দাদু-ঠাকুমা-মা-বাবা সব্বাইকে টপকে গেল একরত্তি মেয়েটা।
এত দিন জল্পনা চলছিল, কবে সে জন্মাবে। ছেলে না মেয়ে। যমজ সন্তান হবে কি না। এই নিয়ে ভেবে ভেবে দেশ জুড়ে বুকিরা যত টাকার বাজি ধরছিলেন, তার অঙ্কটা প্রায় ১৫০ কোটি টাকার কাছাকাছি বলে একটি সূত্রের খবর। ‘বাবা’ হওয়ার মুহূর্তে অমিতাভ বচ্চনও কিন্তু এই প্রচার পাননি। ‘মা’ হওয়ার মুহূর্তে জয়া বচ্চন এই প্রচার পাননি। জন্ম-মুহূর্তে অভিষেক বচ্চন এই প্রচার পাননি। ঐশ্বর্যা তো পানইনি। তিনি তারকা দম্পতির সন্তানও নন।
এর আগে গত কয়েক বছরে হৃতিক রোশন বা কাজলের যখন সন্তান হয়েছে, তা নিয়ে এমন মাতামাতি দেখা যায়নি। কপূর পরিবার আজ অবধি তাদের সন্তানদের ঘিরে এমন প্রচার দেখেনি। ইদানীং স্যাফ আলি খান বা করিনাকে নিয়ে যত লেখালেখি হয়, শর্মিলা-পটৌডির প্রেম নিয়ে সেই পরিমাণে চর্চা কোনও দিন হয়নি। এ রাজ্যেও উত্তমকুমার বা সুচিত্রা সেনের সন্তানদের নিয়ে বা হালে প্রসেনজিতের সন্তানকে নিয়েও এমন মাতামাতি দেখা যায়নি। রাহুল-প্রিয়ঙ্কা এবং জিতের বিয়ে নিয়ে মিডিয়া হইচই করেছে। নজর কেড়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের কন্যার জন্ম। কিন্তু প্রকৃতপক্ষে পাশ্চাত্যে টম ক্রুজ-ডেভিড বেকহ্যাম বা ব্র্যাঞ্জেলিনার ক্ষেত্রে যা দেখা গিয়েছিল, ঐশ্বর্যার মধ্য দিয়েই এ দেশে তার ‘অভিষেক’ হল সেলিব্রিটি-সন্তানের জন্মসংবাদ খবরের শিরোনাম দখল করল।
জুন মাসে ঐশ্বর্যার সন্তানসম্ভাবনার খবর জানা থেকেই প্রতিটি মুহূর্ত গোনা শুরু হয়েছিল। অভিষেক নন, অমিতাভ বচ্চন সে বার টুইট করে প্রথম ঘোষণা করেছিলেন সেই সংবাদ। এ দিন সকাল ৯টা ৫২ মিনিটে প্রথমে এল অভিষেক বচ্চনের টুইট আর তার পরপরই অমিতাভের টুইট। অভিষেক লিখলেন, “ইটস আ গার্ল!!!!!! :-)))))”। ‘সিনিয়র বচ্চনে’র টুইট বলল, “আমি এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর শিশুকন্যার দাদু!! দাদাজি...দুর্দান্ত!!!!” |
খবরটা ছড়াল অল্প কিছু ক্ষণের মধ্যেই। শুরু হয়ে গেল নতুন বাজি। অভিষেক-ঐশ্বর্যার মেয়ের নাম কী হবে? সংখ্যাবিদরা নেমে পড়লেন আসরে। শুধু কি সংখ্যাবিদ? বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এ দিন জনৈক দেবরাজ কুণ্ডুর স্ত্রী একটি মেয়ের জন্ম দেন। দেবরাজবাবু বলছেন, “ঐশ্বর্যা ও আমার স্ত্রী একই দিনে মা হলেন। ঐশ্বর্যা মেয়ের যা নাম রাখবেন, আমরাও সে নামে আমাদের মেয়েকে ডাকব।”
