আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার পথ মিলেছে এবং দ্রুতই সমস্যা মিটবে বলে দাবি করলেন কিংফিশার কর্তা বিজয় মাল্য।
একটি সাক্ষাৎকারে এ দিন মাল্য জানিয়েছেন, স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে ১৪টি ব্যাঙ্ক এবং এক ভারতীয় লগ্নিকারী কিংফিশারকে এক হাজার ৯০০ কোটি টাকা দেওয়ার ব্যাপারে কথা চালাচ্ছে। তবে এখনই ব্যাঙ্ক কিংবা লগ্নিকারীর নাম জানাতে চাননি মাল্য। ব্যাঙ্কগুলি সম্মিলিত ভাবে ৬০০ কোটি টাকা দেওয়ার কথা বিবেচনা করছে। বাকি ১ হাজার ২৮০ কোটি টাকা এক ভারতীয় লগ্নিকারী জোগান দেবেন বলে এক সংবাদপত্রে দাবি
করেছেন তিনি।
মাল্য নিজে নাম না নিলেও ভারতীয় ব্যাঙ্কগুলির মধ্যে এসবিআই, আইসিআইসিআই এবং ব্যাঙ্ক অফ বরোদা কিংফিশারকে বড় অঙ্কের টাকা দেবে বলে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে। ওই সব ব্যাঙ্কের কর্তারা কিন্তু এ ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি। কালই কেন্দ্রীয় বিমানমন্ত্রী ভায়লার রবি জানিয়ে দিয়েছিলেন, পরিচালনার ত্রুটিতেই কিংফিশার সঙ্কটে পড়েছে। তাই এর দায় সরকার নেবে না। কিংফিশারের শেয়ার দর আজ ১৮ শতাংশ কমে গিয়েছে। ২০০টিরও বেশি উড়ান বাতিল করেছে সংস্থা। একটি সংবাদপত্রে এমনও লেখা হয়েছে যে, গোটা দেশ জুড়েই কিছু অফিস বন্ধ করে দিতে চলেছে কিংফিশার। চাকরি খুঁজতে বলা হয়েছে বেশ কিছু কর্মীকে। সংস্থার এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, ওই খবর সত্যি নয়। অফিস বন্ধ করা কিংবা কর্মী ছাঁটাইয়ের পথে যাচ্ছে না কিংফিশার। |