বরচিত গল্প-কবিতা-প্রবন্ধ পাঠ করেন। ছিলেন জলদবরণ দাস, শ্যামল পঞ্চাধ্যায়ী, দুর্গাচরণ ভট্টাচার্য, দোদুল চৌধুরী প্রমুখ।
|
স্বাধীনতা সংগ্রামী প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্বাধীনতা সংগ্রামী রঞ্জিতকুমার শিকদার প্রয়াত হলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৯ বছর। রবিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রঞ্জিতবাবুর আদি বাড়ি ছিল পূর্ববঙ্গের রঙপুরে। ছোট থেকেই স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন। জেলে থেকেই ম্যাট্রিকুলেশন ও আইএ পাশ করেছিলেন। পরে অবশ্য বিএসসি পাশও করেন। স্বাধীনতা সংগ্রামের জন্য সরকার তাঁকে তাম্রপত্রও দিয়েছিল। বেশ কিছুদিন ধরে রোগে ভুগছিলেন। প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। সোমবার মেদিনীপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় বলে ছোট ছেলে অঞ্জন শিকদার জানিয়েছেন।
|
পুলিশ কর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু হল রবিবার রাতে। মেদিনীপুর জেলা পুলিশ লাইনের ব্যারাকেই এই ঘটনা ঘটে। মৃতের নাম শিবরাম কোনার (৩০)। বর্ধমানের মঙ্গলকোটে বাড়ি। রাজ্য পুলিশের কম্যান্ডো বাহিনীতে ছিলেন তিনি। রবিবার রাতে নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করেন বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তি থেকে মানসিক অবসাদে ভুগে থাকতে পারেন ওই পুলিশকর্মী। তার থেকেই আত্মহনন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শেখ সফু (৪৫)। খড়্গপুর লোকাল থানা এলাকার পাঁচবেড়িয়াতে তাঁর বাড়ি। সোমবার বেনাপুরের কাছে মিলিটারি রোডে দাঁড়িয়েছিলেন তিনি। একটি মিনি ট্রাক ধাক্কা মারলে তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে। |
|