|
|
|
|
শিল্প-জট কাটাতে টাস্ক ফোর্স তৈরি হলদিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হলদিয়া শিল্পাঞ্চলের উন্নয়ন এবং সমস্যা সমাধানের লক্ষ্যে ‘টাস্ক ফোর্স’ গঠন করল শিল্প দফতর। রাজ্যের শিল্প-বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার এ কথা জানিয়ে বলেন, “টাস্ক ফোর্স এক দিকে ওখানে শিল্পের উন্নয়নের বিষয়টি দেখভাল করবে। অন্য দিকে শিল্পকেন্দ্রিক যে কোনও জট ছাড়ানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেবে।”
এক সরকারি সূত্রের বক্তব্য, হলদিয়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা শিল্পাঞ্চলগুলি নানা সমস্যায় জর্জরিত। কোথাও ইউনিয়নের জোরে কারখানার উৎপাদন অচল করে দেওয়া হচ্ছে। কোথাও কারখানা-মালিকের একরোখা মনোভাবে শ্রমিকদের ভবিষ্যৎ বিপন্ন। অনেক শিল্পে শ্রমিকদের পাওনাগন্ডা নিয়েও মালিক ও ইউনিয়নের মধ্যে টানাপোড়েন রয়েছে। গত ক’বছর যাবত শিল্পকেন্দ্রিক বহুচর্চিত বিষয়গুলির সঙ্গে যুক্ত হয়েছে জমির সমস্যা। শিল্প দফতরের এক মুখপাত্র জানান, নতুন কারখানা হোক কিংবা সম্প্রসারণ প্রকল্প বাজারদরে জমি নিতে গেলেও স্থানীয় স্তরে নানা সঙ্কট তৈরি হচ্ছে। কোথাও আবার বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ‘আবদার-হুমকি’তে কারখানা চালানো কঠিন হয়ে যাচ্ছে বলেও অভিযোগ জমা পড়ছে শিল্প দফতরে। প্রশাসনিক জটিলতা তো আছেই। হলদিয়ায় শিল্প-প্রকল্প ঘিরে সৃষ্টি হওয়া এমন নানাবিধ জট ও জটিলতা কাটাতে নবগঠিত টাস্ক ফোর্স উদ্যোগী হবে। মুখপাত্রটি জানান, উত্তরবঙ্গ-হলদিয়ার মতো রাজ্যের যে সব জায়গায় উন্নয়ন পর্ষদ রয়েছে, তারা আগের মতোই পরিকাঠামো উন্নয়ন থেকে শিল্প নির্মাণের নানা বিষয় দেখভাল করবে। টাস্ক ফোর্সের মূল কাজ হবে দ্রুত শিল্পায়নের স্বার্থে জট ছাড়ানো।
তবে শুধু হলদিয়া নয়। শিল্পমন্ত্রী জানিয়েছেন, আসানসোল-দুর্গাপুর-ব্যারাকপুর-হুগলি বা উত্তরবঙ্গের যে সব এলাকায় ‘শিল্পাঞ্চল’ গড়ে উঠেছে, সর্বত্রই আলাদা আলাদা টাস্ক ফোর্স গড়া হবে। তাঁর কথায়, “টাস্ক ফোর্স বাইরে থেকে সরকারের সহযোগী হিসেবে কাজ করবে।” মাসে এক বার প্রতিটি টাস্ক ফোর্সের বৈঠক হবে বলেও জানান পার্থবাবু। হলদিয়া টাস্ক ফোর্সের চেয়ারম্যান হয়েছেন শিল্পমন্ত্রী নিজে। কমিটিতে রয়েছেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের এক উচ্চপদস্থ কর্তা, শিল্প দফতরের এক সচিব ও স্থানীয় বিধায়ক। ফোর্সের আরও দুই সদস্যকে শিল্পমন্ত্রী মনোনীত করবেন। |
|
|
|
|
|