• কলুর বলদ দেখতে চান? তাও রয়েছে। চিলাখানার এক ব্যবসায়ী মেলায় ঘানির তেলের পসরা নিয়ে বসেছেন। সেখানে গ্রাহকদের চোখের সামনে ঘানি ঘুরিয়ে তেল বার করা হচ্ছে। তেন কিনুন বা না-কিনুন, এমন বিরল দৃশ্য দেখতে ভুলছেন না কেউই।
• ঢাকাই জামদানি কিনতে চান? একেবারে মেড ইন বাংলাদেশ। রাসমেলায় তাও মিলবে। বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে আসা ব্যবসায়ীরা স্টল করে দেদার ঢাকাই জামদানি নিয়ে বসেছেন। মহিলার ভিড় উপচে পড়ছে সেখানে।
|
• মেলার মুখে মোটর সাইকেল, সাইকেল রাখার স্ট্যান্ড ফি নিয়ে দর্শনার্থীদের অনেকেই প্রশ্ন তুলেছেন। মোটর সাইকেলের জন্য ১০ টাকা, সাইকেল রাখতে ৫ টাকা স্ট্যান্ড ফি নেওয়া হচ্ছে। দর্শনার্থীদের বক্তব্য, ফি কম হলে ভাল হত।
• দিনহাটা শহরে বসেও দেখা যাচ্ছে কোচবিহার রাসমেলার অনুষ্ঠান। সৌজন্য স্থানীয় কেবল সংস্থা। প্রতিদিন রাতে রাসমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান শহরের একটি কেবল সংস্থার মাধ্যমে লোকাল চ্যানেলে সম্প্রচার হচ্ছে। |