টুকরো খবর |
এলাকার ‘দখল’ নিয়ে তাণ্ডব দাসপুরে, জখম ৩৫
নিজস্ব সংবাদদাতা • দাসপুর |
‘সিপিএম প্রভাবিত’ গ্রামের ‘নিয়ন্ত্রণ’ পেতে তৃণমূলের লোকজন তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ি ভাঙচুর, মারধর, লুঠপাট-বোমাবাজির জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাছরাকুণ্ডু গ্রাম। মারধরে জখম ১০ মহিলা-সহ ৩৫ জন। তাঁদের মধ্যে রয়েছেন সিপিএমের লোকাল কমিটির সদস্য তথা স্থানীয় নাড়াজোল পঞ্চায়েতের উপ-প্রধান ধীরেন পাত্র। সিপিএমের দাসপুর জোনাল কমিটির সম্পাদক সুনীল অধিকারীর অভিযোগ, “তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে ঢুকে আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর করেছে। তৃণমূলের দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়ের বক্তব্য, “আমাদের ৫ কর্মী জখম হয়েছেন। কয়েক জন সমর্থকের বাড়িতে ভাঙচুরও চালিয়েছে সিপিএমের লোকজন।” |
শ্রমিক মারধরে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহর হলদিয়ায় এক কারখানার সামনে অবস্থান-বিক্ষোভরত শ্রমিকদের মারধর করে হটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সিটিসেন্টার এলাকায় একটি ভোজ্যতেলের কারখানার সামনে উত্তেজনার সৃষ্টি হয়। গত ১০ অগস্ট ওই কারখানার ৫৮ জন ঠিকা-শ্রমিককে ছাঁটাই করা হয়। আবেদন-নিবেদনে কাজ না-হওয়ায় ২৯ অক্টোবর থেকে কারখানার গেটের সামনে কন্ট্রাক্টর লেবার ইউনিয়ন অবস্থান-বিক্ষোভ শুরু করে। সঙ্গী হয় গণজাগরণ মঞ্চ নামে একটি সংগঠন। মঙ্গলবার একদল তৃণমূল সমর্থক অবস্থানকারীদের আন্দোলন বন্ধের হুমকি দেয় বলে অভিযোগ। বুধবার সকালে কর্মচ্যুত ঠিকা-শ্রমিকরা ফের অবস্থানে বসতে গেলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। গণজাগরণ মঞ্চের স্থানীয় নেতা দুলাল ভৌমিকের অভিযোগ, “আমরা সাধারণ মানুষের স্বার্থে লড়াই করি। আমাদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। তৃণমূলের অত্যাচারের বিষয়টি থানায় জানিয়েছি।” |
দু’দিনের ফুটবল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ক্ষীরোদা ও শশাঙ্কশেখর স্মৃতি ফুটবল শুরু হয়েছে বুধবার। এগরার কৌড়দা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় ভগবতী প্রাথমিক বিদ্যালয় ময়দানে দু’দিনের এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে ৮টি দল। উদ্বোধন করেন এগরার প্রাক্তন ফুটবলার রতনলাল দাস। এ দিনের প্রথম খেলায় টিকরাপাড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ৩-০ গোলে ষড়রং ভ্যালোরিয়ন ক্লাবকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় দাউদপুর উর্ধ্বপুর তরুণ সংঘকে ২-১ গোলে হারিয়ে দেয় এগরা নবরূপ ক্লাব। তৃতীয় খেলায় সাউরি ভ্রাতৃ সংঘকে ১-০ গোলে হারিয়ে দেয় পুরুন্দা তরুণ সংঘ। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কারখানা থেকে মোটরবাইকে বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার হলদিয়া শিল্পতালুকের রামনগর কলোনির কাছে এই দুর্ঘটনায় প্রথমে জখম আশেখ খানকে (২৫) হলদিয়া মহকুমা হাসপাতালে আনা হয় অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। পথেই মৃত্যু হয় তাঁর। গ্রেফতার হয়েছেন ট্রাকচালক। |
স্মারকলিপি |
বারো দফা দাবিতে মঙ্গলবার ভগবানপুর ১-এর বিডিও-র কাছে স্মারকলিপি দিল বামপন্থী কৃষক সংগঠনগুলি। কৃষিক্ষেত্রে ভর্তুকি প্রত্যাহার না করা, কেলেঘাই সংস্কার প্রকল্প অবিলম্বে শুরু করা-সহ বেশ কিছু দাবি জানান তাঁরা। |
|