টুকরো খবর
বাজার ধরতে নবরূপে ন্যানো
পড়তি বাজারে ন্যানো-র চাহিদা বাড়াতে আগে এর আগে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল টাটা মোটরস। এ বার সার্বিক ভাবেই গাড়ি শিল্পে বৃদ্ধি তলানিতে। এই পরিস্থিতিতে আরও বৈশিষ্ট্য-সহ ন্যানো-কে নতুন ভাবে হাজির করছে দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থাটি। তবে দাম একই থাকছে। যখন ন্যানো-র বিক্রি কমছিল, ক্রেতাদের আগ্রহ বাড়াতে তখন চার বছর বা ৬০,০০০ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়্যার্যান্টির প্রকল্প এনেছিল টাটা মোটরস। এর পর ন্যানো-র বিক্রিও বাড়ে। মাঝে বিক্রি আবার কমলেও সংস্থার দাবি, সেপ্টেম্বর থেকে তা বাড়ছে। সোমবার সংস্থা জানিয়েছে, গাড়িটির ইঞ্জিন ৬২৪ সিসি থাকলেও তা আরও শক্তিশালী হচ্ছে। আগে লিটার প্রতি ২৩.৬ কিমি চললেও নতুন ন্যানো চলবে ২৫.৪ কিমি। সংস্থার দাবি, কার্বন নির্গমনের বিচারে নতুন গাড়িটি যেমন অন্যদের থেকে এগিয়ে, তেমনই বহিরঙ্গ এবং গাড়ির অন্দরসজ্জার দিক থেকেও নতুনত্ব থাকছে। সংস্থার এমডি পি এম তেলাং জানান, গাড়িটি আরও আকর্ষণীয় করতে ক্রেতাদের অনেকেই সংস্থাকে পরামর্শ দিয়েছিলেন। সে সব ভাবনারই বাস্তব রূপ দেওয়া হয়েছে নয়া ন্যানোতে। তাঁর দাবি, ক্রেতাদের ৯০ শতাংশই গাড়িটি নিয়ে সন্তুষ্ট। ভবিষ্যতেও ন্যানোতে আরও বৈশিষ্ট্য যোগ করা হবে।”

পক্ষিনিবাসে ঘুরলেন মন্ত্রী
পর্যটক টানতে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসের উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকার। সোমবার পক্ষীনিবাস পরিদর্শন করে এ কথা জানান, রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। বন্যপ্রাণ সপ্তাহ উপলক্ষে এ দিন মন্ত্রী পক্ষীনিবাস পরিদর্শনে যান। তাঁর সঙ্গে দুই দিনাজপুরের বিভাগীয় বনাধিকারিক অপূর্ব সেন-সহ দফতরের আধিকারিকেরা ছিলেন। বনমন্ত্রী বলেন, ‘‘পক্ষী নিবাসের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।” পরিযায়ী পাখিদের বিষয়ে খোঁজখবর নেন বনমন্ত্রী। বনাধিকারিকরা তাঁকে জানান, জুন-জুলাই মাস নাগাদ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে। জানুয়ারি নাগাদ পরিযায়ীরা চলে যায়। মন্ত্রী এ দিন ঘুরতে আসা পর্যটক যাতে পক্ষীনিবাস চত্বরে প্লাস্টিকের ক্যারিব্যাগ না ফেলেন সে ব্যাপারে সকলকে সচেতন করার নির্দেশ দেন।

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য
নির্মাণ শিল্পে প্রোমোটার ও কনট্রাক্টরদের কাছ থেকে বিশেষ সেস আদায়ের যে সিদ্ধান্ত সংসদে গৃহীত হয়েছিল, তা সোমবার বহাল রাখল সুপ্রিম কোর্ট। অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা তহবিল গড়ার জন্যই ওই সেস বসানোর কথা। তার বিরুদ্ধে প্রোমোটার ও কনট্রাক্টরদের আবেদন এ দিন খারিজ করে দেয় বিচারপতি ডি কে জৈন এবং বিচারপতি এ কে গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।

সেবি কর্তাকে সরানো নিয়ে আর্জি খারিজ
শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-র চেয়ারম্যান পদ থেকে ইউ কে সিংহকে সরানোর জন্য দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছে, এ নিয়ে সাংবিধানিক রীতি-নীতি লঙ্ঘন করা হয়েছে কি না, ওই মামলায় তা বলা হয়নি। শুধু ব্যক্তির বিরুদ্ধে আক্রমণ করেই আবেদনটি আনা হয় বলে তা গৃহীত হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.