বন্দিকে মারে অভিযুক্ত রক্ষী সাসপেন্ড |
পরিবেশ নষ্ট করার অভিযোগে কাটোয়া উপ-সংশোধনাগারের অন্যতম মুখ্য কারারক্ষী ভাস্কর ঘোষকে সাসপেন্ড করলেন কর্তৃপক্ষ। বুধবার সকালে ওই কারারক্ষীকে সাসপেন্ড করেন কাটোয়ার মহকুমাশাসক তথা জেল সুপার দেবীপ্রসাদ করণম। মঙ্গলবার দুপুরে জেলের ভিতরে এক বন্দিকে মারধরের অভিযোগ ওঠে ভাস্করবাবুর বিরুদ্ধে। ওই ঘটনার পরেই অন্য বন্দিরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনার তদন্তে যান মহকুমাশাসক। তাঁর কাছে প্রহৃত বন্দি মিঠুন দাস-সহ অনেকেই লিখিতভাবে অভিযোগ জানান। মহকুমাশাসকের কাছে বন্দিরা অভিযোগ করেন, ভাস্করবাবু বিভিন্ন সময়ে তাঁদের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে মারধর করেন। এর আগেও ওই কারারক্ষীর বিরুদ্ধে এক মহিলার সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগ ওঠে। ওই মহিলা মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। দেবীপ্রসাদ করণম বলেন, “ওই কারারক্ষীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ওঁর জন্য সংশোধনাগারের পরিবেশ নষ্ট হচ্ছে। সেই কারণেই কাটোয়া উপ-সংশোধনাগারের অন্যতম মুখ্য কারারক্ষী ভাস্কর ঘোষকে সাসপেন্ড করা হল।” ওই কারারক্ষী অবশ্য মহকুমাশাসকের কাছে নিজেকে ‘নির্দোষ’ বলে জানিয়েছিলেন।
|
কেতুগ্রামে দুষ্কৃতী হামলায় জখম ৩ |
সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে মঙ্গলবার গভীর রাতে কেতুগ্রামের আমগোড়িয়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তিন জন মোটরবাইক আরোহী। পুলিশ জানিয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে কেতুগ্রামের আরনা গ্রাম থেকে ফিরছিলেন নাসিরুদ্দিন শেখ, মনিরুল শেখরা। আমগোড়িয়ার কাছে এক দল দুষ্কৃতী তাঁদের বাইক লক্ষ করে বোমা ছোড়ে। নাসিরুদ্দিন পালাতে গেলে দুষ্কৃতীরা পায়ে ধারালো অস্ত্র দিয়ে মারে। তাঁকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ও পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি দু’জনের পায়েও বোমার স্প্লিন্টার লাগে। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
বেশি মাল বোঝাই যান ধরতে অভিযান |
‘ওভারলোডিং’ আটকানোর জন্য পথে নামল কাটোয়া মহকুমা প্রশাসন। বুধবার এসটিকেকে রোডে দাঁইহাট মোড়ে মহকুমাশাসক দেবীপ্রসাদ করণমের নেতৃত্বে অভিযান শুরু করে প্রশাসন। এ দিন ৪০টি গাড়ি আটক করা হয়েছে। মহকুমাশাসক বলেন, “১৬ টনের গাড়িতে ৩০ টন মাল বহন করা হচ্ছে। সেই কারণে গাড়িগুলি আটক করা হয়েছে। এ রকম অভিযোন ভবিষ্যতেও চলবে।” মহকুমা প্রশাসন সূত্রে খবর, বীরভূম, মুর্শিদাবাদের ভাগীরথী-অজয়-ময়ুরাক্ষী থেকে বালি এই পথেই কলকাতা-সহ তৎসংলগ্ন এলাকায় যায়। পূর্ত দফতর (রাস্তা) সূত্রে জানা গিয়েছে, ওভারলোডিংয়ের জন্য রাস্তা নষ্ট হচ্ছে। ওভারলোডিং বন্ধ করতে লরি মালিক সমিতি বারবার মহকুমাশাসককে স্মারকলিপি দিয়েছে। |