টুকরো খবর |
প্রকাশিত ‘তূর্য’র দীপাবলি সংখ্যা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সাহিত্য পত্রিকা ‘তূর্য’র দীপাবলি সংখ্যা প্রকাশিত হল সম্প্রতি। খড়্গপুরের সাউথসাইডে এই উপলক্ষে ঘরোয়া এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত কবি-সাহিত্যিকেরা স্বরচিত কবিতা-প্রবন্ধ-গল্প পাঠ করেন। অনিল ঘড়াই সম্পাদিত এই সংখ্যায় ‘সম্পাদক রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ লিখেছেন তাপস মুখোপাধ্যায়। এ ছাড়াও হেমন্ত প্রধানের প্রবন্ধ, সুনীল ঘোষের রম্যরচনা উল্লেখযোগ্য। পত্রিকার প্রচ্ছদ এঁকেছেন অঙ্কিতা ঘড়াই। |
গ্রামে ফিরতে প্রশাসনের দ্বারস্থ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
এসডিও অফিসে সপরিবার শম্ভূ রায়। নিজস্ব চিত্র। |
তাঁর বাবাকে ‘ডাইন’ তকমা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হলেন ছেলে। এ ঘটনা মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি অঞ্চলের চণ্ডীপুরের। ওই গ্রামেই বাড়ি সুবল রায়ের। তাঁর ছেলে শম্ভুবাবুর অভিযোগ, “গ্রামেরই কিছু লোক আমার বাবাকে ডাইন বলে মারধর করে। আমার উপরও অত্যাচার হয়। বাধ্য হয়ে আমি বৃদ্ধ বাবা, স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হই। এখন এক আত্মীয়বাড়িতে আছি।” অভিযোগ, গত সোমবার ধান কাটার জন্য গ্রামে ফিরলে কিছু লোক শম্ভুবাবুর উপর হামলা চালায়। তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বুধবার মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক সুরজিৎ রায়ের কাছে সমস্ত ঘটনার কথা লিখিত ভাবে জনিয়েছেন শম্ভুবাবু। তাঁর অভিযোগ, ‘‘আগেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু সুরাহা হয়নি।” প্রশাসন অবশ্য জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। স্থানীয় সূত্রে খবর, গ্রামের কয়েক জনের সঙ্গে বিবাদের জেরেই ঘরছাড়া হয়েছে ওই পরিবার। |
দিল্লি থেকে ফিরল নবোদয়ের ছাত্রেরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিজেদের হাতে তৈরি ডোকরার শিল্পকর্মে সকলের মন জয় করে দিল্লি থেকে ফিরলেন মেদিনীপুর জওহর নবোদয় স্কুলের ছাত্রেরা। দিল্লির প্রদর্শনীতে তাদের তৈরি ডোকরার কাজ দেখেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল। স্কুলের শিক্ষক সোমনাথ বিশ্বাস বলেন, “হাতের কাজ মন্ত্রী দেখে কী ভাবে ছোট্ট ছেলেরা তা তৈরি করেছে তা-ও জানতে চেয়েছেন।” ভারতের বিভিন্ন রাজ্য থেকেই শিল্পকর্ম নিয়ে হাজির হয়েছিল ছাত্রছাত্রীরা। প্রতিটি স্কুলকেই ৩০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মন্ত্রী। সোমনাথবাবু বলেন, “মন্ত্রীর ঘোষণায় স্কুলের সকলেই বেজায় খুশি।” সোমনাথবাবুর সঙ্গেই দিল্লি গিয়েছিল সঞ্জয় মাণ্ডি ও সঞ্জু দে নামে দুই ছাত্র। |
ডেবরায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েতের কাজকর্ম দ্রুত স্বাভাবিক করার দাবিতে বুধবার ডেবরা পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সমিতির অফিসের সামনে এক সভাও হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃত্ব অভিযোগ করেন, সিপিএম পরিচালিত পঞ্চায়েতগুলো ইচ্ছে করেই উন্নয়নের কাজে গড়িমসি করছে। বিভিন্ন প্রকল্পের টাকা এসে পড়ে রয়েছে। অথচ, কাজ এগোচ্ছে না। একশো দিনের কাজও দারুণ ভাবে ব্যাহত হয়েছে। পাশাপাশি, এ দিন সভাপতি বন্দনা মণ্ডলের হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা তৃণমূল নেতা নির্মল ঘোষ, ব্লক সভাপতি অলোক আচার্য প্রমুখ। |
কংগ্রেসের দাবিপত্র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বিডিওকে স্মারকলিপি কংগ্রেসের নিজস্ব চিত্র। |
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা, বিপিএল তালিকা ঠিক ভাবে তৈরি করা-সহ বেশ কিছু দাবিতে বুধবার মেদিনীপুর সদরের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। পাশাপাশি, বিডিও অয়ন নাথের সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি পঙ্কজ পাত্র প্রমুখ। দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন বিডিও। গত ক’মাস পঞ্চায়েতস্তরে উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে অভিযোগ করে ব্লক কংগ্রেস সভাপতি বলেন, “অবিলম্বে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু করার কথা বলেছি। এ ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।” |
|