টুকরো খবর
প্যাডের কারবারে ধৃত তিন, আটক কয়লার লরিও
কয়লা পাচার রুখতে ব্যবস্থা নেওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে প্যাডের কারবার। বেআইনি কয়লার কারবারিরা তার বিকল্প হিসাবে ইসিএলের জাল চালান তৈরি করে কারবার চালানোর উপর জোর দিচ্ছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার রানিগঞ্জের পঞ্জাবি মোড়ে পুলিশের জালে ধরা পড়ল তিন জন। পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “ধৃতদের কাছ থেকে জাল কাগজপত্র ও নগদ ১ লক্ষ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” পুলিশ কমিশনার জানান, বেশ কিছু দিন ধরেই এলাকায় জাল ইসিএলের কাগজপত্র তৈরি করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেআইনি কয়লা পাচার হচ্ছে বলে খবর ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রানিগঞ্জের পঞ্জাবি মোড়ের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় ইসিএলের বিভিন্ন কোলিয়ারির বহু জাল চালান, নগদ টাকা। রীতিমতো অফিস ফেঁদে কারবার চালাচ্ছিল ৭০ বছর বয়সী সত্যনারায়ণ গোয়েঙ্কা এবং তার দুই সাগরেদ রাজকুমার সিংহ ও অশোক অগ্রবাল। পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ কমিশনার জানান, এরা কয়লার ট্রাক থেকে কয়লা নামিয়ে সম ওজনের পাথর ঢুকিয়ে দিয়ে তারপর জাল কাগজপত্র দিয়ে পাচার করে দিত। তিনি বলেন, “কয়লা পাচার করার এটা কোনও নতুন পদ্ধতি নয়। আমরা বেশ কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম। এত দিনে পান্ডাদের ধরা গিয়েছে। দলের বাকিদেরও শীঘ্র ধরে ফেলা হবে।” অন্য দিকে, বুধবার রাতে দুর্গাপুরে দু’টি কয়লা বোঝাই লরি আটক করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। তিনি জানিয়েছেন, কামেশ্বর ঝা নামে এক ব্যক্তি ওই লরি দু’টির মালিক। কিন্তু দু’টি লরির কাগজপত্রে ওই ব্যক্তির বাবার নাম আলাদা। ঠিকানাও ভিন্ন। পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “ওই কয়লা কোথা থেকে এল এবং কোথায় পাঠানো হচ্ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।”

জমি দখলমুক্ত করার দাবি
আদিবাসী অধ্যুষিত এলাকার জমি দখল মুক্ত করা-সহ ২১ দফা দাবিতে বুধবার আসানসোলের মহকুমাশাসকের কাছে আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির আসানসোল মহকুমা শাখা সংগঠনের কয়েকশো সদস্য সমর্থক স্মারকলিপি জমা দেন। এ দিন আসানসোলের রবীন্দ্রভবন থেকে মিছিল করে তাঁরা মহকুমাশাসকের কার্যালয়ে যান। সংগঠনের নেতা হিরালাল সোরেন অভিযোগ করেন, মহকুমার বিভিন্ন প্রান্তের আদিবাসী অধ্যুষিত এলাকার জমি এক শ্রেণির ‘জমি মাফিয়া’ জোর করে দখল করছে। পরে সেই জমিতে নির্মাণ তুলছে। ফলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বঞ্চিত হচ্ছেন। আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, কমিটির কাছে নির্দিষ্ট অভিযোগ চাওয়া হয়েছে। তাঁরা যদি তা দিতে পারেন তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ মদ ও সরঞ্জাম আটক
অবৈধ মদ ও মদ তৈরির সরঞ্জাম-সহ বেশ কিছু কাঁচামাল বার্নপুর থেকে বাজেয়াপ্ত করেছে আবগারি দফতর। দফতরের বর্ধমান পশ্চিমের সুপার সুজিত দাস জানান, নামি কোম্পানির লেবেল সাঁটা ১০ বোতল মদ, দু’শো বোতল চোলাই মদ, জাল মদ তৈরি করার জন্য চারশো লিটার রেক্টিফায়েড স্পিরিট, খালি বোতল ও পাঞ্চিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। আবগারি দফতরের অফিসাররা জানান, অনেক দিন থেকেই খবর ছিল, বার্নপুরের একাধিক জায়গায় জাল মদ তৈরির ও বিক্রির কারবার চলছে। মঙ্গলবার বার্নপুরে শাস্ত্রী গর, দুবেপাড়া, লালমাটিয়া এলাকায় গোপন ডেরায় হানা দিয়ে এগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কেউ গ্রেফতার হননি।

কারখানার পাঁচিল না তোলার আর্জি
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ সীমানা পাঁচিল দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কায় এলাকার প্রায় ৫০ জন বাসিন্দা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়ের বাড়িতে যান। বিধায়কের কাছে গণেশ প্রসাদ, মমতা দাসদের দাবি, দীর্ঘ চার দশক ধরে তাঁরা ওখানে বসবাস করছেন। ডিএসপি পাঁচিল তুলে দিলে তাঁদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। বিধায়ক অপূর্ববাবু জানান, তিনি বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

অগ্নিদগ্ধ বধূর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বধূর। মাস ছ’য়েক আগে মৃতা টুম্পা মণ্ডলের (২৫) বিয়ে হয় সালানপুর থানার হরিষাডিহি গ্রামের নন্দলাল মণ্ডলের সঙ্গে। শ্বশুরবাড়ির তরফে পুলিশকে জানানো হয়েছে, জ্বলন্ত উনুন নিয়ে ঘরে ঢোকার সময়ে তাঁর শাড়িতে আগুন লাগে। গুরুতর জখম টুম্পাকে আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার তাঁর মৃত্যু হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হয়েছে।

জিতল পলাশবন
নেতাজি-সুকান্ত সঙ্ঘ আয়োজিত পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয়ী হল পলাশবন এসসি। কাপিষ্টা মাঠের খেলায় তারা বাঁশপাহাড়ি আদিবাসী ক্লাবকে ১-০ গোলে হারায়। এই মাঠে মঙ্গলবারের খেলায় জয়ী হয় ভাঙাধাওড়া। টাইব্রেকারে তারা শ্যামাপুর বুলেট একাদশকে ১-০ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি।

অনূর্ধ্ব ১৭ লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ লিগ কাম নক আউট ফুটবলের বুধবারের খেলা শেষ হয় অমীমাংসিতভাবে। এ দিন ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচে আমলাজোড়ার সুপ্রিয় সঙ্ঘ ও তানসেন এসি মুখোমুখি হয়। দু’টি দলই একটি করে গোল করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.