কলকাতা ও তার সংলগ্ন এলাকার রান্নাঘরে পাইপলাইন মারফত গ্যাস পৌঁছে দেওয়ার পরিকল্পনায় সরকারি সিলমোহর পড়ল। এর জন্য নতুন সংস্থা গড়তে বৃহস্পতিবার চুক্তি হল গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কপোর্রেশন (জিসিজিএসসি), গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া (গেইল) এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন-এর মধ্যে। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের কাছে এ বার লাইসেন্সের আর্জি জানানো হয়েছে। রাজ্যের শিল্পসচিব দীপঙ্কর মুখোপাধ্যায় জানান, আপাতত রানিগঞ্জ-আসানসোল থেকে কোল বেড মিথেন গ্যাস সরবরাহের বিষয়টি চূড়ান্ত হয়েছে। পরে গেইল অন্য ভাবে প্রাকৃতিক গ্যাস আনলে তা-ও এই পাইপলাইন দিয়ে যাবে। রানিগঞ্জ-আসানসোল থেকে গ্যাস সরবরাহের জন্য দরপত্র চেয়েছিল বোর্ড। কিন্তু তার বদলে যৌথ সংস্থাকেই ওই দায়িত্ব দিতে আর্জি জানিয়েছে রাজ্য। দীপঙ্করবাবুর দাবি, জিসিজিএসসি আগে থেকেই বৃহত্তর কলকাতায় গ্যাস দিচ্ছে। তাই লাইসেন্স পাওয়ার অধিকার আছে তাদের। অন্য দিকে, ডানকুনি কোল কমপ্লেক্স আধুনিকীকরণেও গেইল সহায়তা করবে বলে জানান দীপঙ্করবাবু।
|
এ বার একাধিক সংস্থার মিউচুয়াল ফান্ডে লগ্নি ছড়িয়ে থাকলেও প্রতি মাসে সব লেনদেনের হিসাব একত্রে পাবেন বিনিয়োগকারীরা। এত দিন কোনও মিউচুয়াল ফান্ড সংস্থা শুধু তাদের নিজস্ব লগ্নিকারীদেরই ওই হিসাব দিত। এ বার তা পাওয়া যাবে একত্রে। যাদের উদ্যোগে এই পরিষেবা চালু হচ্ছে, সেই অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (অ্যামফি)-র ডেপুটি-সিইও ভি রমেশ জানান, “এ জন্য নিযুক্ত দু’টি সংস্থা প্যান কার্ডের সূত্র ধরে সংশ্লিষ্ট সংস্থাগুলির থেকে লগ্নিকারীদের লেনদেনের হিসাব সংগ্রহ করবে। যা মাসের শেষে পাঠানো হবে তাঁদের।” রমেশের দাবি, এই পরিষেবা পাওয়ার জন্য লগ্নিকারীদের কোনও বাড়তি খরচ বহন করতে হবে না। তা যৌথ ভাবে বহন করবে সবক’টি মিউচুয়াল ফান্ড সংস্থাই।
|
আর্থিক সঙ্কটে জেরবার কিংফিশারকে কোনও রকম সাহায্য দেবে না সরকার। কেন্দ্রীয় বিমানমন্ত্রী ভায়লার রবি আজ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, সঙ্কট কাটিয়ে ওঠার পথ ওই বিমান সংস্থাকেই খুঁজে বার করতে হবে। এর পাশাপাশি কিংফিশারের উড়ান বাতিলের সুযোগ নিয়ে বাড়তি ভাড়া নেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না বলে আজই অন্য বিমান সংস্থাগুলিকে সতর্ক করে দিয়েছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আর্থিক সঙ্কটের মুখে গত দু’সপ্তাহ ধরে একের পর এক উড়ান বাতিল করেছে কিংফিশার। তখনই জল্পনা শুরু হয়েছিল যে কেন্দ্র এই সংস্থাকে আর্থিক সাহায্য দিতে পারে। এর প্রতিবাদে মুখর হয় বিরোধী দলগুলি। শনিবার সংস্থার কর্ণধার বিজয় মাল্য সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, তাঁরা সরকারি সাহায্য চাইছেন না। তবে কম সুদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছ থেকে ঋণ চান। আজ রবি আর্থিক সাহায্য না দেওয়ার কথা বললেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি কিংফিশারকে বিমুখ করবে কী না, সেটা স্পষ্ট নয়।
|
জয়েন্ট অ্যাকাউন্টে মেয়াদি আমানতের টাকা তোলা নিয়ে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির জন্য নির্দেশ জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। অ্যাকাউন্ট খোলার আবেদনপত্রে ‘আইদার অর সার্ভাইভার’ লেখা থাকলে মেয়াদ পূর্ণ হওয়ার পর এখন থেকে টাকা তুলতে যে কোনও এক জনের সই থাকলেই চলবে। এত দিন অনেক ক্ষেত্রেই ‘আইদার অর সার্ভাইভার’ অ্যাকাউন্টে মেয়াদ শেষের পর টাকা দিতে দু’জন গ্রাহকেরই সই চাইত ব্যাঙ্ক। ফলে অযথা হয়রানি হত গ্রাহকদের। তা থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ বলে দাবি শীর্ষ ব্যাঙ্কের। এর আগে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। অন্য দিকে, ‘ফর্মার অর সার্ভাইভার’ লেখা আবেদনপত্রের ক্ষেত্রে দু’জন গ্রাহক জীবিত থাকলে শুধুমাত্র প্রথম জন টাকা তুলতে পারবেন বলেও নির্দেশ দিয়েছে তারা। তবে, মেয়াদ পূরণের আগে টাকা তুলে নিতে চাইলে দু’জনেরই সই জমা দিতে হবে।
|
বিশ্ব জুড়ে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ২০১০-এর একই সময়ের তুলনায় সোনার চাহিদা বাড়ল ৬%। পৌঁছল ১,০৫৩.৯ টনে। যার আর্থিক মূল্য ৫,৭৭০ কোটি ডলার। লগ্নির মাধ্যম হিসাবে সোনার জনপ্রিয়তা বৃদ্ধিই এর অন্যতম কারণ। কিন্ত একই সময়ে লক্ষ্যণীয় ভাবে কমেছে সোনার গয়নার চাহিদা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। অন্য দিকে, আলোচ্য সময়ে সোনার গয়নার চাহিদায় এক নম্বরে থাকা ভারতকে ছাপিয়ে গেল চিন।
|
সম্প্রতি কলকাতায় প্রয়াত হলেন করম চাঁদ থাপর গোষ্ঠী (কোল সেল্স)-র কর্ণধার ইন্দ্র মোহন থাপর। যিনি পরিচিত ছিলেন ‘লালাজি’ নামে। বয়স হয়েছিল ৯৩। তিনি দীর্ঘকাল ইন্ডিয়ান মাইনিং ফেডারেশনের চেয়ারম্যান ছিলেন।
|
মণীশ গোয়েন্কা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হয়েছেন। |