|
|
|
|
|
|
|
নানা রকম... |
|
মুক্তির খোঁজে... |
|
|
ছবি: কৌশিক সরকার |
|
‘বাল্মীকি প্রতিভা’ করে সাড়া ফেলেছেন রাজ্যের সংশোধানাগারের আবাসিকেরা। কারাজীবন থেকে মুক্তির খোঁজে তাঁদের এই যাত্রা নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় বড় পর্দায় তৈরি হচ্ছে ‘মুক্তধারা’। অভিনয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত আর নাইজেল। নাইজেল নিজেও এক জন প্রাক্তন কারাবাসী। অন্যান্য বেশ কিছু চরিত্রে আলিপুর ও প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রাক্তন আবাসিকেরা। ঋতুপর্ণার লেক গার্ডেন্সের বাড়িতে চলছে ছবির রিহার্সালের কাজ। সেই সঙ্গে তুমুল আড্ডাও।
|
|
ভাবনায় স্বাধীনতা |
শিখা বসু |
সম্প্রতি সুজাতাসদনে আবির্ভাব-এর অনুষ্ঠান শুরু হল অব্যয় চট্টোপাধ্যায়ের গান দিয়ে। এর পর গান ও আবৃত্তি শোনালেন শান্তিপ্রিয় সেনগুপ্ত, সুচিন সিংহ, মনোশ্রী লাহিড়ি, কুমকুম চট্টোপাধ্যায়, অঞ্জনা গুপ্ত, জয়তি নাগ, মালবিকা ভট্টাচার্য, প্রসূন গুহ, বাসবদত্তা মজুমদার, সুপ্রকাশ মুখোপাধ্যায় প্রমুখ শিল্পী। আবৃত্তিতে নজর কাড়লেন তাপস নাগ। মূল বিষয় ছিল স্বাধীনতা। যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। পরে গৌতম মিত্রের রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ হয়। |
|
|
জীবন মরণের... |
নিজস্ব প্রতিবেদন |
গান কবিতা ও আবৃত্তির অনুষ্ঠানের শুরুতেই স্তোত্র পাঠ করলেন আলো মুখোপাধ্যায়। মৌলালি যুব কেন্দ্রে। পরে শোনালেন দু’টি গান ‘ভরা থাক স্মৃতিসুধায়’ ও ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’। এ ছাড়াও শিল্পীরা ছিলেন রাজেশ্বর ভট্টাচার্য, জগন্নাথ বসু, উমা মুখোপাধ্যায়, অমিতেশ চন্দ প্রমুখ। শুরুতেই সংস্থার বক্তব্য পাঠ করেন শুভ্র মুখোপাধ্যায়। আয়োজক রাগরঙ্গম। |
|
|
|
|
|
|
|