টুকরো খবর
৪ ঘণ্টা অবরোধ
রাস মেলায় জুয়ার আসর বন্ধ করার দাবিতে থানায় স্মারকলিপি দিয়েও কোনও ফল না মেলায় টানা ৪ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। বুধবার সকাল ১০ টা থেকে ফালাকাটার সাতপুকুরিয়া গ্রামের পাশে ফালাকাটা-মাদারিহাট সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বাইসন ক্লাবের সদস্যরা। তাঁদের অভিযোগ, রাস উপলক্ষে ৯ মাইল গ্রামের মেলায় ১২-১৪টি জুয়ার আসর রমরমিয়ে চলছে। বাসিন্দারা থানায় ফোন করে অভিযোগ জানালেও পুলিশ মাথা ঘামাচ্ছে না। মঙ্গলবার ওই ক্লাবের পক্ষে জুয়ার আসর বন্ধ করার দাবিতে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার পরেও ওই দিন রাতে জুয়ার আসর চলে বলে অভিযোগ তুলে অবরোধে নামেন তাঁরা। ওই ক্লাবের কর্তা সঞ্জয় দাস বলেন, “রাতে জুয়ার আসর বসে বলে বার বার অভিযোগ জানালে পুলিশ লোক দেখাতে সন্ধ্যায় কিছুক্ষণ মেলায় ঘুরে যায়। তাই রাস্তা অবরোধ।”

চুরি, পথ অবরোধ
সোনার দোকানে চুরির ঘটনায় রাস্তায় বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। মঙ্গলবার রাতে বালুরঘাট শহরের নিউ মার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে। দোকানের ছাদের টিন কেটে ঢুকে দুষ্কৃতীরা প্রায় ৪০ গ্রাম সোনা ও নগদ টাকা চুরি করে পালায়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রতিবাদে বুধবার দুপুরে ব্যবসায়ীরা শহরের নিউ মাকের্ট এলাকার ডানলপ মোড়ে পথ অবরোধে নেমে তুমুল বিক্ষোভ দেখান। বেলা সাড়ে ১১ টা নাগাদ শহরের ওই চার রাস্তার মোড়ে পথ অবরোধের জেরে ব্যাপক যানজট হয়।

বিপাকে বাসিন্দারা
বাইক ও যন্ত্রচালিত ভ্যানের দাপট। যেমন খুশি গাড়ি পার্কিং। এ দুইয়ের জাঁতাকলে বিপাকে ইসলামপুর শহরের বাসিন্দারা। পার্কিং এবং যন্ত্র চালিত ভ্যানের দৌরাত্ম্যে বাড়ছে দূষণের সমস্যা। উদাসীনতার ওই অভিযোগ অস্বীকার করে মহকুমা পুলিশ আধিকারিক ইন্দ্র চক্রবর্তী। তিনি বলেন, “সমস্যা সমাধানের জন্য মহকুমা প্রশাসন-পুরকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা হবে।”

বিডিওকে বিক্ষোভ
রেশন কার্ড ও বার্ধক্য ভাতার দাবিকে বুধবার গোয়ালপোখরের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সংগ্রামী গণমঞ্চের সদস্যরা। অভিযোগ, ভাতা প্রাপকরা দেড় বছর ধরে বাধর্ক্য পাচ্ছেন না। রেশন কার্ডও দেওয়া বন্ধ রয়েছে। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি দুলাল রাজবংশী বলেন, “দ্রুত বার্ধক্য ভাতা ও রেশন কার্ড দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”

বন্দিমুক্তির দাবি
বংশীবদন বর্মন সহ ৪৫ জন কর্মী-সমর্থকের মুক্তি নিয়ে গড়িমসির অভিযোগ তুলে কোচবিহার অচল করে লাগাতার আন্দোলনের হুমকি দিল গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পাটি (জিসিডিপি)। জিসিডিপি নেতৃত্ব বুধবার মাথাভাঙায় বৈঠক করে ওই ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। সংগঠনের তরফে ২৮ নভেম্বর কোচবিহার জেলাশাসকের দফতর ঘেরাও ছাড়াও ১২ ডিসেম্বর জেলা বন্ধ ডাকার সিদ্ধান্ত হয়েছে। তার পরেও বংশীবদন সহ ৪৫ জনের মুক্তির ব্যবস্থা না হলে ১৩ ডিসেম্বর থেকে কোচবিহার জুড়ে অনির্দিষ্টকালের জন্য সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তারা। জিসিডিপির সভাপতি আশুতোষ বর্মা বলেন, “মুখ্যমন্ত্রী বংশীবদন সহ ৪৩ জন বন্দির মুক্তির সুপারিশের কথা ঘোষণা করেছেন। তার পরেও ওই ঘোষণা বাস্তবায়নে রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগ নেই। আমরা অবশ্য ওই ৪৩ জন তো বটেই জ্যোতিষ সরকার ও পূর্ণেন্দু রায়েরও মুক্তি চেয়েছি। ১২ ডিসেম্বর বন্ধের পরেও সরকারের টনক না নড়লে জেলা জুড়ে যানবাহন চলালচল বন্ধ করে লাগাতার আন্দোলন হবে।”

দফতরে তালা
আন্দোলনে নেমে দফতরের ভিতরে কর্মীদের আটকে রেখে তালা ঝুলিয়ে রাখল এবিটিএ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে জেলা প্রাথমিক বিদ্যালয়ের রায়গঞ্জ সদর সার্কেলে। এবিটিএর রায়গঞ্জ সদর সার্কেলের সদস্যদের ওই আন্দোলনের জেরে জেলা প্রাথমিক বিদ্যালয়ের রায়গঞ্জ সদর সার্কেলের কর্মীদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবিটিএ নেতা শান্তনু অধিকারীর অভিযোগ, ২১ নভেম্বর তাঁরা স্মারকলিপি দেবেন বলে দফতরের আধিকারিকের কাছে ১৪ নভেম্বর আগাম সময় চেয়ে নেন। এখন বার্ষিক স্কুল ক্রীড়ার যুক্তি দেখিয়ে স্মারকলিপি বানচাল করার চেষ্টা হচ্ছে। সেই সময়ে বলা হয়েছিল ২২ নভেম্বর বার্ষিক ক্রীড়া হবে।”

দুষ্কৃতী ধৃত
১৩টি ৫০০ টাকার জাল নোট সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে মালদহের চাঁচল বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দুষ্কৃতীকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম মনজুর আলম। তার বাড়ি চাঁচলেই। রাতে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করার সময় পুলিশ তাকে ধরে।

বিষক্রিয়ায় মৃত্যু
বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ইসলামপুর থানার মিলনপল্লি এলাকার বাসিন্দা বিশ্বনাথ বাস্কে (৪২) বাড়িতে বিষ খান। ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার রাতে মারা যান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.