প্রথমে জল্পনা ছিল, ১১ নভেম্বর বা ১১.১১.১১-তে জন্ম নেবে বচ্চন পরিবারের কনিষ্ঠ সদস্য! গুজব রটেছিল, অভিষেকরা নাকি সে রকম ভাবেই জ্যোতিষী পরামর্শ করছেন! শেষ পর্যন্ত অভিষেক বিরক্ত হয়ে টুইট করেন যে, ১১ বা অন্য কোনও বিশেষ তারিখ নিয়ে কোনও সংস্কার তাঁদের নেই। ঐশ্বর্যা স্বাভাবিক ভাবে যেদিন সন্তানের জন্ম দেবেন, সেই তারিখটাই শুভদিন হিসেবে মানবেন তাঁরা। ১১ তারিখটা কেটে যাওয়ার পরে আবার ভাবনা শুরু হয়েছিল ১৪ তারিখ ‘শিশু দিবস’ নিয়ে। ১৪ই রাতেই শেষ অবধি ৩৮ বছর বয়সী ঐশ্বর্যা মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে ভর্তি হলেন। আজ সকালে ‘সুখবর’ এল! আন্তর্জাতিক সংবাদসংস্থা ঘোষণা করল, “বলিউডের রাজপরিবারে কন্যাসন্তানের আগমন!” ‘রাজপরিবার’ই বটে! ২০০৭-এর ২০ জুন অভিষেক-ঐশ্বর্যার বিয়ে থেকে শুরু করে আজ পর্যন্ত সংবাদমাধ্যমের উপরে কার্যত রাজত্বই করে গেলেন বচ্চনরা। বিয়ের অনুষ্ঠানেও সংবাদমাধ্যমের গতিবিধি ছিল মেপে দেওয়া। আর ঐশ্বর্যা হাসপাতালে ভর্তি হওয়ার পরেই বচ্চনদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে ১০ দফা ফরমান জারি করে দেয় ‘ব্রডকাস্ট এডিটর্স অ্যাসোসিয়েশন’ সন্তানের জন্মের প্রাক্কালে এই নিয়ে কোনও অনুষ্ঠান নয়, হাসপাতালের সামনে কোনও চ্যানেলের ওবি ভ্যান নয়, পারিবারিক ঘোষণার আগে সন্তানকে ঘিরে কোনও ব্রেকিং নিউজ নয়, কোনও ছবি বা এমএমএস প্রকাশ নয়, কোনও জ্যোতিষীসভা বসানো নয়। যুবরানি ডায়না যা পারেননি, সারকোজি-কার্লা ব্রুনি যা পারেন না, বচ্চন পরিবার সেটাই করে দেখাল। অভি-অ্যাশের সন্তানের খবর জানতে সারা দুনিয়াকে টিভির পর্দা ছেড়ে চোখ রাখতে হল টুইটারের পাতায়।
টুইটারেই শুরু হল অভিনন্দনের বন্যা! আধ ঘণ্টার মধ্যেই সিনিয়র বচ্চনের টুইট অ্যাকাউন্ট ভরে গেল ২৮৪৩টি টুইট-বার্তায়! ‘বাবা’ অভিষেক যতই লিখুন “একটু ঘুমোতে চাই এ বার! কিন্তু উত্তেজনার চোটে ঘুম আসবে বলে মনে হয় না” জনমোহিনী আকর্ষণে আজও ফের তাঁকে পিছনে ফেললেন ‘দাদু’ অমিতাভ। বলিউডের বেশির ভাগ তারকা অবশ্য অভিষেককে টুইট করেছেন, কেউ কেউ অভিষেক-অমিতাভ দু’জনকেই। শাহরুখ খান, কর্ণ জোহর, বোমান ইরানি, অনুপম খের, অর্জুন রামপাল, সোনম কপূর, বিপাশা বসু... কে নেই! প্রাক্তন সমাজবাদী নেতা, সম্প্রতি জেল থেকে বেরনো অমর সিংহ, অভিনেত্রী সোনালি বেন্দ্রে ও তাঁর স্বামী গোল্ডি বেহল, প্রযোজক বান্টি ওয়ালিয়া, পরিচালক অপূর্ব লাখিয়া হাসপাতালে যান।
মা-মেয়ে দু’জনেই ভাল আছে বলে অভিষেক পরে লিখে জানিয়েছেন। পর্দায় অমিতাভের পুত্র এবং অমিতাভের পিতা, দু’রকম চরিত্রেই অভিনয়ের অভিজ্ঞতা আছে তাঁর। বাস্তবে পিতৃত্বের ইনিংস এ বার শুরু। মায়ের ভূমিকায় ঐশ্বর্যা, দাদুর ভূমিকায় অমিতাভ নাকি বাবার ভূমিকায় অভিষেক কাকে কতটা মানায়, দীর্ঘমেয়াদি বাজি ধরতে তৈরি ভক্তেরা। |