নেতাজি-প্রশ্নে আইন অমান্য ফরওয়ার্ড ব্লকের |
লোকসভার সচিবালয়ের প্রকাশিত বই থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর তারিখ হিসাবে উল্লিখিত ১৮ অগস্ট, ১৯৪৫ প্রত্যাহার, বিচারপতি মনোজ কমিশনের রিপোর্ট গ্রহণ এবং সুভাষের জন্মদিন ২৩ জানুয়ারিকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষণা করার দাবিতে শুক্রবার দেশব্যাপী আইন অমান্য আন্দোলন করল ফরওয়ার্ড ব্লক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনা বাদে বাকি ১৪টি জেলায় ওই আইন অমান্য হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ফ ব আইন অমান্য করবে আগামী সোমবার। ওই পাঁচ জেলাতেও এ দিনই আইন অমান্য হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেট ম্যাচ থাকার কারণে ফ ব নেতৃত্ব কলকাতা-সহ পাঁচ জেলায় আইন অমান্য কর্মসূচি তিন দিন পিছিয়ে দেয়। যদিও ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেট ম্যাচ এ দিন পর্যন্ত না গড়িয়ে বৃহস্পতিবারেই শেষ হয়ে গিয়েছিল। হুগলিতে আইন অমান্য সোমবার হওয়ার কথা থাকলেও ওই জেলার আরামবাগে ফব কর্মীরা এ দিনই ওই কর্মসূচি পালন করেছেন।
|
রাষ্ট্রপতি রাজ্যে আসছেন ২৮শে |
রাষ্ট্রপতি প্রতিভা পাটিল আগামী ২৮ নভেম্বর দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন। ২৯ তারিখে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি শান্তিনিকেতন যাবেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি অপ্রকাশিত ছবির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। ২৯ তারিখেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মহাকরণে জানান, জেলা সফরের থাকার কারণে ২৯ তারিখের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না। তবে ২৮ তারিখে রাষ্ট্রপতির সম্মানে রাজ্যপালের ডাকা নৈশভোজে তিনি অবশ্যই থাকবেন। |