ডাক্তারদের বিবাদ, বিঘ্ন পরিষেবায় |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ডিউটির ভাগাভাগি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং এক চিকিৎসকের গোলমালের জেরে আলিপুরদুয়ার-২ ব্লকের যশোডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা শিকেয় উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে গত শনিবার ‘আউটডোর’ চলাকালীন স্বাস্থ্য আধিকারিক চিকিৎসকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। বন্ধ হয়ে যায় চিকিৎসার কাজ। ওই দুই চিকিৎসকের গোলমালে শুধু স্বাস্থ্য পরিষেবাই ব্যাহত হচ্ছে না। পরিবেশও বিষিয়ে উঠেছে। স্বাস্থ্য কেন্দ্রের পূঁতিগন্ধময় পরিবেশ দেখে সম্প্রতি জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “যশোডাঙা স্বাস্থ্য কেন্দ্রের বেহাল পরিষেবার বিষয়ে কিছু অভিযোগ পেয়েছি। দুই চিকিৎসকের মধ্যে গোলমালের অভিযোগও রয়েছে। দ্রুত বিবাদ মিটিয়ে কাজে মন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” শুধুমাত্র জেলা স্বাস্থ্য কর্তা নয়। স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে আলিপুরদুয়ার-২ ব্লকের বিভিন্ন মহলে। আন্দোলনের হুমকি দিয়েছে গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং কংগ্রেস। যুব ফেডারেশনের জোনাল সম্পাদক খোকন দেবনাথ বলেন, “পরিষেবার কাজ ছেড়ে চিকিৎসকরা বিবাদে জড়িয়ে থাকবেন এটা মেনে নেওয়া যায় না। নোংরা আবর্জনায় স্বাস্থ্য কেন্দ্র চত্বর ভরে গিয়েছে। দীর্ঘদিন থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ। ডেন্টাল ক্লিনিক সময় মতো খুলছে না। স্বাস্থ্য কেন্দ্রের এমন দশার প্রতিবাদে আমরা আন্দোলনে নামছি।” স্থানীয় মানুষের অভিযোগ, চিকিৎসকদের মধ্যে বিবাদের ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিন এটা ঘটে চলেছে। কিন্তু স্বাস্থ্য কর্তারা কোনও ব্যবস্থা নিচ্ছেন না। ব্লক স্বাস্থ্য আধিকারিক সতীনাথ ঘোষ গোলমালের অভিযোগ এড়িয়ে বলেন, “প্রশাসনিক কাজে বেশি ব্যস্ত থাকায় আমার পক্ষে চিকিৎসার কাজে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পরিষেবা উন্নত করার চেষ্টা চলছে।” যদিও ব্লক স্বাস্থ্য কর্তার ওই সাফাই সহকর্মী চিকিৎসক চেতন রায় মেনে নেননি। তিনি বলেন, “জেলার প্রতিটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা প্রশাসনিক কাজ সামলে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ করেন। কিন্তু আমাদের বিএমওএইচ হাসপাতালে চিকিৎসার কাজ করেন না। একজন চিকিৎসক ২৫ দিন ছুটিতে আছেন। অতিরিক্ত চিকিৎসক দিয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবার কাজ সামাল দিতে হচ্ছে।” ওই চিকিৎসকের অভিযোগ, সমস্যার কথা বলতে গেলে ব্লক স্বাস্থ্য আধিকারিক গোলমালের সৃষ্টি করছেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং এক চিকিৎসকের বিবাদের ঘটনায় বিরক্ত কংগ্রেস। আলিপুরদুয়ার -২ ব্লক সম্পাদক রতন শর্মা বলেন, “উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চিকিৎসা পরিষেবা ছাড়া আমরা অন্য কোনও কথা শুনতে চাই না। দ্রুত সমস্যা না মিটলে ব্লক জুড়ে আন্দোলন শুরু হবে।”
দুষ্কৃতী ধৃত। ১৩টি ৫০০ টাকার জাল নোট সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে মালদহের চাঁচল বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দুষ্কৃতীকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম মনজুর আলম। তার বাড়ি চাঁচলেই। রাতে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করার সময় পুলিশ তাকে ধরে। |