টুকরো খবর
মোবাইল টাওয়ার বসানোয় রাশ
আপাতত সল্টলেকে নতুন মোবাইল টাওয়ার বসানোর অনুমতি দেবে না পুরসভা। বুধবার চেয়ারম্যান-পরিষদের বৈঠকের পরে এই ইঙ্গিত দিয়েছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান-পারিষদ দেবাশিস জানা। পুর-কর্তৃপক্ষ জানান, কোথায় কী ভাবে মোবাইল টাওয়ার আছে, আদালতের নির্দেশ মেনে আগে তা খতিয়ে দেখা হবে। সম্পত্তিকর আদায় স্থগিত থাকায় পরিষেবা বজায় রাখতে দ্রুত অন্য বকেয়া আদায়েরও সিদ্ধান্ত হয়েছে। সরকারি বাড়ি থেকে মোবাইল টাওয়ার সংস্থার বকেয়াও রয়েছে বলে জানান পুর-কর্তৃপক্ষ।

সুরেন্দ্রনাথে হাতাহাতি, আহত ৪
কলেজের পরিচয়পত্র বিলি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) দুই গোষ্ঠীর ছাত্রের হাতাহাতিতে সুরেন্দ্রনাথ কলেজে ৪ ছাত্র জখম হয়েছেন। বুধবার দুপুরে ওই ঘটনার পরে দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, টিএমসিপি-র এক গোষ্ঠীর ছাত্র সিদ্ধার্থ সেন এবং অন্য গোষ্ঠীর তিন ছাত্র সুমিত ঘোষ, রাতুল রায় ও পল্লব সাহা আহত। সিদ্ধার্থর বিরুদ্ধে পুলিশে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তিনি ও তাঁর দলের কিছু ছাত্র কলেজের নিরাপত্তা রক্ষীকে মারধর করেন। তবে টিএমসিপি-র রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডার দাবি, “অভিযোগ ভিত্তিহীন। এই অভিযোগ পেয়ে থাকলে পুলিশ সিদ্ধার্থকে গ্রেফতার করেনি কেন?” টিএমসিপি-র অন্য গোষ্ঠীর অভিযোগ, বহিরাগত কিছু লোক কলেজে ঢুকে ছাত্রদের উপর হামলা চালিয়েছে। পুলিশের দাবি, এ ঘটনায় বহিরাগত কেউ জড়িত নয়।

পার্কিং-ফি নিয়ে
যেখানে গাড়ি রাখা বেআইনি, এমন রাস্তায় পার্কিংয়ের জন্য ট্রাফিক পুলিশের একাংশ জোর করে টাকা আদায় করছে। বৃহস্পতিবার এই অভিযোগ করে পুরসভার পার্কিং দফতরের মেয়র পারিষদ রাজীব দেব জানান, পুর-অনুমোদিত ‘স্টিকার’ থাকলেও বহু ক্ষেত্রে নির্দিষ্ট জায়গাতেও গাড়ি রাখতে দেওয়া হচ্ছে না। এ দিন পুর-অধিবেশনে তৃণমূল কাউন্সিলর পারমিতা চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রাজীববাবু জানান, পুরসভার ‘ফ্রি পার্কিং পাস’ থাকলেও টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। মেয়র পারিষদ বলেন, “যে সব সমবায় সংস্থা পার্কিং ফি আদায়ের লাইসেন্স পেয়েছে, তাদের জামায় ‘লোগো’ লাগানোর পরিকল্পনা হচ্ছে।” পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ডিসি (ট্রাফিক) দিলীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনও এমন অভিযোগ পাইনি। নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তদন্ত হবে।” অন্য এক ট্রাফিক-কর্তার পাল্টা অভিযোগ, পুরসভা এমন সব রাস্তায় পার্কিংয়ের অনুমতি দিচ্ছে, যেখানে অ্যাম্বুল্যান্সও ঢুকতে পারছে না।

কর আদায়ের প্রস্তাব
পুর-লাইসেন্স ছাড়াই সংযোজিত এলাকা-সহ শহরে বহু অনুষ্ঠান-বাড়ি ব্যবসা করছে। পুরসভা তাদের পরিষেবাও দিচ্ছে। তা হলে তাদের থেকে পুরসভা কেন কর নেবে না? বৃহস্পতিবার পুর-অধিবেশনে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের এ প্রস্তাবে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ওই সব অনুষ্ঠান বাড়ির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশিকা আছে। অথচ বাড়িগুলির পুনর্গঠনের পরিস্থিতি নেই। তাই লাইসেন্স দেওয়া যাচ্ছে না। মেয়র আরও জানান, এর আগের তৃণমূল পরিচালিত পুরবোর্ডের সময় থেকেই সমস্যাটি আছে। বিগত বাম বোর্ডও সেই সমস্যা মেটাতে পারেনি। বর্তমানে এর সমাধানে ভাবনা-চিন্তা শুরু হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জখম আরও এক। বৃহস্পতিবার, পার্ক সার্কাস কানেক্টরে। মৃতের নাম রাজনাথ রজক (৪৫)। পুলিশ জানায়, পুরসভার ঠিকাকর্মী রাজনাথবাবু সাইকেলে বাইপাসের দিকে যাওয়ার সময়ে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সঙ্গে ছিলেন সহকর্মী মহম্মদ আসলাম। হাসপাতালে রাজনাথবাবুকে মৃত ঘোষণা করা হয়। অন্য দিকে, বুধবার বারুইপুর থানার বিশালাক্ষীতলায় মেলায় নাগরদোলা সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শম্ভু সিংহ (২৫) নামে এক ব্যক্তি। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

তিন ‘প্রতারক’ ধৃত
প্রতারণার অভিযোগে ধরা পড়ল তিন ব্যক্তি। বুধবার, লিন্ডসে স্ট্রিটের এক হোটেল থেকে। ধৃতদের নাম কুমার রানা, ফেকু শাহ ও সমরজিৎ কুমার। পুলিশ জানায়, শশীকান্ত সাহানি নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন, রেলের ভিজিল্যান্স দফতরের অফিসার পরিচয়ে রেলে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কুমার রানারা তাঁর পরিচিত ৯ জনের থেকে মোট ৬ লক্ষ ৮০ হাজার টাকা নেয়। এর ভিত্তিতে অভিযুক্তদের ধরা হয়। মেলে ১ লক্ষ ৬০ হাজার টাকা।

যুবকের দেহ গঙ্গায়, পড়শির বাড়ি ভাঙচুর
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর এক প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করল উত্তেজিত জনতা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নিমতা থানার রবীন্দ্রনগরে। পুলিশ জানায়, শুভাশিস চক্রবর্তী (২৮) নামে ওই এলাকার এক যুবক সোমবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর চায়ের দোকান রয়েছে বেলঘরিয়ায়। বুধবার বিকেলে দক্ষিণেশ্বরের কাছে গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযোগে বলা হয়, সম্প্রতি সুভাষ সরকার নামে এক পড়শির সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল শুভাশিসের। তার জেরেই এই খুন। এই অভিযোগেই সুভাষের বাড়ি ভাঙচুর করে জনতা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

দেহ উদ্ধার
সদর স্ট্রিটের একটি হোটেলে বৃহস্পতিবার এক মার্কিন নাগরিকের দেহ মিলল। মৃতের নাম মিশেল স্যামুয়েল চিল্স (৫৬)। পুলিশের অনুমান, হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, হোটেলে তাঁর খাটের পাশে নিষিদ্ধ মাদক, মদের বোতল, ইঞ্জেকশনের সিরিঞ্জ-সহ নেশার বিভিন্ন সরঞ্জাম মিলেছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.