শহর সাজাতে উদ্যোগী পুরসভা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরকে সুন্দর করে সাজাতে উদ্যোগী হয়েছে মেদিনীপুর পুরসভা।
কয়েকদিন আগেই রাজ্য সরকার এক নির্দেশিকা জারি করে প্রতিটি শহরকে সুন্দর করে সাজানোর নির্দেশ দিয়েছিল জেলাশাসকদের। তারপরই পুরপ্রধান ও সংশ্লিষ্ট সরকারি দফতরকে নিয়ে বৈঠক করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শহরের সৌন্দর্যায়নে কী ধরনের পদক্ষেপ করা হবে সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। মেদিনীপুর পুরসভার উপপুরপ্রধান এরশাদ আলি বলেন, “প্রাথমিক ধাপে শহরকে সাজাতে ১৫ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে বৃক্ষরোপন, ডিভাইডারে রং করা ও বিভিন্ন জায়গায় আলো দেওয়া হবে।” |
|
পুরোদমে চলছে সৌন্দর্যায়নের কাজ। মেদিনীপুরে তোলা নিজস্ব চিত্র। |
রং করার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাজ্যে সরকার পরিবর্তনের পর লাল রঙের পরিবর্তে সর্বত্রই সবুজ রঙের আধিক্য। মেদিনীপুর শহরও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই ডিভাইডারে সবুজ রং করার কাজ শুরু হয়ে গিয়েছে। উপপুরপ্রধান জানান, “সর্বত্রই সবুজ ও সাদাএই দু’টি রং ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” রং করার পরই বিভিন্ন জায়গায় আলো লাগানো ও বৃক্ষরোপণের কাজ শুরু হবে বলে তিনি জানান।
অন্য দিকে খড়্গপুর পুর-কর্তৃপক্ষও শহরকে সাজানোর পরিকল্পনা নিয়েছে। খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় আগেই আলো লাগানো হয়েছিল। এ বার পথবাতি ছাড়াও শহরের রাস্তা সংস্কার, স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা চালু ও বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরপ্রধান জহর পাল বলেন, “আপাতত দূষণ রোধ করতে বৃক্ষরোপণের জন্য ৮৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে ধরা হয়েছে। শহরকে ঘিরে অনেকগুলি কারখানা রয়েছে। তাই এই শহরে বৃক্ষরোপণ খুবই জরুরি।” তারই সঙ্গে পুরসভার বাইরে যে সব পূর্ত দফতরের রাস্তা রয়েছে, সেগুলিও দ্রুত সংস্কার করার চেষ্টা চলছে বলে পুরপ্রধান জানান। |
|