টুকরো খবর
মুখ খুললেন রোবাকের সেই ফেসবুক ‘বন্ধু’
অবশেষে মুখ খুললেন প্রয়াত পিটার রোবাকের ফেসবুকের ‘বন্ধু’। যাঁর অভিযোগের ভিত্তিতেই বিখ্যাত ক্রিকেটলিখিয়েকে জেরা করতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার পুলিশ। এবং যার পরেই হোটেলের জানলা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন রোবাক। জিম্বাবোয়ের ২৬ বছর বয়সি যুবক, ইতাই গন্ডো তাঁর অভিযোগে বলেছেন, ফেসবুকে রোবাকের সঙ্গে তাঁর আলাপ। এর পরে তাঁর কলেজের টাকা দিয়ে দেবেন বলেও গন্ডোকে কথা দিয়েছিলেন রোবাক। কিন্তু কেপ টাউনের হোটেলে দেখা হওয়ার পর রোবাক তাঁর উপর যৌন অত্যাচার চালান। লন্ডনের একটি ট্যাবলয়েডকে গন্ডো জানিয়েছেন, হোটেলের ঘরে তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন রোবাক। শেষ পর্যন্ত তাঁর মোবাইলে একটা ফোন আসার সুযোগ নিয়ে পালিয়ে আসেন গন্ডো। এর পর রোবাক ফেসবুকে বার্তা পাঠান, “তোমার জন্য চিন্তা হচ্ছে। আশা করি ঠিক আছ।” যার জবাবে গন্ডো লিখেছিলেন, “শয়তানি কাজের জন্য এক দিন না এক দিন আইনের লম্বা হাত আপনাকে ঠিক ধরবেই।” ব্রিটিশ ট্যাবলয়েডটি আরও জানিয়েছে, পুরো ঘটনায় গন্ডো এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

বর্ষসেরা বুদ্ধ সার্কিট
ফর্মুলা ওয়ান প্রধান বার্নি একলেস্টোন থেকে শুরু করে প্রত্যেক চালক, ভারতীয় গ্রাঁ প্রি-র সময় বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটের প্রশংসা শোনা গিয়েছিল প্রত্যেকের মুখে। এ বার তারই আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল। জার্মানিতে আয়োজিত পেশাদার মোটর স্পোর্টসের ওয়ার্ল্ড অক্সো-তে বছরের সেরা সার্কিটের পুরস্কার জিতে নিল ভারতের বুদ্ধ সার্কিট। উচ্ছ্বসিত জে পি গোষ্ঠীর মনোজ গৌর বলেছেন, “আমাদের জন্য এটা বাড়তি গর্বের মুহূর্ত। আমাদের গোটা টিমের কঠিন পরিশ্রমের পুরস্কার এটা।” এই সম্মানের জন্য লড়াইয়ে ছিল বাল্টিমোর স্ট্রিট সার্কিট, মুগেলো সার্কিট এবং ফিনিক্সের ইন্টারন্যাশনাল রেসওয়ে। কিন্তু সার্কিটের নক্সার বৈচিত্র্যে বাকিদের অনেক পিছনে ফেলে দেয় বুদ্ধ সার্কিট। পুরস্কার কমিটির তরফে বলা হয়েছে, “আধুনিক সার্কিটগুলো সুযোগ-সুবিধার দিক থেকে উন্নত এবং আধুনিক। কিন্তু বুদ্ধ সার্কিটের গোটা নক্স, রাস্তার উচ্চতার হেরফের, আকর্ষণীয় মোড়, সব মিলিয়ে এর আবেদনটা অন্য রকম। আগামী দিনে এটা বিশ্বের অন্যতম সেরা সার্কিট হয়ে উঠবে বলেই মনে করছি।”

এক দিনের দলে নেই বিশু, ফিডেল
ভারতের বিরুদ্ধে পাঁচ দিনের এক দিনের ম্যাচের সিরিজে বর্তমান এ দেশে থাকা ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়লেন লেগস্পিনার দেবেন্দ্র বিশু। তাঁর বদলে দলে নতুন লেগস্পিনার নেওয়া হল সুনীল নারিন-কে। যিনি কয়েক মাস আগে ভারতের মাটিতে ত্রিনিদাদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলে গিয়েছেন। দলে নতুন মুখ ব্যাটসম্যান জেসন মহম্মদ। এ ছাড়া গত দু’বছর ওয়ান ডে ম্যাচ না খেলা পেসার ফিডেল এডওয়ার্ডস এই সিরিজেও দলে নেই। মুম্বই টেস্টের পর তিনি দেশে ফিরে যাবেন। এক দিনের সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন ডারেন স্যামি। যথারীতি বিবেচিত হয়নি ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে চুক্তিহীন দুই তারকা ক্রিকেটার ক্রিস গেইল ও ডোয়েন ব্র্যাভো। কটকে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ২৯ নভেম্বর।

পুরো দল: স্যামি (অধিনায়ক), বারাথ, ডারেন ব্র্যাভো, ডাঞ্জা হায়াত, অ্যান্টনি মার্টিন, জেসন মহম্মদ, সুনীল নারিন, কায়রন পোলার্ড, কায়রন পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটকিপার), রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মার্লন স্যামুয়েল, লেন্ডল সিমন্স।

দক্ষিণ আফ্রিকা ২৬৬
এক ২০ বছর বয়সি ফরাসি বংশোদ্ভূত অফস্পিনার নাথান লিয়ঁ (২-৫২) এবং অভিজ্ঞ পেসার পিটার সিডল (৩-৬৯) দক্ষিণ আফ্রিকা মিডলঅর্ডার ব্যাটিংকে ভাঙতেই গ্রেম স্মিথের দল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৬ রানের বেশি তুলতে পারল না। ডেভিলিয়ার্স (৬৪) ও অ্যাশওয়েল প্রিন্স (৫০) একটা সময় দলকে ২৪১-৪-এ পৌঁছে দেওয়ার পরে মাত্র ৪ রানে ৪ উইকেট হারায় প্রোটিয়ারা। শেষের দিকে অধিনায়ক মাইকেল ক্লার্কও (২-৬) বাঁ-হাতি স্পিনে সফল। হ্যামস্ট্রিং চোটে শেন ওয়াটসন মাত্র চার ওভার করে মাঠ ছেড়েছিলেন। অন্য পেসার রায়ান হ্যারিস কোমরের চোটে ম্যাচের আগে দেশে ফিরে যান।

হারের রেকর্ড স্পর্শ করলেন উডস
প্রেসিডেন্টস কাপে ম্যাচ প্লে-তে নিজের জীবনের সব থেকে বড় পরাজয়ের সম্মুখীন হলেন টাইগার উডস। শুধু তাই নয়, এই প্রতিযোগিতায় সব থেকে বেশি ব্যবধানে হারার রেকর্ডটাও স্পর্শ করলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর। এ দিন রয়্যাল মেলবোর্ন গল্ফ ক্লাবে উডস এবং স্টিভ স্ট্রাইকারের জুটি আন্তর্জাতিক টিমের অ্যাডাম স্কট-কে জে চোই জুটির কাছে হারল ৭ এবং ৬ ব্যবধানে। উডস-স্ট্রাইকার জুটি হারলেও যুক্তরাষ্ট্রের বাকি জুটিরা কেউ হারেনি। তিনটি ম্যাচে জয় এবং দু’টি ম্যাচে আধ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে স্কোর ৪-২।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.