মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ
ঝাড়গ্রামেও জয়ী টিএমসিপি
বার ঝাড়গ্রাম ব্লকের ‘মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজে’র ছাত্রসংসদের নিরঙ্কুশ ক্ষমতা দখল করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। ওই কলেজের ছাত্র সংসদের ২০টি আসনের মধ্যে ১২টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় টিএমসিপি। বৃহস্পতিবার বাকি ৮টি আসনে নির্বাচন হয়। ওই আসনগুলিতেও টিএমসিপি প্রার্থীরা জয়ী হয়েছেন। এসএফআই-সহ কয়েকটি ছাত্র সংগঠন পৃথক ভাবে প্রার্থী দিলেও শেষ মুহূর্তে তারা টিএমসিপি-র সন্ত্রাসের প্রতিবাদে নির্বাচন বয়কট করে। টিমসিপির জেলার চেয়ারম্যান রমাপ্রসাদ গিরির দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে জঙ্গলমহলে অশান্তি সৃষ্টিকারী-বিচ্ছিন্নতাবাদী শক্তিকে পরাস্ত করেছেন ছাত্রছাত্রীরা।”
জঙ্গলমহলের অশান্তির কারণে ২০০৮ সালের পর কলেজ গুলির ছাত্রসংসদের নির্বাচন করানো সম্ভব হয়নি। ১৯৯৭ সাল থেকে ২০০৮ পর্যন্ত মানিকপাড়া কলেজের ছাত্রসংসদ এসএফআইয়ের দখলে ছিল। দু’মাস আগে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কলেজে গোলমাল হয়। মনোনয়নপত্র দাখিলের দু’দিনের মধ্যেই তৃণমূলের লোকেরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করে এসএফআই। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এসএফআই। আদালত অবশ্য বিষয়টির নিষ্পত্তির দায়িত্ব দেয় কলেজ কর্তৃপক্ষকেই। এই সব ডামাডোলের মাঝে পড়ে নির্ধারিত দিনে অর্থাৎ গত ২৩ সেপ্টেম্বর মানিকপাড়া কলেজের ছাত্র সংসদের নির্বাচন হয়নি।
গত ২৩ সেপ্টেম্বর ঝাড়গ্রাম মহকুমার জামবনির সেবাভারতী কলেজ, বিনপুরের শিলদা চন্দ্রশেখর কলেজ ও গোপীবল্লভপুরের সুবর্ণরেখা কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়। ওই তিনটি কলেজেরই ছাত্রসংসদ দখল করে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) জোট। সেবাভারতী কলেজের ছাত্র সংসদের ২১টি আসনেই জয়ী হয় টিএমসিপি এবং ঝাড়খণ্ডি জোট। ২১টি আসনের ১৪টিতে এসএফআই প্রার্থী দিলেও একটিও তারা জিততে পারেনি। ৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় টিএমসিপি। দু’বছর আগে সেবাভারতী কলেজের ছাত্র সংসদের ক্ষমতায় ছিল এসএফআই। শিলদা চন্দ্রশেখর কলেজের ১৬টি আসনের ১৫টিতে টিএমসিপি এবং ১টিতে এসএফআই জয়ী হয়েছে। এর মধ্যে ৫টি আসনে টিএমসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। দু’বছর আগে এই কলেজের ছাত্রসংসদের ক্ষমতায় ছিল জেএসএফ (ঝাড়খণ্ড স্টুডেন্টস্ ফেডারেশন)। গোপীবল্লভপুরের সুবর্ণরেখা কলেজের ২০টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি জোট। ২০০৭ সাল পর্যন্ত এই কলেজের ছাত্রসংসদের ক্ষমতায় ছিল বাম বিরোধী ছাত্র ঐক্য। ওই বছরেই ছাত্র সংসদের নির্বাচনে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একতরফা ভাবে এসএফআইকে জেতানোর অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ছাত্র ঐক্য। নির্বাচনের ফলের উপর স্থগিতাদেশ জারি করে আদালত। পরে আদালত নতুন করে নির্বাচন করানোর অনুমোদন দেয়। কিন্তু অশান্ত পরিস্থিতির জন্য বিগত তিন বছর এই কলেজে ভোট করা যায়নি।
এ দিকে, ঝাড়গ্রাম মহকুমার কলেজ-নির্বাচন গুলিতে সক্রিয় ভাবে কাজ করতে দেখা যাচ্ছে তৃণমূল থেকে বহিষ্কৃত গৌরাঙ্গ প্রধানকে। বৃহস্পতিবার মানিকপাড়ায় জয়ের পর সেখানে গৌরাঙ্গবাবুর নেতৃত্বেই বিজয় মিছিল হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.