কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবার জন্য ‘নর্থ-ইস্ট শাটল’ নামে সংস্থাটির সঙ্গে চুক্তি বাতিল করতে চেয়ে ১৫ দিনের নোটিস পাঠাল রাজ্যের পরিবহণ দফতর। শুক্রবার মহাকরণে এ কথা জানান পরিবহণ সচিব বি পি গোপালিকা। একই সঙ্গে তিনি বলেন, চুক্তি বাতিলের পরে ওই সংস্থাটি রাজ্য সরকারের ভর্তুকি আর পাবে না। তবে তারা চাইলে কলকাতা-কোচবিহার উড়ান চালিয়ে যেতে পারবে। সচিব জানান, ওই সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার সঙ্গে সঙ্গে নতুন সংস্থার খোঁজখবরও শুরু করে দিয়েছে সরকার। গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে কোচবিহার-কলকাতা উড়ান চালু হয়। তার পরে বড়জোর সাত-আট দিন উড়ান চলেছে। বিমানের বা পাইলটের অভাব কিংবা যাত্রীর অভাব, এই সব কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে উড়ান। শেষ উড়ানটি চলে গত ৩ অক্টোবর। তখন সংস্থাটি জানিয়েছিল, নভেম্বর থেকে তারা নিয়মিত উড়ান চালু করবে। কিন্তু সচিব এ দিন বলেন, “নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সংস্থাটি উড়ান চালু না-করায় সরকার তাদের নোটিস ধরাতে বাধ্য হয়েছে।” উড়ান শুরু করার সময় রাজ্য সরকারের সঙ্গে সংস্থাটির যে-চুক্তি হয়েছিল, সেই অনুযায়ী দু’পক্ষের কেউ এক জন ১৫ দিনের নোটিস দিয়ে চুক্তি বাতিল করতে পারে। সেই নিয়ম মেনেই সংস্থাটির সঙ্গে চুক্তি বাতিল করতে চেয়ে ১৫ দিনের নোটিস পাঠিয়েছে পরিবহণ দফতর। তবে উড়ান সংস্থার তরফে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।
|
শুক্রবার নিউটাউনে জমির আনুষ্ঠানিক ছাড়পত্র পেল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। এ বার তারা বিশেষ আর্থিক অঞ্চল (এস ই জেড)-এর সুবিধা পেতে কেন্দ্রের কাছে আবেদন করবে।
নিউটাউনে ইনফোসিসকে ৫০ একর জমি দিয়েছিল পূর্বতন বাম সরকার। সেখানে আলো-বিদ্যুৎ-রাস্তা-নিকাশির মতো পরিকাঠামো তৈরি করে দিয়েছে হিডকো। ২১ অক্টোবর পুরো দাম মিটিয়ে জমির অধিকার পায় সংস্থা। এ দিন তাদের হাতে জমির মানচিত্র-সহ ছাড়পত্র তুলে দিল হিডকো। সংস্থা সূত্রে খবর, মোট জমির ২৪ ডেসিবল এখনও হাতে আসেনি হিডকোর। সেই সামান্য জমি কিনে নেওয়া হবে। এ ছাড়া, কিছু জমিদাতা ক্ষতিপূরণের টাকা নেননি। তাঁদের সেই অর্থ দিতে শুনানির নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নোটিসও দেওয়া হয়েছে। জমি ঘিরে পাকা পাচিলের ব্যবস্থা করতেও হিডকোকে অনুরোধ করেছে সংস্থা। এক মুখপাত্র জানান, জমির ‘লিজ ডিড’ এখনও বাকি। এ ছাড়া এসইজেড-এর সায় পেলে নির্মাণের কাজে নামবে ইনফোসিস।
|
শরিকানা নিয়ে বিবাদ তীব্র আর তিক্ত হচ্ছে ফোক্সভাগেন ও সুজুকি মোটরের। চুক্তি খেলাপ করার অভিযোগ তুলে শুক্রবার ফোক্সভাগেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায় জাপানি গাড়ি বহুজাতিক সুজুকি। ঘোষণা করে গাঁটছড়া ভাঙার কথা। যার জন্য ওই জার্মান গাড়ি বহুজাতিকের হাতে থাকা নিজেদের ১৯.৮৯% শেয়ারও ফিরিয়ে নিতে চায় তারা। অবশ্য চুক্তি না-মানার অভিযোগ অস্বীকার করেছে ফোক্সভাগেন। জানিয়েছে হাতে থাকা সুজুকির শেয়ার ধরে রাখবে। তাদের দাবি, আইনত ওই শেয়ার বেচতেও তারা বাধ্য নয়। ২০০৯ সালে ২৫০ কোটি ডলারে সুজুকির ১৯.৮৯% মালিকানা কিনেছিল ফোক্সভাগেন। লক্ষ্য ছিল, সুজুকির হাত ধরে ভারত-সহ সারা দুনিয়ায় ছোট গাড়ির বাজারে দখল বাড়ানো। পরিবর্তে সুজুকিকে প্রতিশ্রুতি দিয়েছিল নিজেদের উন্নত প্রযুক্তি দেওয়ার। চুক্তিও হয় সেই মর্মে। কিন্তু এ দিন সুজুকির চেয়ারম্যান-সিইও ওসামু সুজুকির অভিযোগ, সেই প্রতিশ্রুতি রাখেনি ফোক্সভাগেন। ভেঙেছে চুক্তির শর্ত।
|
দেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও বিপণন করতে যৌথ উদ্যোগ গড়ার কথা জানাল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) এবং ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। ইন্ডিয়া গ্যাস সলিউশন্স নামের যৌথ উদ্যোগটিতে উভয় সংস্থারই সমান অংশীদারি থাকবে। দেশ জুড়ে গ্যাস সরবরাহ করতে প্রয়োজনীয় পরিকাঠামোও গড়বে নয়া সংস্থাটি। মোট ছয় সদস্যকে নিয়ে গঠিত পরিচালন পর্ষদে দুই সংস্থার সমান সদস্য থাকবেন। বিপি ইন্ডিয়ার সিএফও ক্রিস স্লিগার যৌথ উদ্যোগটির চেয়ারম্যান এবং আরআইএলের ভাইস প্রেসিডেন্ট বিভাস গঙ্গোপাধ্যায় ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
|
মোবাইল হ্যান্ডসেট নির্মাতা মোটোরোলা মোবিলিটির শেয়ারহোল্ডাররা গুগ্লের কাছে তাঁদের সংস্থা বিক্রিতে সায় দিল। অ্যান্ড্রয়েড প্রযুক্তির মোবাইল হ্যান্ডসেটের বাজার বাড়াতে অগস্টেই ওই সংস্থাকে ১,২৫০ কোটি ডলারে কেনার কথা ঘোষণা করেছিল গুগ্ল।
|
বাংলাদেশের বিভিন্ন শহরের সঙ্গে সরাসরি বাস যোগাযোগ চালুর ব্যপারে উদোগী হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শুক্রবার মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় উত্তরবঙ্গের বিভিন্ন রুটে ৬টি বাস পরিষেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ওই কথা ঘোষণা করেন নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “বাংলাদেশের ঢাকা, বগুড়া, রঙপুরের সঙ্গে কোচবিহার, শিলিগুড়ি ও কলকাতার সরাসরি বাস চালানোর প্রস্তুতি প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। রাজ্য ও কেন্দ্রের ছাড়পত্র পেলে তা চূড়ান্ত হবে।” |