ধৃত স্কুল পরিচালন কমিটির সম্পাদক |
স্কুলের নাম করে ব্যক্তিগত কাজে ইট কেনার অভিযোগে স্কুলের পরিচালন সমিতির সম্পাদককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বোলপুর থানার নুরপুর গ্রামের। শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামের বাসিন্দা তৃণমূল নেতা তথা স্থানীয় নুরপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের (এমএসকে) পরিচালন সমিতির সম্পাদক নিখিল বাছারকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই স্কুলের পরিচালন সমিতির সদস্য কালাচাঁদ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার, তাকে বোলপুর আদালতে তোলা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরপুর এমএসকে’র অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরির জন্য ১৩ লক্ষ ৮৬ হাজার টাকা বরাদ্দ করা হয়। সেই টাকা থেকে স্কুলের ঘর তৈরির কাজ চলছে। পরিচালন সমিতির সভাপতি সঞ্জীব দাসের অভিযোগ, “ঘর তৈরির জন্য ইটের আর প্রয়োজন নেই। তা সত্বেও পরিচালন কমিটির সম্পাদক নিখিলবাবু স্কুলের নাম করে ৩০০০ ইট ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন। সেই ইট তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। স্কুলের পড়ুয়াদের অভিভাবক ও পরিচালন কমিটির অন্য সদস্যেরা ঘটনাটি জানতে পারেন। তাঁদের কাছে জেনেই থানায় নিখিলবাবুর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।” থানায় গিয়ে নিখিলবাবুকে অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে চাননি। তিনি বলেন, “কিছু বলবো না।”
|
রামপুরহাট পুরসভা এলাকায় ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নতুন করে নবীকরণ করছে না পুরসভা। এই অভিযোগে আন্দোনের হুমকি দিল আইএনটিইউসি প্রভাবিত রামপুরহাট ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠন। পুরপ্রধান তৃণমূলের নির্মল বন্দ্যোপাধ্যায় বলেন, “লাইসেন্স নতুন করে নবীকরণ করা হবে না এটা কখনও বলা হয়নি। যেহেতু ফুটপাতে জবরদখলকারীদের সরানোর জন্য প্রশাসনিক স্তরে ভাবনা চিন্তা চলছে, সেই কারণে দেরি হচ্ছে।” |