ডিএসপি-তে ফের আক্রান্ত সিটু, অভিযুক্ত তৃণমূলের শ্রমিকেরা
ফের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) সিটুর উপরে হামলার অভিযোগ উঠল আইএনটিটিইউসি-র বিরুদ্ধে। বুধবার সিটু অনুমোদিত ঠিকা শ্রমিক সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবীর সেনগুপ্ত-সহ তিন জনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জখমদের ডিএসপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিটুর জেলা সভাপতি দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বিধানসভা নির্বাচনের পর থেকে বারবার আমাদের কর্মী-সমর্থকদের উপরে হামলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মুখে বদলের কথা বলছেন। অথচ এখানে বদলার রাজনীতি চলছে।”
সিটুর অভিযোগ, বুধবার সংগঠনের নেতৃত্বের সঙ্গে ঠিকা শ্রমিকদের কারখানার কাজকর্ম ও বেতন নিয়ে আলাপ-আলোচনা চলছিল। এমন সময়ে মোটরবাইকে চড়ে প্রায় পঁচিশ জনের একটি দল কারখানায় চড়াও হয়। রড, লাঠি দিয়ে মারা হয় ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবীরবাবু-সহ তিন জনকে। এর পরেই তারা উধাও হয়ে যায়। সুবীরবাবুর অভিযোগ, সেই সময়ে ঘটনাস্থলে সিআইএসএফ থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সিটুর জেলা সভাপতি দেবব্রতবাবু জানান, এর আগে ১০ সেপ্টেম্বর ঠিকা শ্রমিক নিয়োগ সংক্রান্ত বচসা থেকে আইএনটিটিইউসি চড়াও হয় সিটুর উপরে। জখম হন অনেকেই। বিষয়টি সিটুর রাজ্য নেতৃত্বের তরফে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রকেও জানানো হয়। তার পরে ফের এ দিন সিটু নেতা-কর্মীদের উপরে ফের হামলার ঘটনা ঘটল। দেবব্রতবাবু বলেন, “১৯৬৭ থেকে কারখানায় ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন কাজকর্ম পরিচালনা করছে। কোনও দিন তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। এখন রীতিমতো সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে কারখানায়।” তাঁর আশঙ্কা, কারখানার ভিতরে এমন পরিস্থিতি তৈরি হলে আধুনিকীকরণের যে কাজ চলছে, তা নির্দিষ্ট সময়ে শেষ হবে না।
আইএনটিটিইউসি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চায়নি। সিটুর উপরে হামলায় তাদের কেউ জড়িত নয় বলে দাবি সংগঠনের। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের কথায়, “এ দিনের ঘটনায় আমাদের সংগঠনের কেউ জড়িত নয়। কারখানা কর্তৃপক্ষের কাছে ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে। তাছাড়া কারখানার ভিতরে যাতে ফের এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে।” তবে তিনি এমন কথা বললেও নাম প্রকাশে অনিচ্ছুক এক আইএনটিটিইউসি নেতা স্বীকার করেন, সংগঠনের নাম নিয়ে এক দল যুবক কারখানা চত্বরে মোটরবাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন, “কারখানার ভিতরে বাইক বাহিনীর দাপট আগে কোনও দিন দেখিনি। আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থক পরিচয় দিয়েই কারখানায় দাপাচ্ছে ওই যুবকেরা।” এ প্রসঙ্গে প্রভাতবাবু বলেন, “যদি কেউ এমন করে থাকে তাহলে তার বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নিন। কারখানার ভিতরে কোনও রকম অরাজক পরিস্থিতি আমরা বরদাস্ত করব না।” এ দিন ঘটনার খবর পেয়ে ডিএসপি হাসপাতালে যায় পুলিশ। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.