|
|
|
|
’১৩ থেকেই বিজ্ঞানে নয়া পাঠ একাদশ আর দ্বাদশে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে এ রাজ্যে একাদশ-দ্বাদশে বিজ্ঞান শাখায় নতুন পাঠ্যক্রম চালু হচ্ছে ২০১৩ থেকে। ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ওই নতুন পাঠ্যক্রমের ভিত্তিতে।
পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক এবং প্রাণিবিদ্যায় দেশ জুড়ে অভিন্ন পাঠ্যক্রম চালু করার ব্যাপারে আলোচনা চলছে বেশ কয়েক বছর ধরে। উচ্চ মাধ্যমিকের পরে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পাঠ্যক্রমের প্রবেশিকা পরীক্ষায় যাতে একই ধরনের প্রশ্ন করা যায়, সে-কথা মাথায় রেখেই এই উদ্যোগ। মেডিক্যালে আগামী বছর থেকে দেশ জুড়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও অনেক রাজ্য এর বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্য ইংরেজির সঙ্গে সঙ্গে আঞ্চলিক ভাষাতেও ওই প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন করার দাবি জানিয়েছে।
বিভিন্ন রাজ্যের স্কুল বোর্ডগুলির সংগঠন ‘কবসে’র বৈঠকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞানে অভিন্ন পাঠ্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক এবং প্রাণিবিদ্যার পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে ইতিমধ্যে কবসে-র কাছে প্রস্তাবও দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের এক কর্তা শুক্রবার বলেন, “পদার্থবিদ্যা ও প্রাণিবিদ্যায় সংসদের প্রস্তাব মোটামুটি মেনে নেওয়া হয়েছে। তবে অঙ্ক ও রসায়নের পাঠ্যক্রম কিছুটা আলাদা। সরকারি অনুমোদনের জন্য এই পাঠ্যক্রমগুলি স্কুলশিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছিল।” স্কুলশিক্ষা দফতরের সচিব বিক্রম সেন এ দিন বলেন, “ওই পাঠ্যক্রমকে অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৩ থেকেই একাদশ-দ্বাদশে নতুন পাঠ্যক্রম চালু হয়ে যাবে।” |
|
|
|
|
|