আন্তর্জাতিক ফুটবলে মঙ্গলবারের রাত নাটকে ভরপুর! লিও মেসি ও আগেরোর গোলে কলম্বিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও আর্জেন্তিনা জিতল প্রাক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে। আগের দু’টো ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়া আর্জেন্তিনা এই জয়ের ফলে আবার বিশ্বকাপের মূলপর্বে ওঠার দৌড়ে ফিরে এল।
বার্সেলোনার মহাতারকার ২০১৪ বিশ্বকাপ কোয়ালিফায়ারে নিজের দেশকে টেনে তোলার মতোই রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর দেশকে ২০১২ ইউরো কাপের মূলপর্বে তুলেছেন। রোনাল্ডোর জোড়া গোলের সুবাদে প্লে-অফের ফিরতি লড়াইয়ে পর্তুগাল ঘরের মাঠে ৬-২ গোলে বসনিয়াকে চুরমার করে ইউরোর টিকিট পেয়ে গেল। প্রথম পর্বে গত সাত ম্যাচে অপরাজিত বসনিয়ার সঙ্গে তাদের দেশে গিয়ে ম্যাচ ড্র রেখে এমনিতেই খানিকটা সুবিধায় ছিলেন রোনাল্ডোরা। |
পর্তুগালের মতোই প্লে-অফের দু’পর্ব মিলিয়ে জিতে ইউরোর মূলপর্বে উঠেছে ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ও আয়ার্ল্যান্ড। গতকাল ক্রোয়েশিয়ার কাছে ০-১ গোলে হারার পরেই তুরস্কের বিখ্যাত কোচ খুস হিডিঙ্ক পদত্যাগ করেন। চেকরা ১-০ হারায় মন্টেনেগ্রোকে। আয়ার্ল্যান্ড-এস্তোনিয়া ফিরতি ম্যাচ ১-১ ড্র হয়েছে। ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচগুলোর মধ্যে হাইভোল্টেজ জার্মানি-নেদারল্যান্ডস লড়াইয়ে বিশ্বকাপ রানার্সরা ০-৩ হেরেছে। জার্মানির হয়ে প্রথম এক ঘণ্টার মধ্যে তিনটি গোল করেন টমাস মুলার, মিরোস্লাভ ক্লোজে ও মেসুট ওজিল। |
আর বিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে ইংল্যান্ড ৪৩ বছর পরে সুইডেনকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস রচনা করল। ২০১১-এ অপরাজিত ফাবিও কাপেলোর ইংল্যান্ড ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধে অপ্রত্যাশিত গোল পেয়ে যায়। গ্যারেথের গোলমুখী হেড ক্লিয়ার করতে গিয়ে সুইডেনের মাস্টোরোভিচ নিজের গোলে বল পাঠিয়ে বসেন। আর স্পেন আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পরে কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের শেষ সাত মিনিটে দু’গোল শোধ করে কোনওক্রমে ২-২ ড্র করেছে। বিশ্বচ্যাম্পিয়নরা হাফটাইমে ০-২ পিছিয়ে ছিল। দুই পরিবর্ত হিসেবে নেমে প্রথমে দাভিদ সিলভা ১-২ করার পরে ইনজুরি টাইমে দাভিদ ভিয়া দ্বিতীয় গোল শোধ করে স্পেনের মানরক্ষা করেন। ও দিকে, রোমে গিয়ে ইতালিকে দশ জনে খেলে ১-০ হারিয়েছে উরুগুয়ে। গোল করেন সেবাস্তিুয়ান ফার্নান্দেজ। আর্জেন্তিনার বিরুদ্ধে বিরতির ঠিক আগে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দিয়েছিলেন পাবন। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মেসি সমতা ফেরানোর পরে খেলা শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে বহুপ্রতীক্ষিত জয়ের গোলটি করেন মারাদোনার জামাই আগেরো। জেতার পরে মেসি বলেছেন, “কোনও কোনও সময় আকর্ষণীয় ফুটবল খেলার চেয়ে জিতে তিন পয়েন্ট পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।” আবার পতুর্গাল ইউরো কাপের মূলপর্বে ওঠার পরে রোনাল্ডো বলেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য।” পর্তুগালের হাফডজন গোলের শুরুটা রোনাল্ডোই করেছিলেন তাঁর ট্রেডমার্ক ফ্রিকিক থেকে। নানি, পস্তিগা, মিগুয়েল ও ফাবিও-ও গোল করেন।
|
পর্তুগাল, পোল্যান্ড, ইউক্রেন, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি, ইংল্যান্ড, ইতালি, রাশিয়া, ক্রোয়েশিয়া, গ্রিস, সুইডেন, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স ও আয়ার্ল্যান্ড। |