এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার হুগলির শিয়াখালা পঞ্চায়েতে স্মারকলিপি দিল অঞ্চল তৃণমূল। সভাও করা হয়। এ দিন দলের তরফে ১২ দফা দাবি-সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় পঞ্চায়েত প্রধান সুরজিৎ মালিকের হাতে। নলকূপ রক্ষণাবেক্ষণ, নতুন নলকূপ বসানোর দাবি জানান তাঁরা। তাঁদের অভিযোগ, বিপিএল তালিকার সুযোগ-সুবিধার ক্ষেত্রে স্বজনপোষণ করা হচ্ছে। সংশোধিত বিপিএল তালিকা প্রকাশের দাবি জানানো হয়। দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।
|
ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য |
সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিবস সম্পর্কে কেন্দ্রীয় সরকার প্রকাশিত পুস্তিকার বিরোধিতা করে ‘জেল ভরো’ আন্দোলনে সামিল হলেন আরামবাগ মহকুমার ফরওয়ার্ড ব্লকের কর্মী-সমর্থকেরা। শুক্রবার দুপুর ১টা নাগাদ নেতাজি স্কোয়ারে সমাবেশ করে ফরওয়ার্ড ব্লক। বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নরেন চট্টোপাধ্যায়, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক, দলের আরামবাগ জোনাল কমিটির সম্পাদক সামসের আলি খাঁ প্রমুখ। সমাবেশের পরে মিছিল করে তাঁরা মহকুমাশাসকের দফতর চত্বরে ‘আইন অমান্য’ করেন।
|
গত সোমবার শিশুদিবস উপলক্ষে হাওড়ার জগৎবল্লভপুরের কৃষ্ণনন্দপুর গ্রামে সাংস্কৃতিক সংস্থা জওহর শিশু ভবনের উদ্যোগে তাদের নিজস্ব হলে হয়ে গেল ‘ছোটদের আড্ডা’ নামে একটি অনুষ্ঠান। এলাকার বিভিন্ন স্কুলের ছোটরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। ছিল গল্প বলা প্রতিযোগিতা।
|
কারখানায় মিলল তিনটি বন্দুক, গ্রেফতার ২ |
বালির একটি কারখানার ভিতর থেকে শুক্রবার দুই সশস্ত্র যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম শেখ মনিরুল ও শেখ সিরাজ। তাদের বাড়ি কাটোয়ায়। উদ্ধার করা হয়েছে তিনটি বন্দুক এবং পাঁচ রাউন্ড গুলি। পুলিশি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই নানান দুষ্কর্মের অভিযোগে এদের খোঁজা হচ্ছিল। এ দিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বালি থানা এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা অভিযান চালান। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মনিরুল ও সিরাজ অন্য দুষ্কৃতীদের অস্ত্র সরবরাহ করত। |